নারায়ণগঞ্জে আবারও চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। তাই ডেঙ্গু মোকাবিলায় শুরু থেকেই নানা উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য বিভাগ। এরই ধারাবাহিকতায় জেলা পরিষদের পক্ষ থেকে শহরের খানপুর এলাকায় ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ডেঙ্গুর কিট সরবরাহ করা হয়েছে।
শনিবার (১২ জুলাই) দুপুরে হাসপাতাল কতৃপক্ষকে ১২০ টি কিট হস্তান্তর করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. আবুল বাসার সহ জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।
কিট হস্তান্তর শেষে হাসপাতালটির ডেঙ্গু ওয়ার্ড পরিদর্শন করে রোগিদের চিকিৎসা ব্যবস্থাসহ সার্বিক পরস্থিতির বিষয়ে খোঁজ খবর নেন জেলা প্রশাসক।
নারায়ণগঞ্জ ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. আবুল বাসার বলেন, ‘ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলা ও রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে পর্যাপ্ত কিট, ওষুধ ও স্যালাইন মজুতসহ সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। একই সাথে তাৎক্ষণিকভাবে ডেঙ্গু শনাক্তকরণ পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থাও রয়েছে। আমরা সব দিক থেকে তৎপর রয়েছি।’
জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, ‘নারায়ণগঞ্জে গত বছরের তুলনায় এ বছর ডেঙ্গু পরিস্থিতি এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে। তারপরেও আমরা ডেঙ্গু মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নিয়েছি। রোগীদের চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত সহ নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছি। আমরা আশা করি যে কোন পরিস্থিতি মোকাবেলা করতে সক্ষম হবো।’
জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, নারায়ণগঞ্জে গত চব্বিশ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ২ জন। চলতি জুলাই মাসে আক্রান্ত হয়েছেন ৫১ জন এবং চলতি বছরের মোট আক্রান্তের সংখ্যা ১৪৩ জন।
আমার বার্তা/এল/এমই