ই-পেপার মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

সেনাবাহিনীতে বাধ্যতামূলক যোগদান প্রশ্নে নেতানিয়াহু সরকারে ভাঙন

আমার বার্তা অনলাইন
১৫ জুলাই ২০২৫, ১২:১৯

ইসরায়েলি সেনাবাহিনীতে বাধ্যতামূলক যোগদান ইস্যুতে সরকারে অস্বস্তি বাড়ছে। দেশটির অন্যতম কট্টর ডানপন্থি দল ইউনাইটেড তোরাহ জুডাইজম (ইউটিজে) প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট ত্যাগের হুমকি দেওয়ায় নতুন উত্তেজনা দেখা দেয়। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনীতে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত দায়িত্ব পালন করা দেশটির সব নাগরিকের জন্য বাধ্যতামূলক। তবে ইয়েশিভা শিক্ষার্থীরা (ধর্মতত্ত্ব নিয়ে অধ্যয়নরত) দীর্ঘদিন এই বাধ্যবাধকতার বাইরে থাকলেও গত বছরের এক রায়ের পর থেকেই পরিস্থিতি বদলাতে শুরু করে।

ইউটিজের সাতজন সদস্য নেসেটে (পার্লামেন্ট) যোগ দিয়েছিলেন। দলের প্রধান ইয়িতঝাক গোল্ডনোফপ আগেই পদত্যাগ করেছেন। এবার বাকি ছজনের মধ্যে পদত্যাগ করতে যাচ্ছেন দেগেল হাতোরাহ এবং আগুদাত ইয়িসরায়েল। ফলে পার্লামেন্টের ১২০ আসনের মধ্যে নেতানিয়াহুর নেতৃত্বে থাকবে ৬১টি, যা তাকে খুবই সূক্ষ্ম সংখ্যাগরিষ্ঠতা দিচ্ছে।

দেগেল হাতোরাহ এক বিবৃতিতে জানান, প্রধান র‍্যাবাইদের (ইহুদি ধর্মযাজক) সঙ্গে পরামর্শ করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকার ইয়েশিভা শিক্ষার্থীদের পবিত্র ধর্মীয় শিক্ষার মর্যাদা রক্ষায় বারবার প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। তাই আমরা সরকার ও জোট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিচ্ছি।

গোল্ডনোফপের মুখপাত্র জানিয়েছেন যে, বাকি ইউটিজে সদস্যরাও শিগগিরই পদত্যাগ করছেন। এতে, সরকার টিকিয়ে রাখতেই ঘাম ছুটে যাবে নেতানিয়াহুর।

কিছুটা গুজব শোনা গেলেও, আরেক ডানপন্থি দল শাস একই পথে হাঁটবে কিনা, সেটা নিশ্চিত হওয়া যায়নি।

ইয়েশিভা শিক্ষার্থীদের সেনাবাহিনীতে বাধ্যতামূলক যোগদানের আওতামুক্তির শর্তেই ২০২২ সালে নেতানিয়াহুর সঙ্গে জোট করতে সম্মত হয় ডানপন্থি দলগুলো। এই শর্তের হেরফের হলে জোট ত্যাগের হুমকি একাধিকবার দিয়েছে ডানপন্থি দলগুলো।

তবে বাকি দলগুলো এই আইনে কোনও ছাড়ের সম্পূর্ণ বিরোধী ছিল। এরমধ্যেই গত বছর দেশটির সর্বোচ্চ আদালত ধর্মীয় শিক্ষার্থীদের জন্যও সেনাবাহিনীতে যোগদানের রায় দিলে পরিস্থিতি উত্তপ্ত হতে থাকে।

পরিস্থিতি সামাল দিতে বিভিন্নভাবে চেষ্টা করে আসছেন নেতানিয়াহু। তবে বাধ্যতামূলক যোগদানের নতুন ধারা নিয়ে পার্লামেন্টে বিভক্তি দূরীকরণের কোনও আপাত সম্ভাবনা দেখা যাচ্ছে না।

