
দীর্ঘ ১৫ বছর পর সিক্যুয়েল আসছে বলিউড ব্লক বাস্টার সিনেমা ‘থ্রি ইডিয়টস’র। ইতিমধ্যে পরিচালক রাজকুমার হিরানি ‘থ্রি ইডিয়টস ২’র চিত্রনাট্য চূড়ান্ত করেছেন।
ভারতীয় সংবাদমাধ্যম পিংক ভিলার প্রতিবেদন থেকে জানা যায়, নতুন বছর ২০২৬ সালের দ্বিতীয়ার্ধে সিনেমার শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।
জানা যায়, ২০০৯ সালে নির্মিত ‘থ্রি ইডিয়ট’ সিনেমা যেখানে শেষ হয়েছে ঠিক সেখান থেকেই শুরু হবে নতুন পর্বের গল্প।
যদিও নতুন সিনেমার নাম চূড়ান্ত হয়নি এখনও। ছবিতে আগের চরিত্রগুলোই থাকবে- এমনটা শোনা গেলেও রাজু রাস্তোগির চরিত্র নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
চরিত্রটিতে অভিনয় করা অভিনেতা শারমান যোশি জানিয়েছেন, সিক্যুয়েল নিয়ে এখনো তার সঙ্গে আনুষ্ঠানিকভাবে কোনো যোগাযোগ করা হয়নি।
সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, পরিচালক রাজকুমার হিরানি ‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েলের চিত্রনাট্যের চূড়ান্ত খসড়া প্রস্তুত করেছেন। দ্রুতই সিনেমাটির কাজ শুরু হতে পারে বলে ইঙ্গিত মিলেছে। তবে এ বিষয়ে প্রশ্ন করা হলে শারমান যোশি জানান, তিনি নিজেও ছবিটি নিয়ে আশাবাদী, কিন্তু এখন পর্যন্ত কোনো নিশ্চিত তথ্য পাননি।
শারমান যোশির ভাষ্য অনুযায়ী, এর আগেও বিভিন্ন সময়ে ‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েল নিয়ে গুঞ্জন শোনা গেলেও সেগুলো বাস্তবে রূপ নেয়নি। অভিনেতার কথায়, ‘আশা করছি এবার হয়তো কাজটা হবে। তবে আমাকে এখনও জানানো হয়নি। এর আগেও উৎসবের মৌসুমে শোনা যায় ‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েল আসছে। কিন্তু পরে জানা যায় সেটা একটা বিজ্ঞাপনী কাজ। আশা রাখছি, এবার গুঞ্জনটা সত্যি হোক।’
২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘থ্রি ইডিয়টস’ পরিচালনা করেন রাজকুমার হিরানি। সিনেমাটিতে মুখ্য চরিত্রে ছিলেন আমির খান, কারিনা কাপুর, আর মাধবন ও শারমান যোশি। মুক্তির পর থেকেই ছবিটি দর্শকপ্রিয়তা ও বক্স অফিস সাফল্যের দিক থেকে একটি মাইলফলক হিসেবে বিবেচিত হয়।
আমার বার্তা/এল/এমই

