
বিএনপি থেকে আজীবনের জন্য বহিষ্কৃত কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক দুইবারের মেয়র মনিরুল হক সাক্কু বলেছেন, কুমিল্লা-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরীকে সর্বোচ্চ ভোটে পাস করাবো ইনশাআল্লাহ। সারা বাংলাদেশে যতগুলো আসন আছে, সবগুলো আসন থেকে বেশি ভোট পাইয়ে মনির ভাইকে পাস করাবো।
সোমবার (৩ নভেম্বর) রাতে কুমিল্লা নগরীর নানুয়ার দিঘির পাড়ে নিজ বাসভবনে নিজের অনুসারীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
সাক্কু বলেন, মনির ভাই একজন যোগ্য নেতা। তাকে মনোনয়ন দেওয়াতে আমি অনেক খুশি। দেশনায়ক তারেক রহমানকে কী বলে ধন্যবাদ দেব জানা নাই। তারেক রহমান সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। এই সিদ্ধান্তটা সঠিক হয়েছে।
বিএনপির এই বহিস্কৃত নেতা বলেন, আমাদের মনির ভাইকে নমিনেশন দিয়েছেন তারেক রহমান। তারেক রহমানের ধানের শীষকে পাস করানোর দায়িত্ব আমাদের। আমি আজকে থেকে মাঠে নামলাম। ২০২৬ সালের নির্বাচন পর্যন্ত মাঠে থাকবো।
প্রসঙ্গত, সোমবার বিকেলে সংবাদ সম্মেলন করে সারাদেশে ২৩৭ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি। কুমিল্লা -৬ (সদর-সিটি করপোরেশন- সেনানিবাস-সদর দক্ষিণ) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী। এই আসনে মনোনয়ন প্রত্যাশী ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিন উর রশিদ ইয়াছিন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী এবং বিএনপির বহিষ্কৃত নেতা মনিরুল হক সাক্কু। গত ২৬ অক্টোবর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেন মনিরুল হক সাক্কু। এ সময় তিনি তাকে অথবা মনিরুল হক চৌধুরীকে মনোনয়ন দেওয়ার জন্য অনুরোধ করেন। এই আসনে মনিরুল হক চৌধুরীর প্রতিদ্বন্দ্বী প্রার্থী জামায়াতে ইসলামীর কুমিল্লা মহানগরের আমির কাজী দ্বীন মোহাম্মদ।
আমার বার্তা/এমই

