চট্টগ্রামের সীতাকুণ্ডে কন্টেইনার ডিপোতে আগুনের ঘটনায় প্রতিমুহুর্তে বাড়ছে লাশের সারি। এমন ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পুরো দেশে। আগুনে দগ্ধ হয়ে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন শত শত মানুষ। এমন ঘটনায় স্বেচ্ছাসেবী সংগঠনের সবাইকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে অবস্থান করার অনুরোধ জানিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।
এবার তাদের সাহায্য সহযোগিতার জন্য সবাইকে অনুরোধ জানিয়ে রোববার (৫ জুন) ভেরিফাইড পেজে পোস্ট করেন টাইগার পেসার তাসকিন আহমেদ। তিনি লেখেন, ‘আসুন চট্টগ্রামের সীতাকুন্ডের অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষ, ফায়ার ফাইটার, ডাক্তার, পুলিশসহ উদ্ধারকার্যে অংশ নেয়া সবার জন্য দোয়া করি। যে যেভাবে পারি সাহায্যের হাত বাড়িয়ে দিই। হে আল্লাহ, তুমি আমাদের হেফাজত করো।’