বাংলাদেশে নিযুক্ত ক্যাথলিক চার্চের দূত ও অ্যাপোস্টলিক নুনসিও আর্চবিশপ কেভিন এস. র্যান্ডাল আজ রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
সৌজন্যমূলক এই সাক্ষাতে আর্চবিশপ র্যান্ডাল আগামী সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিতব্য একটি আন্তর্জাতিক আন্তঃধর্মীয় সংলাপে অংশগ্রহণের জন্য অধ্যাপক ইউনূসকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান।
আন্তঃধর্মীয় ঐ সংলাপটি আগামী ৬ থেকে ১২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে, যেখানে বিশ্বের নানা ধর্ম, সংস্কৃতি ও মতবাদের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। এটি আয়োজন করছে ফ্রাতেল্লি তুত্তি ফাউন্ডেশন, যা পোপ ফ্রান্সিসের "Fratelli Tutti" নীতিমালার আলোকে গঠিত। এই নীতির মূল উদ্দেশ্য হলো মানবিক সংহতি, শান্তিপূর্ণ সহাবস্থান এবং সামাজিক বন্ধনের উন্নয়ন।
সাক্ষাৎকালে আর্চবিশপ বলেন, “এই সংলাপ শুধু পণ্ডিতদের জন্য নয়, এটি হবে একটি দ্বিমুখী প্রক্রিয়া—একদিকে একাডেমিক পর্যায়ে তাত্ত্বিক আলোচনা, অন্যদিকে জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে বাস্তব সংলাপ গড়ে তোলা।”
তিনি আরও বলেন, “আমাদের লক্ষ্য একটি বৈশ্বিক সংস্কৃতি গড়ে তোলা যেখানে সহনশীলতা, সম্প্রীতি ও আন্তঃধর্মীয় বন্ধুত্বের চর্চা দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয়।”
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আন্তরিকভাবে আমন্ত্রণ গ্রহণ করে অনুষ্ঠানের সাফল্য কামনা করেন। তিনি বলেন, “বিশ্ব এখন বিভাজনের চেয়ে ঐক্যের প্রয়োজন বেশি অনুভব করছে। এমন উদ্যোগগুলো সমাজে শান্তি ও বোঝাপড়া বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
আর্চবিশপ র্যান্ডাল একইসঙ্গে অধ্যাপক ইউনূসকে রোম সফরের আমন্ত্রণ জানান, যেখানে সেপ্টেম্বর মাসে ফ্রাতেল্লি তুত্তি ফাউন্ডেশনের আরেকটি সম্মেলন অনুষ্ঠিত হবে। সেই সম্মেলনেও অধ্যাপক ইউনূসের মত একজন নোবেলজয়ীর উপস্থিতিকে তারা গুরুত্ব দিচ্ছেন।
সাক্ষাৎ শেষে উভয়পক্ষই আন্তঃধর্মীয় সংলাপ ও মানবিক সংহতির প্রয়াসকে এগিয়ে নিয়ে যাওয়ার ওপর গুরুত্বারোপ করেন।