ই-পেপার বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ৩ আশ্বিন ১৪৩২

বিদ্যালয়ে ঢুকে শিক্ষার্থী ও স্টাফকে পেটানোর অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

মাল্টিমিডিয়া প্রতিনিধি(মানিকগঞ্জ):
০৩ জুলাই ২০২৫, ২১:৪৯
ছবি : প্রতিনিধি

মানিকগঞ্জের ঘিওর উপজেলার ফুলহারা আঞ্চলিক উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণির এক শিক্ষার্থী ও একজন কর্মচারীকে বেধড়ক পেটানোর অভিযোগ উঠেছে স্থানীয় যুবদল নেতার বিরুদ্ধে। গত ২৯ জুন দুপুরে বিদ্যালয়ের ভেতরেই এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। ঘটনার ভিত্তিতে অভিযোগ দায়ের করা হলেও মামলা গ্রহণে পুলিশের গড়িমসি নিয়ে প্রশ্ন উঠেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, ২৯ জুন বিদ্যালয়ের শিক্ষার্থী ও বড়টিয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মিনার খানের ছেলে নাবিল খানের সঙ্গে আরেক শিক্ষার্থী রিয়াদ মাহমুদের বাগ্বিতণ্ডা হয়, যা একপর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়। এরপর নাবিল খান তার বাবা মিনার খানকে বিষয়টি জানালে মিনার খানসহ বেশ কয়েকজন বিদ্যালয়ের ভেতরেই রিয়াদ মাহমুদ ও তার মা ইয়াসমিন আক্তারকে (যিনি ঐ বিদ্যালয়ের কর্মচারী) মারধর করেন। মারধরের সময় শিক্ষার্থী রিয়াদ মাহমুদের ডান হাত ভেঙে যায় এবং ইয়াসমিন আক্তার গুরুতর আঘাত পান। এসময় অভিযুক্তরা ইয়াসমিন আক্তারের গলা থেকে ১৪ আনা ওজনের একটি স্বর্ণের চেইন ও একটি স্মার্টফোন ছিনিয়ে নেন বলেও অভিযোগ করা হয়েছে।

এ ব্যাপারে ভুক্তভোগী ইয়াসমিন আক্তার ও তার স্বামী মহির উদ্দিনের অভিযোগ, ঘটনার পর থানায় অভিযোগ দায়ের করা হলেও এখন পর্যন্ত কোনো আইনি সহায়তা মেলেনি। তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা শিক্ষা অফিসসহ বিভিন্ন দপ্তরেও সাহায্যের জন্য আবেদন করেছেন।

ইয়াসমিন আক্তার অভিযুক্তদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করে বলেছেন, "আমরা ওর (মিনারসহ অন্যদের) বিচার চাই। ও যেনো ভবিষ্যতে আর কোনো মানুষের সাথে এমন না করতে পারে। আমরা থানায় অভিযোগও দিয়েছি। কিন্তু আজ এতোদিন পরেও থানা কোনো গুরুত্ব দিচ্ছে না। সবাই বলছে আপোস করেন। কিন্তু আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।"

শিক্ষার্থী রিয়াদ মাহমুদের বাবা মহির উদ্দিন জানান, "মিনারের ছেলের সাথে আমার ছেলের একটা বাগ্বিতণ্ডা হয়। এই ঘটনার জের ধরে তারা আমার ছেলে ও স্ত্রীকে মেরেছে। একপর্যায়ে আমার স্ত্রীর গলার চেইন ও একটা টেকনো মোবাইল তারা নিয়ে গেছে।" তিনি আরও বলেন, ম্যানেজিং কমিটি ও প্রতিষ্ঠানের অনুমতি নিয়ে ঘটনার দিনই থানায় অভিযোগ দিয়েছেন, কিন্তু কোনো আইনি ব্যবস্থা পাচ্ছেন না। মহির উদ্দিনের অভিযোগ, অভিযুক্তরা এখন তাদের হুমকি-ধামকি দিচ্ছে এবং বলছে যে চাকরি করতে হলে তাদের কথা মেনে নিতে হবে। তিনি বলেন, "এখন আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। মিনার যুবদল নেতা হওয়ায় থানা এ ব্যাপারে খুব একটা গুরুত্ব দিচ্ছে না। আমরা আইনের সহায়তা চাই।"

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি লোকমান হোসেন এই ঘটনাকে "সিম্পল ব্যাপার" বলে অভিহিত করেছেন এবং জানিয়েছেন যে তারা বিষয়টি মীমাংসা করে দিয়েছেন। তবে জানা গেছে, সভাপতি লোকমান হোসেন অভিযুক্ত মিনার খানের স্বজন।

