দীর্ঘদিন ধরে মার্কিন মুলুকে বাস করছেন অভিনেতা জায়েদ খান। সেখানে বিভিন্ন অনুষ্ঠানে নিয়মিত পারফর্ম করছেন তিনি। ঘুরে বেড়াচ্ছেন যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে।
এর মধ্যেই নতুন এক ভূমিকায় দেখা মিলবে এই নায়কের। নিউইয়র্ক থেকে প্রকাশিত গণমাধ্যম ঠিকানা-টিভিতে টক শো নিয়ে হাজির হচ্ছেন জায়েদ। যার শিরোনাম ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’।
এই অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে জায়েদ খান নিয়মিত থাকছেন। প্রতি শুক্রবার রাতে দর্শকদের সামনে নতুন নতুন অতিথি নিয়ে হাজির হবেন তিনি। যার শুরুটা করেছেন অভিনেত্রী তানজিন তিশাকে দিয়ে।
জায়েদের সেই অনুষ্ঠানে হাজির হয়ে ব্যক্তিজীবনের বিভিন্ন প্রসঙ্গ নিয়ে কথা বলেছেন তিশা। যেখানে উঠে এসেছে অভিনেত্রীর ক্যারিয়ার পরিকল্পনা, তাকে নিয়ে ছড়িয়ে পড়া বিভিন্ন গুজবের উত্তরও।
জায়েদের এই টকশোতে তিশার কাছে জানতে চাওয়া হয়, ‘পাঁচ বছর পর নিজেকে কোথায় দেখতে চাও?’— তিশা অকপটে জবাব দেন, ‘আই উইল বি আ মাদার। এরমধ্যে আমি বিয়ে করবো। মা হবো।’
তিশা বলেন, ‘দেখুন এভাবে হয় তো কেউ বলবে না, যেভাবে আমি বলেছি। কারণ, মানুষের প্রফেশনাল লাইফের সঙ্গে পারসোনাল লাইফটাও গুরুত্বপূর্ণ। সেটিকে এড়িয়ে চলার সুযোগ নেই। লুকানোরও কিছু নেই।’
এরপরই অভিনেত্রীর কাছে জানতে চাওয়া হয়, তোমাকে নিয়ে ছড়িয়ে পড়া একটি গুজব সম্পর্কে বলো— জবাবে তিশা বলেন, ‘অনেক গুজব শুনেছি। তবে এর মধ্যে একটা হচ্ছে- আমার নাকি দুইটা বিয়ে হয়েছে, তিন নম্বর বিয়ের অনুসন্ধান চলছে! আর, আমার একটা বেবি আছে, যাকে তার দাদির কাছে লুকায় রাখছি।’
তানজিন তিশা বলেন, ‘এসব গুজব শুনে আমি আমার পরিবার, সকলে মিলে অনেক হাসছি। কারণ ওই বেবিটা আমার বোনের।’
আমার বার্তা/এমই