বছর কয়েক আগে ‘কাজলরেখা’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রেখেছিলেন অভিনেত্রী মন্দিরা চক্রবর্তী। পরিচালক গিয়াস উদ্দিন সেলিমের এই সিনেমায় চিত্রনায়ক শরিফুল রাজের বিপরীতে অভিনয় করেন এই নায়িকা। এরপর গেল ঈদে মুক্তি পায় তার দ্বিতীয় সিনেমা ‘নীলচক্র’, যেখানে আরিফিন শুভর সঙ্গে জুটি বাঁধেন মন্দিরা। সময়ের সঙ্গে সঙ্গে এখন দর্শকদের চেনা ও পছন্দের মুখ হয়ে উঠছেন এই অভিনেত্রী।
সম্প্রতি এক সাক্ষাৎকারে দুটি সিনেমার কাজের অভিজ্ঞতা ভাগ করে নেন মন্দিরা। প্রশংসা করেন সহশিল্পী হিসেবে পাওয়া দুই নায়ক শরিফুল রাজ ও আরিফিন শুভকে নিয়ে।
শরিফুল রাজকে নিয়ে মন্দিরা বলেন, ‘যখন কাজলরেখার শুট চলছিল, রাজের সঙ্গে খুবই কম কথা হতো। যতটুকু সিন বা কাজের ক্ষেত্রে। এছাড়াও আমাদের তখন বন্ধুত্বটাও ছিল না। তবে রাজের ব্যাপারে বলব, সে তুখোড় একজন অভিনেতা, এবং পুরোটা সময় সে তার ক্যারেকটারে থাকতে পছন্দ করে। আর খুব ডেডিকেটেড; আমাকে হেল্প করেছে।’
আরিফিন শুভকে নিয়ে মন্দিরার ভাষ্য, ‘আর শুভ ভাই এর ব্যাপারটা হলো, খুবই জলি মাইন্ডের একজন মানুষ, সারাক্ষণ হৈ-হুল্লোড় করতে পছন্দ করে। সেটকে মাতিয়ে রাখে অলওয়েজ। আর তার যেহেতু এত বছরের ক্যারিয়ার, আমি যেখানে নতুন; আমার টেনশন হচ্ছিল যে তার সঙ্গে আমি অভিনয় করে পেরে উঠব কি না। উনি আমাকে যে পরিমাণ হেল্প করেছে, আমি তা আশাও করিনি।’
নতুন সিনেমা প্রসঙ্গে মন্দিরা বলেন, ‘তৃতীয় সিনেমা নিয়ে এখন বলে দিলে সারপ্রাইজটা তো আর থাকল না। এতটুকু বলতে পারি, তৃতীয়টা আরও ভালো কিছু হতে যাচ্ছে।’
সাক্ষাৎকারে মন্দিরা আরও বলেন, ‘আমি বরাবরই গল্পকে প্রাধান্য দিতে পছন্দ করি। আমার কাছে মনে হয়, দিনশেষে গল্পটাই তো ম্যাটার করে, রাইট? একটা মানুষ এত টাকা দিয়ে সিনেমা দেখতে যাবে, দুই ঘণ্টা সময় ব্যয় করবে, ভালো মানসম্মত জিনিস যদি না দেখে, তাহলে আমার মনে হয় ওরকম কাজ না করাই ভালো। আমি বেছে কাজ করি, কম কাজ করি- ভালো কাজ করতে চাই।’
আমার বার্তা/এমই