মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে ডোনাল্ড ট্রাম্পের অ্যাকাউন্ট থেকে যেসকল মন্তব্য করা হচ্ছে সে বিষয়ে সবাইকে সতর্ক করে একটি লেবেল লাগিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার।
মঙ্গলবার (৩ নভেম্বর) যুক্তরাষ্ট্রের সময় অনুযায়ী রাতে ট্রাম্পের অ্যাকাউন্ট থেকে একটি সতর্কবার্তা দেখা গেছে এমন যে, ‘এই টুইটার একাউন্ট থেকে শেয়ার করা কিছু অথবা সব কনটেন্ট বিতর্কিত। পাশাপাশি নির্বাচন সম্পর্কে ভুল তথ্য থাকতে পারে।’
একইদিন ট্রাম্প রাত ১২টার আগে দুইটি টুইট করেন। প্রথম টুইটে তিনি লেখেন, ‘আমরা বড় ব্যবধানে এগিয়ে, কিন্তু তারা নির্বাচন চুরির চেষ্টায় আছে। কখনোই এটি করতে দেব না। বন্ধ হওয়ার পর ভোট যেন না পড়ে।’
অন্য আরেকটি টুইটে ট্রাম্প লেখেন, ‘আজ রাতে বিবৃতি দেব। বড় জয়!’
কিন্তু এখন পর্যন্ত পাওয়া ফলাফলে দেখা যাচ্ছে বাইডেন কিছুটা এগিয়ে। ফক্স নিউজের প্রতিবেদনে দেখা গেছে, পঞ্চাশটি অঙ্গরাজ্যের বেশিরভাগ ফলাফলে ৪৪৭টি ইলেক্টোরালের মধ্যে ২৩৭টি গেছে বাইডেনের ঘরে, ২১০টি পেয়েছেন ট্রাম্প।
এবারের প্রেসিডেন্ট নির্বাচনের জন্য প্রায় ২১ কোটি ভোটার ভোট দিয়েছেন। এর মধ্যে আগাম ভোট দিয়েছেন প্রায় ১০ কোটি।
গত কয়েক মাস ধরে টুইটারের সঙ্গে সম্পর্ক ভালো যাচ্ছে না ট্রাম্পের। তার একাধিক ভুয়া টুইটে এ ধরনের লেবেল জুড়ে দিয়েছে টুইটার। ট্রাম্প কয়েকবার হুমকি দিলেও মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানটি দমে যায়নি।
আমার বার্তা/৪ নভেম্বর ২০২০/সাবাব