নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের নবগঠিত ২৯ সদস্যের কমিটির পরিচিতি ও সংবর্ধনা এবং মিছিল অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার ০৭ই (ফেব্রুয়ারি) বিকেলে বনপাড়া পৌর শহরে মোঃ সোহানুর রহমান সহ-সাংগঠনিক সম্পাদক নাটোর জেলা শাখা ও মোঃ ফাহিম মুনতাছির মেঘ সহ-সভাপতি নাটোর জেলা শাখার পরিচালনায় অতিথি হিসেবে ছিলেন মোঃ সাজিদুল বাশার যুগ্ম সাধারণ সম্পাদক কেন্দ্রীয় কমিটি ও সাবেক সভাপতি নাটোর জেলা জেলা ছাত্র অধিকার পরিষদ , মোঃ ইফতেখার সরকার শাওন যুগ্ম সাধারণ সম্পাদক কেন্দ্রীয় কমিটি ও সভাপতি নাটোর জেলা শাখা ছাত্রর অধিকার পরিষদ , মোঃ সোহেল রানা সাধারণ সম্পাদক নাটোর জেলা ছাত্র অধিকার পরিষদ ও কমিটির সদস্যবৃন্দ।
পরিচিতি ও সংবর্ধনা শেষে বড়াইগ্রাম উপজেলা ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা দুই কেন্দ্রীয় নেতাকে ফুল দিয়ে বরণ করে নেন।পরবর্তী বনপাড়া পৌর শহরে বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন এবং আওয়ামী লীগকে নিবন্ধন বাতিল করে নিষিদ্ধের দাবি জানান নেতাকর্মীরা।