
রাজবাড়ীর পাচুরিয়ার জন্মান্ধ গফুর মল্লিকের পাশে দাঁড়ালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার উদ্যোগে গফুর মল্লিকের জন্য একটি নতুন বসতঘর নির্মাণ এবং তার ক্ষুদ্র ব্যবসা সম্প্রসারণে জন্য নগদ ১ লাখ ৭৫ হাজার টাকা তার হাতে তুলে দেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে রাজবাড়ী সদর উপজেলার পাচুরিয়া ইউনিয়নের খোলাবাড়িয়া গ্রামে গফুর মল্লিকের বাড়িতে গিয়ে তিনি এই অর্থ প্রদান করেন।
রুহুল কবির রিজভী বলেন, আজ আমরা একটি সামাজিক কাজের অংশ হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এখানে এসেছি। গফুর মল্লিকের মতো একজন মানুষ, যিনি জন্মান্ধ হয়েও নিজের জীবিকা নির্বাহে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। এমন মানুষ সত্যিই অনুপ্রেরণাদায়ক। তিনি নারিকেলের নাড়ু বিক্রি করে জীবনযাপন করেন। গফুর মল্লিক যেন একটি স্থায়ী ঘর পেয়ে শান্তিতে থাকতে পারেন এবং তার ছোট ব্যবসাটি আরও এগিয়ে নিতে পারেন সেজন্যই তাকে এই নগদ অর্থ প্রদান করেন তারেক রহমান।
তিনি আরও বলেন, সমাজের প্রতিষ্ঠিত ও সচ্ছল মানুষদের প্রতি আহ্বান জানাচ্ছি, তারা যেন গফুর মল্লিকের মতো সংগ্রামী মানুষের পাশে দাঁড়ান।
এর আগে বৃহস্পতিবার বেলা ১২টার দিকে রুহুল কবির রিজভী তার সফরসঙ্গীদের নিয়ে রাজবাড়ীতে পৌঁছান। এ সময় রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদসহ স্থানীয় নেতৃবৃন্দ তাকে স্বাগত জানান।
৭৮ বছর বয়সেও গফুর মল্লিক জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে বেঁচে থাকার লড়াই চালিয়ে যাচ্ছেন। দু’চোখে আলো না থাকলেও অদম্য মনোবলে প্রতিদিন ট্রেনে চড়ে নারিকেলের নাড়ু ও বাদাম বিক্রি করে সংসার চালান তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে জীবনের শেষ প্রান্তে বেঁচে থাকার লড়াইয়ে অন্ধ গফুর শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনের মাধ্যমে তার এই সংগ্রামী জীবনের গল্প পৌঁছে যায় লন্ডনে অবস্থানরত তারেক রহমানের কাছে। বিষয়টি তার নজরে আসার পর তিনি ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমনকে গফুর মল্লিকের পরিবারের সঙ্গে যোগাযোগের নির্দেশ দেন।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দুপুরে বিএনপির প্রতিনিধি দল রাজবাড়ী পৌঁছে গফুর মল্লিকের সঙ্গে সাক্ষাৎ করে তিনি ১ লাখ ৭৫ হাজার টাকা তার হাতে তুলে দেন। প্রতিনিধি দলে নেতৃত্ব দেন অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
রাজবাড়ী পৌর বিএনপির সাধারণ সম্পাদক এম এ খালেদ পাভেল বলেন, ৮০ বছর বয়সেও গফুর মল্লিক খুঁড়িয়ে খুঁড়িয়ে ট্রেনে চড়ে নাড়ু বিক্রি করেন। তার এই অদম্য জীবনযুদ্ধের গল্প সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে তা তারেক রহমানের হৃদয় স্পর্শ করে। মানবিক বিবেচনায় তিনি তার পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। তারই ধারাবাহিকতায় আজ একটি প্রতিনিধি দল রাজবাড়ী এসেছে তার হাতে নগদ অর্থ তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন, উপদেষ্টা ও সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনসহ রাজবাড়ী জেলা বিএনপির নেতৃবৃন্দ।
আমার বার্তা/এমই

