নিজেকে জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দাবি করে বর্তমান চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরকে অবৈধ চেয়ারম্যান দাবি করেছেন জেনারেল হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তন স্ত্রী বিদিশা এরশাদ।
গঠনতন্ত্র অনুযায়ী তিনিই জাতীয় পার্টির কর্ণধার দাবি করে বিদিশা এরশাদ বলেন, ‘হুসেইন মুহম্মদ এরশাদের গঠনতন্ত্র অনুযায়ী যে জাতীয় পার্টি, সেই জাতীয় পার্টিই আমরা লিড দিচ্ছি। তিনি (জিএম কাদের) অবৈধ। তার নামে কোর্টে রিট আছে। তিনি বৈধ কি অবৈধ, কোর্টের রায় এখনো আসেনি। আর কিছু দিন পরে জনগণ সেটা দেখবে তিনি একজন অবৈধ চেয়ারম্যান।’
জেনারেল এরশাদের জন্মবার্ষিকী উপলক্ষে আপনি শোভাযাত্রা করলেন সেখানে জাতীয় পার্টির লোগো সম্বলিত প্যাডে আমন্ত্রণ জানালেন তার মানে কি জাতীয় পার্টি দুই ভাগে বিভক্ত? এমন প্রশ্নের জবাবে বিদিশা বলেন, ‘দুইভাগে ভাগ হবে কেন? জাতীয় পার্টি একটাই। এরশাদের গঠনতন্ত্র অনুযায়ী আমি সেই জাতীয় পার্টির নেতৃত্ব দিচ্ছি।’
শনিবার (১৯ মার্চ) সকালে এরশাদের ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে এক মোটর শোভাযাত্রার আয়োজন করেন বিদিশা এরশাদ।
শোভাযাত্রাটি গুলশান প্রেসিডেন্ট পার্ক থেকে শুরু হয়ে বনানী চেয়ারম্যান বাড়ি, তেজগাঁও, ভূমি ভবন, হাতিরঝিল হয়ে গুলশানে গিয়ে শেষ হয়।