
আজ ‘মা’ ইলিশ সংরক্ষণ অভিযান বাস্তবায়নে নৌ র্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার দুপুর ১ টার দিকে চাঁদপুরে মেঘনা নদীর মোহনায় একটি সচেতনতামূলক নৌ র্যালি বের হয়।
র্যালিতে জেলা টাস্কফোর্সের অংশীজন, মৎস্যজীবী নেতৃবৃন্দ, জেলেসহ বিভিন্ন পেশা ও শ্রেণির ব্যক্তিরা অংশগ্রহন করেন।
এর আগে, শনিবার বেলা ১১ টায় চাঁদপুর শহরের বড় স্টেশন মোলহেড এলাকায় জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।
এ সভায় প্রধান অতিথি ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মহসীন উদ্দিন।
জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দের সভাপতিত্বে ও সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুকের সঞ্চালনায় এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চাঁদপুরের পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট, নদী কেন্দ্র চাঁদপুরের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আমিরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. এন জামিউল হিকমা এবং বাংলাদেশ কোস্ট গার্ড, চাঁদপুর স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট শওকত আহমেদ।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি রহিম বাদশা, চাঁদপুর মৎস্য বনিক সমবায় সমিতির সভাপতি আব্দুল বারী জমাদার মানিক ও মৎস্যজীবী কামাল হোসেন প্রমুখ।
আমার বার্তা/এল/এমই

