ই-পেপার মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২

অর্থনৈতিক সংকট উত্তরণে বাংলাদেশ ব্যাংকের স্বাধীনতা অপরিহার্য: খসরু

আমার বার্তা অনলাইন:
২১ অক্টোবর ২০২৫, ১৬:৪৮
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এখানে সংস্কার, ওখানে সংস্কারের কথা বলা হচ্ছে। তবে দেশের অর্থনৈতিক সংকট থেকে উত্তরণের জন্য বাংলাদেশ ব্যাংকের স্বাধীনতা অপরিহার্য। বাংলাদেশ ব্যাংকে স্বায়ত্তশাসন দিয়ে হবে না, সংস্কার করতে হবে স্বাধীনতা দেওয়ার মাধ্যমে। বিএনপি সরকারে থেকে কখনো রাজনৈতিক বিবেচনায় এসব প্রতিষ্ঠানে নিয়োগ দেয়নি।

মঙ্গলবার (২১ অক্টোবর) রাজধানীর গুলশানে হোটেল আমারিতে কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতার অপরিহার্যতা শীর্ষক এক আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইন্সটিটিউট (পিআরআই) এ আলোচনার আয়োজন করে। পিআরআইর ভাইস চেয়ারম্যান ড. সাদিক আহমেদের সভাপতিত্বে এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংস্থার প্রিন্সিপাল অর্থনীতিবিদ ড. আশিকুর রহমান। এতে অর্থনীতিবিদ, ব্যবসায়ী, ব্যাংকার, কেন্দ্রীয় ব্যাংকের প্রতিনিধিসহ অনেকেই বক্তব্য রাখেন। বেশিরভাগ বক্তা কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতার পক্ষে নানা যুক্তি তুলে ধরেন। একই সঙ্গে ব্যাংক খাতের দ্বৈতশাসন ব্যবস্থা বন্ধে অর্থ-মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বিলুপ্ত, স্বচ্ছ প্রক্রিয়ায় কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর, ডেপুটি গভর্নর পদে নিয়োগের বিধানসহ বিভিন্ন পরামর্শ দেওয়া হয়।

আমীর খসরু মাহমুদ বলেন, বিএনপি সরকারে থেকে কখনোই কেন্দ্রীয় ব্যাংকে রাজনৈতিক বিবেচনায় নিয়োগ দেয়নি। আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বিলুপ্ত করা হয়েছিল। পরবর্তীতে আবার ফিরিয়ে আনা হয়। আমাদের সময়ে শেয়ারবাজারের নিয়ন্ত্রক সংস্থা বিএসইসিতেও কখনো রাজনৈতিক নিয়োগ হয়নি। ২০০৩ সালে ব্যাংক কোম্পানি আইনে যেসব সংস্কার করা হয়েছিল পরবর্তীতে অর্থনীতি তার সুবিধা পেয়েছে। আর্থিক খাতে সংস্কারের সবই হয়েছে বিএনপির সময়ে।

তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের স্বাধীনতা দিতে হলে সব দিক থেকেই দিতে হবে। গভর্নর, ডেপুটি গভর্নরের নিয়োগ স্বচ্ছ হতে হবে। একইসঙ্গে আর্থিক, কাঠামোগত, আইনি, লোকবল নিয়োগ সবই স্বাধীনভাবে করতে দিতে হবে। আকার তাদের জবাবদিহিতা থাকতে হবে।

বিএনপির এ নেতা বলেন, বিএনপির ক্ষমতায় এলে ১৮ মাসে এক কোটি নতুন কর্মসংস্থান করবে। এটাকে অনেকে উচ্চাভিলাষী লক্ষ্য বলছে। হ্যাঁ, এটা উচ্চাভিলাষী। তবে আমরা সেটা করব। এটা করা হবে উৎপাদনশীল খাত জোরদারের মাধ্যমে। কর্মসংস্থানমূলক তথ্যপ্রযুক্তি, দেশি–বিদেশি বিনিয়োগ আনা হবে। কর্মসংস্থানের জন্য যে ধরনের বিনিয়োগ দরকার করা হবে। এর আগে কর্মসংস্থানমুখী প্রকল্প না করে, আমরা কেবল বড়–বড় প্রকল্প করেছি।

