ইঁদুরের উৎপাতে তুলকালাম টাটা গোষ্ঠী পরিচালিত এয়ার ইন্ডিয়ার প্লেনে। ঘটনার জেরে বৃহস্পতিবার (২১ এপ্রিল) শ্রীনগর থেকে জম্মুগামী একটি ফ্লাইট প্রায় দুই ঘণ্টা দেরিতে উড়ে।
এ ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে উড়োজাহাজ চলাচল নিয়ন্ত্রক সংস্থা ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন (ডিজিসিএ)। শ্রীনগর বিমানবন্দর কর্তৃপক্ষ সূত্রের খবর, এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এআই ৮২২ বৃহস্পতিবার দুপুর ২টা ১৫ মিনিটে শ্রীনগর বিমানবন্দর ছাড়ার কথা ছিল। কিন্তু উড্ডয়নের আগে রুটিন পরীক্ষার সময় ফ্লাইটে ইঁদুরের উপস্থিতি দেখা যায়। কালক্ষেপণ না করে ফ্লাইটির যাত্রা বিলম্ব করা হয়।
প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় ধরা হয় ইঁদুরটি। এতে স্বস্তি ফেরে ফ্লাইটের যাত্রীদের। শেষ পর্যন্ত ৪টা ১০ মিনিটে শ্রীনগর থেকে জম্মুর উদ্দেশে উড়াল দেয় ফ্লাইট।
তবে ঘটনার বিষয়ে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ থেকে কোনো বিবৃতি দেওয়া হয়নি।