
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রেসক্লাবের সভাপতি ও বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের বাসিন্দা সাংবাদিক আব্দুর রহমান খান ওমর ইন্তেকাল করেছেন। ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার (৪ নভেম্বর) ভোরে সরাইল উপজেলা সদর ইউনিয়নের উচালিয়াপাড়া তাঁর শশুর বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি স্ত্রী ও দুই সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার বেলা ১২টার দিকে সরাইল উপজেলা সদরের উচালিয়াপাড়া মাদ্রাসা মাঠে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। বাদ আসর বিজয়নগর উপজেলার পত্তন উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হবে।
মরহুম সাংবাদিক আব্দুর রহমান খান ওমর মৃত্যুতে জেলার সাংবাদিক মহলসহ বিভিন্ন মহলের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে এবং শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।
আমার বার্তা/জেএইচ

