মাগুরার শ্রীপুরে সেনাবাহিনীর যৌথ অভিযানে অস্ত্রসহ পলাতক আওয়ামীলীগ কর্মীকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।
সোমবার (০৭ জুলাই) ভোর রাতে গোপন তথ্যের ভিত্তিতে মাগুরা জেলার শ্রীপুর উপজেলার নোহাটা গ্রামে মাগুরা আর্মি ক্যাম্প কর্তৃক একটি অস্ত্র অভিযান পরিচালনাকালে দুইটি রিভলভার, ৮ রাউন্ড গোলাবারুদ ও কিছু দেশীয় অস্ত্রসহ আওয়ামীলীগ কর্মী এবং নাশকতা ও হত্যা মামলার পলাতক আসামি মো. মিজানুর রহমান টিটোকে গ্রেপ্তার করা হয়।
সেনাবাহিনীর বরাত দিয়ে জানানো হয়, মো. মাহফুজুর রহমান কুয়াশা শ্রীপুর থানা আওয়ামী লীগের সাবেক ক্রীড়া সম্পাদক আনিচুর রহমান কনক মোল্লার আপন বড় ভাই। এছাড়াও তার বিরুদ্ধে নাশকতা ও হত্যা মামলা চলমান রয়েছে।
পরবর্তীতে তার দেওয়া তথ্যের উপর ভিত্তি করে একই দিন রাতে আরেকটি অভিযান পরিচালনা করে সেনাবাহিনী। এ হামলার সময় শ্রীপুর উপজেলার তারাউজিয়াল গ্রামের মো. শরিফুল ইসলাম সাচ্চুর বাসায় আরেকটি অভিযান পরিচালনা করা হয় যেখানে একটি বিদেশি পিস্তল (চায়না) এবং তিন রাউন্ড গোলাবারুদসহ মো. শরিফুল ইসলাম সাচ্চুকে গ্রেফতার করা হয়। আটককৃত শরিফুল ইসলাম সাচ্চু সব্দালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান ইউনিয়ন বিএনপি নেতা।
উভয় আসামিকে পুলিশের নিকট হস্তান্তর এবং তাদের বিরুদ্ধে মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী।
আমার বার্তা/বিকাশ বাছাড়/এমই