
বাগেরহাটের মোরেলগঞ্জে নিখোঁজের ৩ দিন পরে জাকির খান (৫০) নামে এক ভ্যানচালকের মরদেহ খাল থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২৭) সকাল ১০টার দিকে মোরেলগঞ্জ সদর বাজারের রূপালী ব্যাংকের ঘাটের কাছে বারইখালী খালে ভাসমান অবস্থায় মরদেহটি পাওয়া যায়।
জাকির খান জিয়ানগর উপজেলার কলারোন গ্রামের নুর মোহাম্মদ খানের ছেলে। তার স্ত্রী ও ৩ মেয়ে রয়েছে। জাকির খানের স্ত্রী নাসিমা বেগম মরদেহ শনাক্ত করেন।
নাসিমা বেগম জানান, তার স্বামী মানমিকভাবে সুস্থ ছিলেন না। দীর্ঘদিন ধরে তারা মোরেলগঞ্জ কেজিস্কুল রোড়ে মোল্লাবিাড়িতে বাসা ভাড়া করে থাকতেন। জাকির খান প্রায়ই তার স্ত্রীকে তাকে মারধর করতেন। বাড়ি থেকে চলে যেতেন। সবশেষ গত বুধবার (২৫ জুন) তিনি বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। কিভাবে তার মৃত্যু হয়েছে, তা জানা নেই।
এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ওসি মো. মতলুবর রহমান বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে খাল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে তার স্ত্রী মরদেহের পরিচয় নিশ্চিত করেন। ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতাল পাঠানো হয়েছে।
আমার বার্তা/এল/এমই

