
দিন যত যাচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ত্রেতা ও দর্শনার্থীর সমাগমও বাড়ছে। সেইসঙ্গে বেড়েছে বেচাকেনাও। সকাল থেকেই বাণিজ্য মেলায় আসছেন ক্রেতা ও দর্শনার্থীরা।
শনিবার (১০ জানুয়ারি) মেলার অষ্টম দিন সকাল থেকেই আসতে শুরু করেছেন ক্রেতা ও দর্শনার্থীরা। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় পরিবার পরিজন বন্ধু-বান্ধবদের নিয়ে দূর-দূরান্ত থেকে মেলায় আসছেন সবাই। বিভিন্ন ফ্যাভিলিয়ন ও স্টল ঘুরে ঘুরে দেখছেন তারা।
প্রতিবারের মতো এবারের মেলাতেও প্রাধান্য পাচ্ছে এলুমিনিয়ামের তৈজসপত্র। নারীদের বেশিরভাগেরই আকর্ষণ গৃহস্থালী জিনিসের দিকে। তবে রাজধানীর গ্যাস সংকট তীব্র হওয়ায় ইলেকট্রিক চুলার দিকেও ঝুঁকছেন অনেকেই।
বিক্রেতারা আশা করছেন, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেলায় ভিড় আরও বাড়বে। গতকালের মতোই আশানুরূপ বেচাবিক্রি হবে তাদের।
পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে আয়োজিত এই বাণিজ্য মেলা চলবে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত।
আমার বার্তা/এল/এমই