তিনি বলেন, শেয়ারবাজার বলে এখন আর কিছু নেই। আমাদের এখানে স্বল্প মেয়াদি আমানত নিয়ে ব্যাংকগুলো দীর্ঘমেয়াদি বিনিয়োগ করছে। এভাবে ব্যাংক খাত যে টিকে আছে এটাই একটা আশ্চর্যজনক বিষয়। অর্থনীতির খারাপ অবস্থার জন্য দেশ থেকে অর্থ-পাচার একটা বড় বিষয়। আবার এই ব্যবস্থাপনাও একটা বিষয়। বাংলাদেশ ব্যাংকের সঙ্গে পুঁজি-বাজারের সমন্বয় করে চলতে হবে। দীর্ঘমেয়াদি বিনিয়োগ পুঁজি-বাজার থেকে তুলতে হবে। আর দেশের দুর্নীতি কমাতে হলে অটোমেশন খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। সশরীরে উপস্থিতি যত কমানো যাবে, দুর্নীতি তত কম হবে। ক্যাশলেস সোসাইটি গড়ে তুলতে হবে।

আমার বার্তা/এমই

ফ্যাসিস্ট হাসিনা সরকার কৃষি ব্যাংক ধ্বংস করে গেছে: ফয়েজ উদ্দিন

ফ্যাসিস্ট হাসিনা সরকার কৃষি ব্যাংক ধ্বংস করে গেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ

চলতি মাসেই সার উৎপাদনে গ্যাসের দাম বৃদ্ধির প্রক্রিয়া প্রায় চূড়ান্ত

সার উৎপাদনে ব্যবহৃত গ্যাসের দাম বৃদ্ধির প্রক্রিয়া প্রায় চূড়ান্ত করে ফেলেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন

একনেকে ১৩ প্রকল্প অনুমোদন, ব্যয় ১ হাজার ৯৮৮ কোটি টাকা

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) ১৩টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্পগুলো বাস্তবায়নে মোট ব্যয়

শাহজালাল বিমানবন্দরে স্বল্প পরিসরে আমদানি পণ্য খালাস শুরু

ভয়াবহ অগ্নিকাণ্ডের পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বল্প পরিসরে আমদানি পণ্য খালাস প্রক্রিয়া শুরু হয়েছে। মঙ্গলবার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইয়াহিয়া সিনাওয়ারের মরদেহ পুড়িয়ে ফেলার পরিকল্পনা ইসরায়েলের

যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপির প্রতিনিধিদল

ভিন্নমত দমন নয়, গণতন্ত্রের সৌন্দর্য রক্ষা করতে চাই: আমিনুল হক

ভারতের সঙ্গে চুক্তি বাতিলের তথ্যটি সঠিক নয়: পররাষ্ট্র উপদেষ্টা

যুব সমাজ এক হলে কোনো বাধাই তাদের থামাতে পারে না: আসিফ মাহমুদ

হাজার কোটি টাকার গরমিলে খুলছে না শাহজালালের নতুন কার্গো ভিলেজ

গাজা চুক্তিকে তুরস্কের প্রভাব বিস্তারের হাতিয়ার বানাচ্ছেন এরদোয়ান

দেশে ডেঙ্গুজ্বরে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮১৪ জন

বার্ষিক পরীক্ষা পর্যন্ত শনিবার স্কুল খোলা রাখবো: হোসাইন আজিজী

মালয়েশিয়া আসিয়ান ও মানবাধিকার কার্যক্রমে অসামান্য অবদান রাখছে: ইইউ

রাবির চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগে কমপ্লিট শাটডাউন ঘোষণা

কিশোরগঞ্জসহ ৮ জেলার হাওরের প্রকল্প স্থগিত করলো সরকার

আ.লীগ নিষিদ্ধ থাকবে কি না, এ সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের: রিজভী

অর্থনৈতিক সংকট উত্তরণে বাংলাদেশ ব্যাংকের স্বাধীনতা অপরিহার্য: খসরু

প্রাথমিকে প্রধান শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

রাজশাহীর পদ্মা নদীতে বিলুপ্ত প্রজাতির কুমিরের দেখা মিললো, চাঞ্চল্যের সৃষ্টি

অন্যায়ভাবে বাংলাদেশে এসে ভারতীয় জেলেদের মাছ ধরা বন্ধ করতে হবে

মেয়েকে হত্যার দায়ে বাবার সাত বছরের সশ্রম কারাদণ্ড

বাংলাদেশ-পাকিস্তান বাণিজ্য কার্যক্রম বৃদ্ধি পেয়েছে

ফ্যাসিস্ট হাসিনা সরকার কৃষি ব্যাংক ধ্বংস করে গেছে: ফয়েজ উদ্দিন