
ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উপর ন্যাক্কারজনক সন্ত্রাসী আক্রমণ ও সরকারি কাজে বাধা প্রদানকারী অভিযুক্ত আসামীদের অনতিবিলম্বে গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরাইলে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ অক্টোবর) সকালে সরাইল উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের সামনে ব্রাহ্মণবাড়িয়া কালেক্টরেট নন-গেজেট কর্মকর্তা-কর্মচারী পরিবারের উদ্যোগে এ সমাবেশ হয়।
সমাবেশে বক্তব্য রাখেন উপ-সহকারি প্রশাসনিক কর্মকর্তা কাইছার আহমেদ, উপ-প্রশাসনিক কর্মকর্তা মোঃ বিল্লাল মিয়া, উপজেলা পরিষদের চেয়ারম্যানের সি এ মোঃ কামাল মিয়া, হিসাব রক্ষক মোঃ উজ্জ্বল আহমেদ, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, চুন্টা শাহ মোঃ নেয়ামত উল্লাহ, উপজেলা ভূমি অফিসের বিকাশ চন্দ্র দাস, মোঃ আশরাফ উদ্দিন প্রমুখ।
বক্তারা বলেন, “সরকারের বৈধ আদেশ বাস্তবায়ন করা সরকারি কর্মচারীদের দায়িত্ব। কিন্তু এ দায়িত্ব পালন করতে গিয়ে আমাদের সহকর্মীরা দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন—এটি অত্যন্ত দুঃখজনক।” তারা হামলার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার ও বিচার দাবি করেন।
এর আগে মঙ্গলবার কালেক্টরেট নন-গেজেটেড কর্মকর্তা-কর্মচারী পরিবার জেলার সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভূমি অফিসে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে।
আমার বার্তা/মো. রিমন খান/এমই

