ই-পেপার মঙ্গলবার, ০৬ জানুয়ারি ২০২৬, ২৩ পৌষ ১৪৩২

ইসরাইলি বিমানবন্দর ও মার্কিন রণতরীতে ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলা

আমার বার্তা অনলাইন:
২৫ মার্চ ২০২৫, ১৯:০৪

ইসরাইলের গাজা আগ্রাসন ও মার্কিন হামলার প্রতিক্রিয়ায় ইয়েমেনি সশস্ত্র বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ইসরাইলি বিমানবন্দর ও মার্কিন রণতরীকে আবারও লক্ষ্যবস্তু করেছে। এতে বেনগুরিয়ন বিমানবন্দর ও মার্কিন রণতরীতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

সোমবার রাতে দেওয়া এক বিবৃতিতে এমনটাই দাবি করেছেন ইয়েমেনি সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি। খবর মেহের নিউজের।

ইসরাইলের বেন গুরিয়ন বিমানবন্দরে হামলা

বিবৃতিতে ইয়াহিয়া সারি জানান, ইয়েমেনের সশস্ত্র বাহিনী সোমবার রাতে ইসরাইলের দখলকৃত ইয়াফা অঞ্চলের বেনগুরিয়ন বিমানবন্দরে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। যার মধ্যে ছিল জুলফিকার, অন্যটি সুপারসনিক ‘প্যালেস্টাইন-২’।

‘গাজায় ফিলিস্তিনিদের ওপর চলমান ইসরাইলি আগ্রাসনের প্রতিশোধ নিতে এবং সংহতি প্রকাশের অংশ হিসেবে এই হামলা চালানো হয়েছে’, উল্লেখ করেন তিনি।

মার্কিন রণতরী হ্যারি এস ট্রুম্যান লক্ষ্য করে হামলা

ব্রিগেডিয়ার জেনারেল সারি আরও জানান, ‘ইয়েমেনি বাহিনী লোহিত সাগরে অবস্থান করা মার্কিন রণতরী ‘হ্যারি এস ট্রুম্যান’ এবং তার সঙ্গে থাকা কয়েকটি যুদ্ধজাহাজের ওপর একাধিক ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে’।

তার দাবি, এটি ২৪ ঘণ্টার ব্যবধানে মার্কিন যুদ্ধজাহাজের ওপর দ্বিতীয় দফায় হামলা।

ইসরাইলি শিপিং বন্ধ রাখার হুঁশিয়ারি

ইয়েমেনি সেনাবাহিনীর মুখপাত্র আরও বলেন, ‘ইয়েমেনি সশস্ত্র বাহিনী দখলদার ইসরাইলের বিরুদ্ধে সামুদ্রিক অভিযান অব্যাহত রাখবে এবং ইসরাইলি ভূখণ্ডে হামলাও অব্যাহত রাখবে, যতক্ষণ না গাজার অবরোধ তুলে নেওয়া হয় এবং হামলা বন্ধ হয়’।

ইয়েমেনের হাসপাতালে মার্কিন হামলা

এদিকে ইয়েমেনি সংবাদ সংস্থাগুলোর বরাতে জানা গেছে, সোমবার মার্কিন যুদ্ধবিমান ইয়েমেনের সা’দা প্রদেশের আল-রাসুল আল-আজম অনকোলজি হাসপাতালে দুটি বিমান হামলা চালিয়েছে। এ নিয়ে এক সপ্তাহের ব্যবধানে একই হাসপাতালে ১৩টি বিমান হামলা চালালো আমেরিকা।

এর আগে, গত ১৫ মার্চ মার্কিন বিমান হামলায় ৫৩ জন ইয়েমেনি নিহত হন।

ইয়েমেনের ক্যানসার কন্ট্রোল ফান্ড এই হামলাকে ‘অমানবিক যুদ্ধাপরাধ’ হিসেবে উল্লেখ করেছে এবং জাতিসংঘ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) ও রেড ক্রসকে দ্রুত হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে।

