ঢাকার ধামরাইয়ে আওয়ামী লীগের ইফতার মাহফিলে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
বুধবার উপজেলার আমতা ইউনিয়ন আওয়ামী লীগের ইফতার মাহফিলে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ইউনিয়ন আওয়ামী লীগের ইফতার মাহফিলে খাবার দেওয়াকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। দফায় দফায় চলে সংঘর্ষ। এক পর্যায়ে তারা বেশ কিছু চেয়ার টেবিলও ভাঙচুর করেন। এতে অন্তত ১০জন আহত হয়েছেন। আহতরা বিভিন্ন ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছে।
ধামরাই কাওয়ালীপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রাসেল মোল্লা বলেন, আওয়ামী লীগের দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় কয়েকজন আহত হয়েছেন। জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে।