ই-পেপার সোমবার, ০৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২

ভিক্ষাবৃত্তি করে দিন কাটে বীর মুক্তিযোদ্ধার স্ত্রী জোবেদা বেগমের

আমার বার্তা অনলাইন:
২০ মে ২০২৫, ১২:৩৯

কুড়িগ্রামে এক বীর মুক্তিযোদ্ধার স্ত্রী জোবেদা বেগমের দিন কাটে ভিক্ষাবৃত্তি করে। অথচ সরকারি গেজেটভুক্ত মুক্তিযোদ্ধা হিসেবে তার স্বামীর নামে ভাতা প্রদান করা হলেও সে সুবিধা ভোগ করতে পারেননি তিনি।

অভিযোগ রয়েছে, তার মৃত স্বামী বীর মুক্তিযোদ্ধা মফিজুল ইসলামের ভারতীয় তালিকা নাম্বার ব্যবহার করে একই নামধারী এক সরকারি চাকরিজীবী নিয়মিত মুক্তিযোদ্ধা ভাতা ভোগ করছেন।

কুড়িগ্রামের উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নের অনন্তপুর এলাকায় এ ঘটনা ঘটেছে। ভুক্তভোগী ওই বীর মুক্তিযোদ্ধার ছেলে ঠেলাগাড়ি চালক আ. জব্বার জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করেও কোনো সুফল পাননি।

জানা যায়, মুক্তিযুদ্ধ শুরু হলে হাতিয়া অনন্তপুরের মফিজুল ইসলাম ভারতের মুজিব ক্যাম্পে প্রশিক্ষণ নিয়ে যুদ্ধে অংশ নেন। তার ভারতীয় তালিকা নম্বর ৩৯৭০৩। ট্রেইনিং শেষে সম্ভবত মফিজুল ইসলাম ৬নং সেক্টরের হয়ে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন। দেশ স্বাধীনের পরপরই তাকে নীলফামারীতে দেখেছিলেন, তার সঙ্গে মুজিব ক্যাম্পে প্রশিক্ষণ নেওয়া যোদ্ধারা। এরপর তিনি আর নিজ বাড়িতে ফিরে আসেননি। পরিবারের ধারণা তিনি মারা গেছেন।

বীর মুক্তিযোদ্ধার স্ত্রী জোবেদা বেগম বলেন, ‘আমার স্বামী যখন যুদ্ধে অংশ নিতে যান, তখন আমাদের একমাত্র সন্তান আব্দুল জব্বারে বয়স ছিল মাত্র ২ বছর। দেশ স্বাধীন হলো, মুক্তিযোদ্ধারা ঘরে ফিরে এলো, শুধু ফিরে এলো না আমার স্বামী। এরপর দেখতে দেখতে ৫৫টা বছর পেরিয়ে গেল, তবুও আর স্বামী ফিরে এলো না।

সে সময়ের ফেলা আসা কষ্টের দিনগুলোর কথা বলেই কান্নায় ভেঙে পড়েন এই বৃদ্ধা। বর্তমানে এ নারী জীবিকা নির্বাহ করছেন, বাড়ি বাড়ি ভিক্ষা করে।

বীর মুক্তিযোদ্ধার ছেলে আব্দুল জব্বার বলেন, আমার বাবার ভারতীয় তালিকার ৩৯৭০৩ নং ব্যবহার করে নিয়মিত ভাতা উত্তোলন করছেন দলদলিয়া ইউনিয়নের কুটিরপাড়া গ্রামের মফিজুল ইসলাম নামে এক ব্যক্তি। এমন খবর পেয়েছি আমার বাবার সঙ্গে ট্রেইনিং নেওয়া মুক্তিযোদ্ধাদের থেকে।

জানা যায়, ২০২৩ সালে আব্দুল জব্বার কুড়িগ্রাম জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করলে তৎকালীন উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। পরে তিনি সমাজ সেবা কর্মকর্তাকে তদন্তভার দেন। কিন্তু সমাজ সেবা কর্মকর্তা সেই সময় ভুয়া মুক্তিযোদ্ধা দলদলিয়া ইউনিয়নের কুটিরপাড়া গ্রামের মফিজুল ইসলামের পক্ষে তদন্ত প্রতিবেদন দেন।

