সংযুক্ত আরব আমিরাতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি। বুধবার আজমানে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাইয়ের ‘দুয়ারে কনস্যুলেট’ নামে একটি সংগঠন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সহযোগিতায় বঙ্গবন্ধু কাপ কাবাডি নামে এই প্রতিযোগিতার আয়োজন করে।
আবুধাবি, দুবাই, শারজাহ ও আজমান-এই চার দল খেলায় অংশ নেয় প্রবাসী বাংলাদেশিদের নিয়ে গড়া চারটি দল। ফাইনালে আবুধাবিকে ৮-৭ পয়েন্টে হারিয়ে চ্যাম্পিয়ন হয় দুবাই।
খেলায় উপস্থিত ছিলেন বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন এবং বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সম্পাদক এসএম নেওয়াজ সোহাগ।
কনসাল জেনারেল বিএম জামাল হোসেন বলেন, ‘কাবাডি খেলার ঐতিহ্য রক্ষা ও প্রবাসে এর প্রসার ও প্রচারের লক্ষ্যে বাংলাদেশ কনস্যুলেট দুবাইয়ের এই উদ্যোগ অব্যাহত থাকবে।’
যুগ্ম সম্পাদক এসএম নেওয়াজ সোহাগ দুবাই থেকে বলেন, ‘আমরা দেশের মাটিতে আন্তর্জাতিক কাবাডি আয়োজন করছি; তেমনি বিদেশের মাটিতেও কাবাডি আয়োজন করে এর প্রসার ঘটাতে চাই। সামনে আরো এ রকম আয়োজনের পরিকল্পনা আছে।’