
চুয়াডাঙ্গায় রাস্তা পার হওয়ার সময় ইজিবাইকের ধাক্কায় রাহেন (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) জেলার আলমডাঙ্গা রোয়াকুলি গ্রামের বটতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত রাহেনের বাড়ি উপজেলার রোয়াকুলি গ্রামে। সে সৌদি প্রবাসী শামীসের ছেলে এবং দুই ভাইবোনের মধ্যে ছোট।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাহেন রাস্তা পার হচ্ছিল, এ সময় দ্রুতগতির একটি ইজিবাইক এসে তাকে ধাক্কা দেয়। এতে রাহেন রাস্তায় পড়ে মাথায় গুরুতর আঘাত পায়। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় পুলিশ ইজিবাইক ও চালককে আটক করেছে। আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান জানান, ইজিবাইকের ধাক্কায় পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।
আমার বার্তা/এল/এমই