মুক্তিযোদ্ধার ছেলে আব্দুল জব্বার আরও বলেন, ঠেলাগাড়ি চালিয়ে খেয়ে না খেয়ে আমাকে বড় করেছে। আমার মা আজও অন্যের বাড়ি ভিক্ষা করে জীবন চালায়।

উলিপুর মুক্তিযোদ্ধা সংসদের কয়েকজন মুক্তিযোদ্ধা নাম না প্রকাশের শর্তে বলেন, একই নাম ও বাবার নাম মিলে যাওয়ায় এবং দীর্ঘ সময় মুক্তিযোদ্ধার দাবিদার কেউ না থাকার সুযোগ নিয়েছে উত্তর দলদলিয়া ইউনিয়নের কুটিপাড়া গ্রামের মফিজুল ইসলাম নামে এক ব্যক্তি। তিনি অবসরপ্রাপ্ত উপ-সহকারী কৃষি কর্মকর্তা।

তারা আরও জানান, ভারতীয় তালিকার ঠিকানা অনুযায়ী অনন্তপুর হাতিয়া ইউনিয়নের মফিজুল ইসলাম কিংবা তার পরিবারের লোকজনই মুক্তিযোদ্ধার দাবিদার হবে। অন্য ইউনিয়নের কেউ ভারতীয় তালিকার ওই নম্বর ব্যবহার করতে পারেন না।

ভারতের মুজিব ক্যাম্পে প্রশিক্ষণ নেওয়া ৪ বীর মুক্তিযোদ্ধাও মফিজুল ইসলামের স্ত্রী ও সন্তানের পক্ষে সংবাদকর্মীদের কাছে সাক্ষ্য দিয়েছেন। তারা হলেন, মুক্তিযোদ্ধা মো. আব্দুল বাতেন সরকার (ভারতীয় তালিকা নং ৩৯৬৮১), মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ (ভারতীয় তালিকা নং ৩৯৬৮২), মুক্তিযোদ্ধা মো. রবিউল ইসলাম (পরিচিতি নং ০১৪৯০০০১৭৯৯) ও মুক্তিযোদ্ধা শ্রী সুবল চন্দ্র রায় ভারতীয় তালিকা নং ৩৯৪৭৯। সবারই বাড়ি উপজেলার পান্ডুল ইউনিয়নে। সাক্ষাৎকার দেওয়া মুক্তিযোদ্ধাদের দাবি, সঠিক তদন্ত হলেই আসল মুক্তিযোদ্ধার বিষয়টি জানা যাবে।

অভিযুক্ত মফিজুল ইসলাম অভিযোগ অস্বীকার করে নিজেকে প্রকৃত মুক্তিযোদ্ধা হিসেবে দাবি করে বলেন, আমি ২০১০ সালে সরকারি গেজেটভুক্ত হয়ে মুক্তিযোদ্ধার ভাতা ভোগ করে আসছি। ২০২৩ সালে মুক্তিযোদ্ধার স্ত্রীর দাবিদার জোবেদা বেগম নামে একজন আমাকে ভুয়া প্রমাণ করতে আবেদন করেছিলেন। কিন্তু সমাজ সেবা কর্মকর্তার তদন্তে উত্তর দলদলিয়া এলাকায় তাকে খুঁজে পাওয়া যায়নি। তাই আমি সঠিক মুক্তিযোদ্ধা বলে সমাজসেবা কর্মকর্তা প্রতিবেদন দিয়েছেন।’

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. লুৎফর রহমান বলেন, ‘আমি দাখিলকৃত কাগজপত্র ও ভাতাভোগী মফিজুল ইসলামের সাক্ষীদের সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে তদন্ত রিপোর্ট দিয়েছিলাম। আসলে জোবেদার পক্ষে কোনো ভালো লোক সাহায্য করেনি কিংবা সাক্ষ্য দেয়নি। আবারও পুনরায় তদন্ত হলে আর তদন্তের দায়িত্ব আমার দপ্তরে এলে আমি বিষয়টি ভালোভাবে তদন্ত করে দেখবে।’

