ই-পেপার শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬, ৯ মাঘ ১৪৩৩

আমন ধানের উৎপাদন নিয়ে শঙ্কায় কুষ্টিয়ার চাষিরা

আমার বার্তা অনলাইন:
২৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩১

আমনের ভরা মৌসুমে মাজড়া পোকার প্রকোপ দেখা দিয়েছে কুষ্টিয়ার কুমারখালী উপজেলায়। কৃষকরা বলছেন, বারবার কীটনাশক প্রয়োগ করেও পোকা নিয়ন্ত্রণে আসছে না। কৃষি কর্মকর্তারাও পর্যাপ্ত সহযোগিতা করছেন না। তবে কৃষি বিভাগের দাবি, পরিস্থিতি নিয়ন্ত্রণে এরই মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হয়েছে।

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের সাঁওতা এলাকার কৃষক মনিরুল। চলতি বছর সাত বিঘা জমিতে আমন আবাদ করেছেন। চলতি আমন মৌসুমে সার ও কীটনাশকের দাম বেড়ে যাওয়ায় ফসলের উৎপাদন খরচ বেড়ে গেছে তার।

এদিকে গাছ সবুজ হওয়ার পরপরই জমিতে মাজরা পোকা আক্রমণ শুরু করেছে। গত মৌসুমে দুইবার কীটনাশক ছিটিয়ে পোকা দমন করা সম্ভব হয়েছিল, কিন্তু এবার চারবার কীটনাশক ছিটিয়েও কার্যকর ফল পাচ্ছেন না। অতিবৃষ্টি ও পরবর্তী গরমের কারণে ধানেও মাজরা, পাতা মোড়ানো, কারেন্ট, গান্ধীসহ নানা ধরনের পোকার আক্রমণ দেখা দিয়েছে। এতে মনিরুল মনে করছেন, এই পরিস্থিতিতে ফসল উৎপাদনের খরচ এবার আরও বাড়বে।

শুধু মনিরুল নয়; কুমারখালীর চাপড়া, যদুবয়রা, পান্টি, চাঁদপুর ও বাগুলাট ইউনিয়নের চাষিরা বিস্তীর্ণ এলাকাজুড়ে চাষ করছেন ধান। তবে উপজেলার জিকে সেচ প্রকল্প এলাকাসহ বিভিন্ন ধান ক্ষেতে মাজড়া পোকা আক্রমণ দেখা দিয়েছে। অনেক গাছের আগায় বসে আছে পোকা। এ কারণে অনেক ধান নষ্ট হচ্ছে।

সরজমিনে এসব এলাকার ধানক্ষেত ঘুরে দেখা গেছে, কেউ কীটনাশক ছিটাচ্ছেন; কেউ সার প্রয়োগে ব্যস্ত। কেউ আবার আগাছা পরিষ্কার করছেন। ক্ষেতের বিভিন্ন অংশে ধান গাছ মরে ফাঁকা হয়ে গেছে, আর কোনো কোনো গাছের মাথা লালচে হয়ে পড়েছে। কৃষকেরা বলছেন, বার বার কীটনাশক প্রয়োগ করেও মিলছে না কোনো সমাধান। এতে সৃষ্টি হয়েছে ফলন বিপর্যয়ের আশঙ্কা।

চাপড়া ইউনিয়নের চাপড়া ব্রিজ এলাকার কৃষক মো. লালু জানান, চলতি বছর প্রতি বস্তা সার কিনতে ৩০০ থেকে ৫০০ টাকা বেশি খরচ হয়েছে। ওষুধের বোতলেও ১৫০ থেকে ২০০ টাকা বেশি লাগছে। তারপরও পোকামাকড়ের আক্রমণে ধান নষ্ট হচ্ছে। এভাবে চাষে আসল মুনাফা ওঠানো এবার মুশকিল হয়ে দাঁড়িয়েছে।

যদুবয়রা ইউনিয়নের জোতমোড়া গ্রামের কৃষক সোলেমান শেখ জানিয়েছেন, একবার স্প্রে করতে চার থেকে পাঁচশ’ টাকা খরচ হচ্ছে। এরই মধ্যে চারবার স্প্রে করা হয়েছে, আরও কয়েকবার লাগবে। এভাবে অনেকবার স্প্রে করলে লাভ পাওয়া সম্ভব নয়।

একই গ্রামের আব্দুল হান্নান মোল্লা সাড়ে তিন বিঘা জমিতে আমনের চাষ করেছেন। তিনি বলেন, ইজারা, চাষ, চারা রোপণ ও পরিচর্যায় শ্রমিক খরচও বেড়েছে। সব মিলিয়ে প্রতি বিঘায় খরচ হয়েছে ১৮ থেকে ২২ হাজার টাকা, যা গত বছরের চেয়ে তিন থেকে পাঁচ হাজার টাকা বেশি। গত বছর বিঘা প্রতি ফলন হয়েছিল ১০-১৫ মণ, তবে চলতি বছর তা ৮-১০ মণের বেশি হবে না।

