ঠাকুরগাঁওয়ে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে যৌথ বাহিনীর অভিযান চালানো হয়েছে। বৈধ কাগজপত্র না থাকা, অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগে একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা এবং অপর একটি প্রতিষ্ঠানকে সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে জেলা শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত আমাদের হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার এবং হাজীপাড়া এলাকায় অবস্থিত নিউ সূর্যের হাসি ক্লিনিকে অভিযান চালানো হয়।
অভিযানে সেনাবাহিনীর কর্মকর্তা, জেলা প্রশাসনের প্রতিনিধি এবং স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা অংশ নেন। নেতৃত্বে ছিলেন জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোরশালিন তুরাগ। এছাড়াও উপস্থিত ছিলেন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ডা. মো. ইফতেখায়রুল ইসলাম।
প্রশাসনের কর্মকর্তারা জানান, ‘আমাদের হাসপাতাল’ নামে একটি হাসপাতাল কর্তৃপক্ষ অপারেশনের সময় অ্যানেস্থেসিয়ার জন্য অনুমোদিত চিকিৎসকের পরিবর্তে অন্য চিকিৎসক দিয়ে কাজ চালাতেন। এছাড়াও প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে লাইসেন্স নবায়ন করেনি এবং নোংরা পরিবেশে অপারেশন কার্যক্রম পরিচালনা করত।
অন্যদিকে, নিউ সূর্যের হাসি ক্লিনিক নামে একটি ক্লিনিক কোনো প্রকার অনুমোদন ছাড়াই অন্য প্রতিষ্ঠানের নামে কার্যক্রম পরিচালনা করছিল, যা সম্পূর্ণ বেআইনি। তাই প্রতিষ্ঠানটি তাৎক্ষণিকভাবে সিলগালা করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোরশালিন তুরাগ ও ডা. মো. ইফতেখায়রুল ইসলাম ঢাকা পোস্ট-কে বলেন, ‘আমাদের হাসপাতাল’ কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং রোগীদের স্থানান্তরের জন্য ৩ দিন সময় দেওয়া হয়েছে। নির্ধারিত সময় পর প্রতিষ্ঠানটি সিলগালা করা হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। যাতে রোগীরা কোনো প্রকার হয়রানি বা ক্ষতির সম্মুখীন না হন।
আমার বার্তা/এল/এমই