এবার বলিউডে সদ্য মুক্তি পাওয়া সানি দেওল অভিনীত সিনেমা ‘জাট’ ধর্মীয় বিতর্কে জড়াল, যার ফলে ছবিটি বয়কটের ডাক দিয়েছে খ্রীষ্টান সম্প্রদায়।
বলিউডে সিনেমা মুক্তি পেলেই তা বিতর্কের মুখে পড়াটা নতুন কিছু নয়। সেখানকার প্রায় সিনেমাগুলোতে ইতিহাস বিকৃতি থেকে শুরু করে অন্যান্য দেশের রাজনৈতিক ইস্যু, ধর্মীয় ভাবাবেগে আঘাত- এ সমস্ত বিষয় নিয়ে বিতর্ক সৃষ্টি হয়।
শুধু তাই নয়, এই ছবিটি নিয়ে অন্যান্য ধর্মের অনুসারীরাও আপত্তি তুলেছিল। যেমন সিনেমার নামটি নিয়ে আপত্তি ছিল শিখ সম্প্রদায়ের। আবার দিন কয়েক আগেই রামনবমীতে মুক্তিপ্রাপ্ত ‘ও রাম শ্রীরাম’ গানটি নিয়ে বিরক্তি প্রকাশ করে হিন্দু সংগঠন। এবার খ্রিস্টান সম্প্রদায়ের বয়কট করতে চাইছে সানি দেওলের এই ছবিটি।
ভারতীয় গণমাধ্যমের খবর, গির্জায় দেখানো এক দৃশ্য নিয়েই মূলত বিতর্কের সুত্রপাত। যেখানে দেখা গেছে, চার্চে যখন প্রার্থনা চলছে তার মাঝেই সেখানে হামলা চালায় রণদীপ হুডা অভিনীত চরিত্র। ঠিক তার পেছনেই দেখা যায় ক্রুশবিদ্ধ যীশুকে। পবিত্র গির্জার ভেতরে এমন তাণ্ডব দেখানোর জন্যই আপত্তি তুলেছে খ্রিস্টান সম্প্রদায়।
আমার বার্তা/এল/এমই