এমনকি, কৃষি কর্মকর্তাদের অসহযোগিতার অভিযোগও চাষিদের। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে উদ্যোগ নেয়ার কথা জানিয়েছে কৃষি বিভাগ। কুষ্টিয়ার কুমারখালী উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাইসুল ইসলাম জানান, বৈরী আবহাওয়ার কারণে আমনে মাজরাসহ বিভিন্ন ধরনের পোকা আক্রমণ দেখা দিয়েছে। ক্ষতির হাত থেকে বাঁচাতে এরই মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ ও কৃষকদের নিয়মিত পরামর্শ দেয়া হচ্ছে।

কৃষি অফিসের তথ্য অনুযায়ী, চলতি বছর ১৪ হাজার ৯৬৫ হেক্টর জমিতে আমন আবাদ হয়েছে, যা লক্ষ্যমাত্রার চেয়ে ৫ হেক্টর বেশি। জমির ইজারা, বীজ, সার, চাষ ও পরিচর্যার জন্য প্রতি বিঘায় খরচ হয়েছে ১৫-১৬ হাজার টাকা। প্রতি বিঘায় ১৫-২০ মণ ধান উৎপাদনের সম্ভাবনা রয়েছে। প্রতি হেক্টরে উৎপাদিত ধান থেকে প্রায় ১.৫ টন চাল পাওয়া যায়।

আমার বার্তা/এল/এমই

বালিয়াডাঙ্গীতে সাংবাদিকদের সঙ্গে ডা. কাসফিয়া সালাম নির্ঝরের মতবিনিময় সভা

ঠাকুরগাঁও-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী বিশিষ্ট চিকিৎসক ডা. মোঃ আব্দুস সালামের সুযোগ্য কন্যা ডা. কাসফিয়া

চুয়াডাঙ্গায় ধানের শীষের প্রচারণা চালানোর সময় জরিমানা

নির্ধারিত সময়ের আগে মাইকিং করে নির্বাচনী প্রচারণা চালানোর দায়ে চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষের এক প্রচারকারীকে

চট্টগ্রামে অটোরিকশাচালককে পিটিয়ে হত্যা

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকায় প্রকাশ্যে খোরশেদ আলম নামে সিএনজি চালিত এক অটোরিকশাচালককে পিটিয়ে

নির্বাচনে ঝিনাইদহ আর মাগুরায় মোতায়েন হবে ১৫ প্লাটুন বিজিবি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ ও মাগুরা জেলার ৬টি সংসদীয় আসনে ১৫ প্লাটুন বিজিবি মোতায়েন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আনসার–ভিডিপির জাপানিজ ভাষা প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন

ক্ষমতায় গেলে যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে বিএনপি

শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির তালিকা থেকে শুক্র-শনি বাদ দেওয়ার দাবি

শান্তি বোর্ড গঠনের ঘোষণা দিলেন ট্রাম্প, জাতিসংঘকে পাশ কাটানোর শঙ্কা

বাংলাদেশ বিশ্বকাপ খেলতে না পারলে আইসিসি বিশাল মিস করবে

উন্নয়ন ও গণতন্ত্র রক্ষায় তারেক রহমানকে ভোট দেওয়ার আহ্বান সালামের

আদেশ প্রত্যাহার, ঋণ খেলাপি নন চট্টগ্রাম-২ আসনের বিএনপির প্রার্থী সারোয়ার

এবার ভোটকেন্দ্র থেকে ব্যালট ছিনতাইয়ের সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

দায়িত্ব পালনে সেনাবাহিনীকে নিরপেক্ষতা ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান

সরকারের সিদ্ধান্তের ব্যাখ্যা দিতেই ক্রিকেটারদের ডাকা হয়েছিল: আসিফ নজরুল

এই দেশে আর ফ্যাসিবাদের ছায়াও দেখতে চাই না: জামায়াত আমির

কার্ডের সুবিধার নামে চাঁদাবাজি বন্ধ করতে হবে: নাহিদ ইসলাম

আইসিসি ও ভারত আমাদের কনভিন্স করার কোনো চেষ্টাই করেনি

বাংলাদেশ থেকে ওষুধ আমদানি করবে আফগানিস্তান

সরকারের একটি মহল কিছু প্রার্থীকে জয়ী করার চেষ্টা করছে: মির্জা আব্বাস

উগ্রবাদীদের চাপে বাংলাদেশকে নিরাপত্তা দিতে ব্যর্থ ভারত: আসিফ নজরুল

নির্বাচন ও গণভোট উপলক্ষে কুমিল্লা এরিয়া পরিদর্শনে সেনাপ্রধান

আমরা ক্ষমতায় গেলে চা শ্রমিক-দিনমজুরদের ফ্যামিলি কার্ড দেবো

বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে চায়, তবে ভারতে নয়: বুলবুল

আইসিসি থেকে বাংলাদেশ সুবিচার পাইনি: যুব ও ক্রীড়া উপদেষ্টা