ঘিওর থানা অফিসার ইনচার্জ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, "এরকম একটা অভিযোগ দেওয়া হয়েছে থানায়। বিষয়টি তদন্তাধীনও আছে। পরে শুনেছি স্কুল কমিটি বিষয়টি আপোস করতে চেয়েছে। তবে ভুক্তভোগীরা মামলা করতে চাইলে আমরা মামলা নেবো।"

এ বিষয়ে অভিযুক্ত মিনার খান তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন। তিনি বলেন, "ঘটনা কিছুই নেই এখানে। অভিযোগটা মিথ্যা করে বানানো হয়েছে। সবাইকে জিজ্ঞেস করবেন আমি ওখানে ছিলাম কি না।"

বিষয়টির উপযুক্ত তদন্ত করে দ্রুত ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়েছেন স্থানীয় সুশীল সমাজ।

নরসিংদীর দুর্গম চরে আ’লীগ-বিএনপি সংঘর্ষ, গুলিতে নিহত ১

এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নরসিংদীর দুর্গম চরাঞ্চল আলোকবালিতে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে

চাঁদপুরে কোস্ট গার্ডের অভিযানে ১৮ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস

চাঁদপুরে বিভিন্ন অভিযানে জব্দকৃত প্রায় ১৮ লক্ষ টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার (১৬

কুড়িগ্রামে স্কুলের ৩ তলা থেকে পড়ে নিভে গেল, শিশু মুনতাহার জীবন প্রদীপ

কুড়িগ্রামের নাগেশ্বরীতে স্কুলের তিন তলা থেকে পড়ে মুনতাহা নামে পাঁচ বছর বয়সের এক শিশুর মৃত্যু

খুলনায় ইজি বাইকের ধাক্কায় ৫ বছরের শিশুর মৃত্যু

খুলনা মহানগরীর লবণচোরা থানাধীন দক্ষিণ মোহাম্মদনগর সুইচগেট এলাকায় এক হৃদয়বিদারক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে মাত্র ৫
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রে ভয়াবহ বন্দুক হামলা, প্রাণ হারালেন তিন পুলিশ কর্মকর্তা

নরসিংদীর দুর্গম চরে আ’লীগ-বিএনপি সংঘর্ষ, গুলিতে নিহত ১

যুক্তরাজ্যে রেকর্ড ১৫০ বিলিয়ন পাউন্ড বিনিয়োগের ঘোষণা যুক্তরাষ্ট্রের

রাইস ব্রান অয়েল রপ্তানিতে ২০ শতাংশ শুল্কারোপ

সম্প্রীতির বাংলাদেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে: কফিল উদ্দিন

জামায়াতসহ ৭ দলের অভিন্ন কর্মসূচি আজ শুরু

রাকসু নির্বাচনে আলোচনার শীর্ষে ৬ ভিপিপ্রার্থী

এআই ও প্রযুক্তি খাতে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের যুগান্তকারী চুক্তি

জনগণ যাকে ভোট দেবে তাকেই মানতে হবে: ভারতীয় বিশ্লেষকরা

গাজায় ইসরাইলি বর্বরতায় নিহতের সংখ্যা ৬৫ হাজার ছাড়াল

১৮ সেপ্টেম্বর ঘটে যাওয়া নানান ঘটনা

চাঁদপুরে কোস্ট গার্ডের অভিযানে ১৮ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস

কুড়িগ্রামে স্কুলের ৩ তলা থেকে পড়ে নিভে গেল, শিশু মুনতাহার জীবন প্রদীপ

খুলনায় ইজি বাইকের ধাক্কায় ৫ বছরের শিশুর মৃত্যু

কুয়াকাটায় নারী পর্যটকের আপত্তিকর ভিডিও ধারণ করায় এক যুবকের কারাদণ্ড

টেবিলে সমাধান হলে অসাংবিধানিক পথ বন্ধ হবে: সালাহউদ্দিন

দুর্গাপূজায় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান মির্জা ফখরুলের

প্রতিরক্ষা সহযোগিতা এগিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ

সাংবিধানিক আদেশ ও গণভোট প্রশ্নে দ্বিধা বিভক্ত রাজনৈতিক দলগুলো

শিবগঞ্জ উপজেলাকে দ্বিতীয়বারের মতো বাল্যবিবাহমুক্ত ঘোষণা