এনআরবিসি ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের ২০০তম সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৪ মে) প্রধান কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান মো. আলী হোসেন প্রধানিয়া।
সভায় উপস্থিত ছিলেন ব্যাংকের স্বতন্ত্র পরিচালক আবুল বশর, আনোয়ার হোসেন, নুরুল হক, ব্যারিস্টার শফিকুর রহমান এবং মুহাম্মদ এমদাদ উল্লাহ। এছাড়া, ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কবীর আহমেদ, উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) হারুনুর রশিদ এবং কোম্পানি সচিব মোহাম্মদ আহসান হাবিব প্রমুখ উপস্থিত ছিলেন।
ব্যাংকের চেয়ারম্যান আলী হোসেন প্রধানিয়া বলেন, ২০০তম বোর্ড সভা ব্যাংকের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। সুশাসন, স্থিতিশীল প্রবৃদ্ধি এবং গ্রাহকদের মানসম্মত সেবা প্রদানের ক্ষেত্রে ব্যাংক অঙ্গীকারবদ্ধ।
২০১৩ সালের ২ এপ্রিল প্রতিষ্ঠিত হয় প্রবাসী মালিকানাধীন এনআরবিসি ব্যাংক। বর্তমানে ১০৯টি শাখা ও ৩৭৭টি উপশাখার মাধ্যমে সারাদেশে সেবা দিচ্ছে ব্যাংকটি।
আমার বার্তা/এল/এমই