খুলনায় অপহরণের শিকার খাদ্য পরিদর্শক সুশান্ত কুমার মজুমদারকে উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৩ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তেরখাদা উপজেলার আজগড়া বিআরবি উচ্চ বিদ্যালয়ের পাশ থেকে তাকে হাত, পা ও চোখ বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, একই দিন সন্ধ্যা ৭টার দিকে নগরীর ৪ নম্বর ঘাট এলাকা থেকে সুশান্ত কুমার মজুমদারকে জোরপূর্বক একটি গাড়িতে তুলে নিয়ে যায় কয়েকজন ব্যক্তি, যারা নিজেদের পুলিশ পরিচয় দিয়েছিল। পরে অপহরণকারীরা তার পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে। এ ঘটনায় রাতেই খুলনা থানায় লিখিত অভিযোগ করেন খাদ্য কর্মকর্তার স্ত্রী মাধবী রানী মজুমদার।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, অপহরণের পর থেকে পুলিশের একাধিক ইউনিট চারদিক থেকে অভিযান শুরু করে। পুলিশের অভিযানে আতঙ্কিত হয়ে অপহরণকারীরা তাকে তেরখাদা উপজেলার আজগড়া গ্রামের বিআরবি উচ্চ বিদ্যালয়ের মাঠে হাত-পা এবং চোখ বেঁধে ফেলে রেখে পালিয়ে যায়। পরবর্তীতে সেখানকার পুলিশের সহায়তা নিয়ে সুশান্ত কুমার মজুমদারকে উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, অপহরণকারীরা চাঁদা দাবি করেছিল। পরিবারের পক্ষ থেকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে কিছু টাকা দেওয়া হয়। পরে ওই মোবাইল ব্যাংকিংয়ের এজেন্টকেও জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
আমার বার্তা/জেএইচ