সম্প্রতি সহকর্মীকে হেনস্তার অভিযোগ ওঠে ছোটপর্দার অভিনেতা শামীম হাসান সরকারের বিরুদ্ধে। এরপরই গত মঙ্গলবারে এক সংবাদ সম্মেলনে তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ মিথ্যা বলে দাবি করেন তিনি। পাশাপাশি ওই সংবাদ সম্মেলনে অভিনেত্রী অহনা রহমানের প্রসঙ্গ টানেন শামীম। তারপর থেকেই নেটিজেনদের আলোচনা ছোটপর্দার অভিনেত্রীকে নিয়েও।
শমীমের অভিযোগের পর মুখ খোলেন অহনা। অভিনেত্রী মনে করছেন ধর্ষণের অভিযোগ থেকে সবার দৃষ্টি সরাতেই তার প্রসঙ্গ টেনেছেন অভিনেতা। তার কথায়, ‘আমি কোনোদিন কোথাও কোনো সাক্ষাৎকারে কি কারও নাম বলেছি? কিংবা শামীম হাসান সরকার আমার প্রাক্তন এরকম কি বলেছি? প্রাক্তনের সঙ্গে যতই খারাপ সম্পর্ক হোক আমি তার নাম উল্লেখ করতে পারি না। তাহলে আমার নাম নেওয়ার পেছনের কারণ কি; তার বিরুদ্ধে যে ধর্ষণের অভিযোগ উঠেছে সেটা ঢাকার জন্য।
এবার শামীমের বিরুদ্ধে আর এক অভিনেত্রীর অভিযোগ
এরপর ক্যারেক্টার আর্টিস্টদের সঙ্গে শামীমের দুর্ব্যবহারের ফিরিস্তি তুলে ধরেন অহনা। বলেন, ‘প্রিয়াঙ্কা নামের মেয়েটি তার (শামীম হাসান সরকার) বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলেছেন। এ ব্যাপারে যদি আমার কাছে জানতে চান তবে আমি বলব, শামীম আর যাই করুক সে ধর্ষক না।
অভিনেত্রী যোগ করেন, ‘সে (শামীম হাসান সরকার) হয়তো ভেবেছে ধর্ষণ শুধু শারীরিকভাবেই হয়। ধর্ষণ মুখেও করা যায়। সে মেয়েটিকে সবার সামনে গালি দিয়েছে। সে এগুলো করে। আমাদের অনেক ক্যারেক্টার আর্টিস্ট আছে যাদের সঙ্গে এরকম করেছে। বিশ্বাস না হলে তাদের জিজ্ঞেস করলেই জানতে পারবেন। এক ক্যারেক্টার আর্টিস্ট তো শামীমের সঙ্গে কাজ করবেন না বলে ঘোষণা-ই দিয়েছেন।’
অশ্লীল গালিকে যৌন হেনস্তা উল্লেখ করে অহনা বলেন, ‘শামীম যে অকথ্য ভাষায় গালি দেবে এটা কি যৌন হেনস্তার মধ্যে পড়ে না? প্রিয়াঙ্কা একজন মেয়ে বলে কিছু বলতে পারছে না। শামীমের কারণে কত ক্যারেক্টার আর্টিস্ট হেনস্তা হয়েছে! এর আগে সে একজনকে চড় মেরে কান দিয়ে রক্ত বের করে ফেলেছিল। প্রোডাকশন বয়ের শরীরে চা ছুড়ে মেরেছিল।’
বলে রাখা ভালো, প্রিয়াঙ্কা প্রিয়ার অভিযোগের পর একের পর অভিযোগ শামীমের বিরুদ্ধে। অভিনেতার বিরুদ্ধে বাজে ব্যবহারের অভিযোগ এনে সরব হন বাচিক শিল্পী ও সঞ্চালক সিফাত বন্যা এবং অভিনেত্রী নুফা তানহা।
আমার বার্তা/জেএইচ