
ফুটবল কিংবদন্তি লিওনেল মেসির সঙ্গে ছবি তোলার সুযোগ পেলেন বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছোট ছেলে আব্রাম খান। বাবার সঙ্গে কলকাতার সল্টলেক স্টেডিয়ামে হাজির হয়ে আব্রাম তার প্রিয় তারকাকে কাছ থেকে দেখার সুযোগ পান। শাহরুখ খান নিজেই ছেলের এই বিশেষ মুহূর্তটি ক্যামেরাবন্দি করে দেন।
শুক্রবার রাতেই কলকাতায় পা রাখেন মেসি। এ সময়ই শাহরুখ খানের সঙ্গেই আসে তার ছোট ছেলে আব্রাম খান। পরদিন শনিবার বাবার সঙ্গে মাঠে উপস্থিত হয় আব্রাম। সেখানেই সে তার প্রিয় ফুটবলার মেসির সঙ্গে ফ্রেমবন্দি হয়।
জানা গেছে, এদিন সল্টলেক স্টেডিয়ামে প্রায় ৩০ মিনিট সময় কাটান মেসি। কিন্তু ভিড় দ্রুত বাড়তে থাকায় এবং পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হওয়ায় তাকে দ্রুত মাঠ ছাড়তে হয়। তবে মেসির সংবর্ধনা অনুষ্ঠানে শাহরুখ খান তার ছোট ছেলে আব্রামকে নিয়ে উপস্থিত ছিলেন।
মেসির পাশাপাশি আব্রামকে তার সতীর্থ লুইস সুয়ারেজ এবং রদ্রিগো ডি পলের সঙ্গেও বেশ কিছু ছবি তুলতে দেখা যায়। ফুটবল তারকাদের সঙ্গে ছেলে যখন বাক্য বিনিময়ে ব্যস্ত ছিল, তখন বাবা শাহরুখ খানের মুখে ছিল গভীর হাসি। জুনিয়র খানকেও এ সময় বেশ উৎফুল্ল দেখাচ্ছিল।
উল্লেখ্য, ২০১১ সালের পর এটি লিওনেল মেসির প্রথম ভারত সফর। এর আগের সফরে, এই কিংবদন্তি ফুটবলার কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে একটি প্রীতি ম্যাচ খেলেছিলেন, যেখানে আর্জেন্টিনা ভেনেজুয়েলাকে ১-০ গোলে পরাজিত করে।
আমার বার্তা/এমই

