লন্ডনে বসে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান সরকারের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী। বুধবার দুপুরে সাভারের পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন।
মতিয়া চৌধুরী বলেন, আওয়ামী লীগ সরকার দক্ষ সরকার। এ সরকারের সময় দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে, হচ্ছে। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনতে হবে। এর আগে ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে তিন শতাধিক শিশু শিক্ষার্থীকে শিক্ষাসামগ্রী বিতরণ করেন আওয়ামী লীগের এ প্রেসিডিয়াম সদস্য ।
বাংলাদেশ আওয়ামী লীগ বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দকার বজলুল হকের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ, কবি আসলাম সানী, সিআরপির নির্বাহী পরিচালক সোহরাব হোসেনসহ আরও অনেকে।