মার্কিন প্রতিক্রিয়া

মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ইয়েমেনে ‘অবিরত সামরিক অভিযান’ পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলার মুখে দ্বিতীয় রণতরী ‘ইউএসএস কার্ল ভিনসন’ মধ্যপ্রাচ্যে মোতায়েন করার ঘোষণা দিয়েছে মার্কিন প্রশাসন।

এদিকে, ইয়েমেনি বাহিনী হুঁশিয়ারি দিয়ে বলেছে, মার্কিন ও ইসরাইলি আগ্রাসন চলতে থাকলে তারা আরও কঠোর প্রতিক্রিয়া দেখাবে।

আমার বার্তা/এমই

ভেনেজুয়েলায় পুনরায় দূতাবাস চালুর প্রস্তুতি যুক্তরাষ্ট্রের

ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে যুক্তরাষ্ট্রের দূতাবাস পুনরায় খোলার প্রস্তুতি নিচ্ছে ট্রাম্প প্রশাসন।  সোমবার (৫ জানুয়ারি) মার্কিন পররাষ্ট্র

নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্রের কঠোর বিরোধিতা রাশিয়ার

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানের কঠোর বিরোধিতা এবং নিন্দা জানিয়েছে রাশিয়া। এছাড়া

ভেনেজুয়েলায় সংবাদ সংগ্রহের সময় ১৪ গণমাধ্যম কর্মী আটক

ভেনেজুয়েলায় এক ডজনেরও বেশি গণমাধ্যম কর্মীকে আটক করা হয়েছে বলে জাতীয় প্রেস অ্যাসোসিয়েশন জানিয়েছে। দক্ষিণ

সাইবার বুলিংয়ের শিকার হয়েছে ম্যাক্রোঁ দম্পতি, কারাগারে ১০

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর স্ত্রী (ফার্স্ট লেডি) ব্রিজিত ম্যাক্রোঁকে নিয়ে সাইবার হয়রানির অভিযোগে ১০ জনকে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণভোটকে কেন্দ্র করে প্রাথমিক শিক্ষকদের জরুরি নির্দেশনা

ছাত্রদল-শিবিরের পাল্টাপাল্টি হেনস্তার অভিযোগ

নির্বাচনী অভিযোগ গ্রহণে ১০ কর্মকর্তাকে দায়িত্ব ইসির

ভারতের সঙ্গে উত্তেজনার প্রভাব দেশের অর্থনীতিতে পড়বে না: অর্থ উপদেষ্টা

শুধুমাত্র মিছিল মিটিং করার জন্য জাতীয়তাবাদীর নাম ব্যবহার নয়: রিজভী

জকসু নির্বাচন: দুপুরের পর থেকে বাড়ছে ভোটার উপস্থিতি

গভীর সমুদ্রে গবেষণা ও সমস্যা চিহ্নিত করতে হবে: প্রধান উপদেষ্টা

ব্যবসায়ীরা কারসাজি করে গ্যাসের দাম বাড়িয়েছে: জ্বালানি উপদেষ্টা

আবু সাঈদ হত্যা মামলার তদন্ত কর্মকর্তার জেরা চলছে

খিলগাঁওয়ে পারিবারিক কলহের জেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

কক্সবাজার যাচ্ছেন তারেক রহমান, করবেন শহীদ ওয়াসিমের কবর জিয়ারত

ভেনেজুয়েলায় মার্কিন হামলার প্রতিবাদে ঢাকায় সিপিবির বিক্ষোভ

রোজা বিবেচনায় প্রাথমিকের ছুটির তালিকা সংশোধনের আহ্বান শিক্ষকদের

৬৭ হাজার ২০৮ শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

শাহবাগ থেকে শুরু হলো ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’

শীতে কাঁপছে সারাদেশ, স্থবির জনজীবন

ভেনেজুয়েলায় পুনরায় দূতাবাস চালুর প্রস্তুতি যুক্তরাষ্ট্রের

নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্রের কঠোর বিরোধিতা রাশিয়ার

ভেনেজুয়েলায় সংবাদ সংগ্রহের সময় ১৪ গণমাধ্যম কর্মী আটক

জকসু নির্বাচন: নারী ভোটারের উপস্থিতি তুলনামূলকভাবে বেশি