আমার বার্তা/জেএইচ

ব্রুনাই সুলতান হাজী হাসানাল বলকিয়ার ৭৯তম জন্মদিন আজ

পেঙ্গিরান মুদা (প্রিন্স) হাসানাল বলকিয়াহ তার চাচা সুলতান আহমদ তাজউদ্দীনের শাসনামলে ১৫ জুলাই ১৯৪৬ সালে

যুদ্ধবিরতিতে আস্থা নেই, নতুন হুমকি মোকাবেলায় প্রস্তুত ইরান

ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসিরজাদে জানিয়েছেন, চলমান যুদ্ধবিরতিতে তেহরানের আস্থা নেই। তিনি বলেন, ‘নতুন

ইউক্রেনের সঙ্গে চুক্তি করতে রাশিয়াকে ৫০ দিন সময় দিলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার রাশিয়াকে ৫০ দিনের মধ্যে ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে বলেছেন। অন্যথায়

পাকিস্তানে বন্যায় মৃত্যু ১১১ , আরও ভারি বৃষ্টিপাতের আশঙ্কা

পাকিস্তানে জুনের শেষ দিকে শুরু হওয়া চলমান মৌসুমি বৃষ্টি ও এর ফলে সৃষ্ট বন্যায় কমপক্ষে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তঃধর্মীয় সংলাপে যোগ দিতে ইউনূসকে আমন্ত্রণ

হাউজবোট ওনার্স এসোসিয়েশন এর উদ্যোগে নীলাদ্রী লেক পরিচ্ছন্নতা অভিযান

বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে জাতীয়তাবাদী কৃষিবিদদের বিক্ষোভ সমাবেশ

জুলাই অভ্যুত্থানের রাষ্ট্রীয় স্বীকৃতি দেবে বিএনপি: সালাহউদ্দিন

বিপিএল উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে বিসিবির মতবিনিমিয়

ব্রুনাই সুলতান হাজী হাসানাল বলকিয়ার ৭৯তম জন্মদিন আজ

চাকরি হারালেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের এমডি ওয়াসেক

গণভোট ছাড়া তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পরিবর্তন নয়: বিএনপি

ডিএমপির জুন মাসের শ্রেষ্ঠ পুলিশ কর্মকর্তাদের পুরস্কার প্রদান

বদলির আদেশ প্রকাশ্যে ছিঁড়ে ফেলায় মোট ১৪ এনবিআর কর্মকর্তা বরখাস্ত

মা ও দুই সন্তানকে গলা কেটে হত্যা: গাজীপুর থেকে আসামি গ্রেপ্তার

সংসদে সংরক্ষিত নারী আসন বিলুপ্তির সুপারিশে ক্ষুব্ধ মহিলা পরিষদ

তত্ত্বাবধায়কের রায়ে সন্তুষ্ট হলেও অসঙ্গতি নিয়ে আপিল করব: বদিউল

দ্বিকক্ষ সংসদ-সংবিধান সংশোধনে ঐকমত্যে পৌঁছায়নি দলগুলো

বিনা বিচারে ৩০ বছর কারাভোগের পর মুক্তি পেলেন কানু মিয়া

জুলাইয়ের চেতনাকে ধারণ করে একসঙ্গে এগিয়ে যাওয়ার অঙ্গীকার

১৫ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারীর উচ্চতর গ্রেড পেতে বাধা নেই

সংবিধান ইস্যুতে ঐকমত্য নয়, কমিশনের সিদ্ধান্তে প্রতিক্রিয়া দেবে বিএনপি

শিক্ষাঙ্গনকে রাজনৈতিক দুর্বৃত্তায়নমুক্ত করতে হবে : ধর্ম উপদেষ্টা

বৃষ্টির ফোঁটায় জেগে ওঠে ক্যাম্পাসের নতুন রূপ