
পতাকা বৈঠকের মাধ্যমে মেহেরপুরের দুটি সীমান্তে দিয়ে ৬০ বাংলাদেশি নারী পুরুষকে হস্তান্তর করেছ বিএসএফ।
শনিবার (২৫ অক্টোবর) সকালে গাংনী উপজেলার কাজিপুর সীমান্ত ও কাথলি সীমান্তের শূন্যরেখায় হস্তান্তরকৃত বাংলাদেশিদের হেফাজতে নিয়েছে বিজিবি। বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে এ হস্তান্তর অনুষ্ঠিত হয়।
বিজিবি জানিয়েছে, বিভিন্ন সময়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করা বাংলাদেশিরা ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়ে কারাগারে ছিলেন। কারা মেয়াদ শেষ হওয়ায় আজ বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবির হেফাজতে দেয়া হয় ওই ব্যক্তিদের।
কাজীপুরে অনুষ্ঠিত পতাকা বৈঠকে উপস্থিত ছিলেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গান্দিনা ক্যাম্পের ইন্সপেক্টর এবিসন ফ্রাংকো এবং বাংলাদেশের বিজিবি কাজিপুর ক্যাম্পের সুবেদার শাহাবুদ্দিন। হস্তান্তরকৃত ব্যক্তিদের অধিকাংশ ঠাকুরগাঁও ও কুড়িগ্রাম জেলার বলে দাবি করছেন তারা। আটককৃতদের আইনি প্রক্রিয়ার মাধ্যমে পরিবারের কাছে ফেরত পাঠাতে গাংনী থানায় সোপর্দ করা হবে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাণী ইসরাইল জানিয়েছেন, যথাযথ নিয়ম অনুযায়ী তাদের যাচাই-বাছাই শেষে স্বজনদের কাছে ফেরত দেওয়া হবে।
আমার বার্তা/এল/এমই