অভিযোগ পাওয়ার সত্যতা স্বীকার করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, আমি বিষয়টি নিয়ে তথ্য অনুসন্ধান করছি। উপরের নির্দেশনা পেলেই নতুনভাবে যাচাই-বাছাই করে প্রকৃত মুক্তিযোদ্ধা খুঁজে বের করা হবে।

আমার বার্তা/এল/এমই

চট্টগ্রামে প্রাণহানির ঘটনার ৩ মাস পর পলাতক বাসচালক গ্রেপ্তার

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ায় বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে শিশুসহ ১১ জন মাইক্রোবাস যাত্রী হত্যা মামলার প্রধান

ভালুকায় ফখরউদ্দিন আহমেদ বাচ্চুর উদ্যোগ ও অর্থায়নে ফুটবল উৎসব

ময়মনসিংহের ভালুকায় বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য, জেলা বিএনপির সাবেক সহ সভাপতি, উপজেলা বিএনপির

চাঁদাবাজির মামলায় গাজীপুরের সাবেক বিএনপি নেতা স্বপন গ্রেপ্তার

গাজীপুরের টঙ্গীতে চাঁদাবাজি মামলায় গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হাসান স্বপনকে গ্রেপ্তার

মাগুরার শ্রীপুরে সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার ২

মাগুরার শ্রীপুরে সেনাবাহিনীর যৌথ অভিযানে অস্ত্রসহ পলাতক আওয়ামীলীগ কর্মীকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।  সোমবার (০৭ জুলাই) ভোর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিয়ানমারে তুমুল সংঘর্ষ, ভারতে পালাচ্ছেন হাজার হাজার মানুষ

ন্যায্য সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের সক্ষমতা

অগ্রগতি ছাড়াই শেষ ইসরায়েল-হামাস যুদ্ধবিরতির প্রথম ধাপের আলোচনা

দুদককে চিঠি দেয়ার বিষয়টি ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে: আহমদ তৈয়্যব

ইউটিউবে চালু হচ্ছে নতুন নিয়ম

রাশিয়ার রিজার্ভ সর্বকালের সর্বোচ্চে পৌঁছেছে

জনতা ব্যাংকের প্রিলিমিনারি পরীক্ষার সূচি প্রকাশ

চট্টগ্রামে প্রাণহানির ঘটনার ৩ মাস পর পলাতক বাসচালক গ্রেপ্তার

৬১টি ব্যাংকে ১২ গ্রুপে ভাগ করা হবে: গভর্নর

রাতের মধ্যে ৬০ কিমি বেগে ঝড় ও পাহাড়ধসের আশঙ্কা

ডিজিএফআইয়ের সাবেক ডিজির ৪০ কোটি টাকার ব্যাংক হিসাব অবরুদ্ধ

ফিলিস্তিনি রাষ্ট্রের ‘অবিচ্ছেদ্য’ অংশ হিসেবে গাজাকে ঘোষণা করল ব্রিকস

ডেঙ্গুজ্বরে আরও তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৯২ জন

জাতীয় পার্টির মহাসচিব হলেন ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী

সার আমদানির জন্য বিএডিসি ও মরক্কোর মধ্যে চুক্তি নবায়ন

ভালুকায় ফখরউদ্দিন আহমেদ বাচ্চুর উদ্যোগ ও অর্থায়নে ফুটবল উৎসব

নির্বাচন যত দেরিতে হবে বাংলাদেশ তত পিছিয়ে যাবে: ফখরুল

চাঁদাবাজির মামলায় গাজীপুরের সাবেক বিএনপি নেতা স্বপন গ্রেপ্তার

মাগুরার শ্রীপুরে সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার ২

সন্ত্রাস-চাঁদাবাজ নির্মূলে নোয়াখালী বিএনপির জিরো টলারেন্স ঘোষণা