
ইউটিউব বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম। ইউটিউব রিলসে দর্শকও কম নয় প্ল্যাটফর্মটিতে। তবে এই রিলস আসক্তি মানুষকে গ্রাস করে ফেলছে। রিলস দেখতে বসলে কখন যে দিন গড়িয়ে রাত হয়ে যায় টেরই পাওয়া যায় না। অনেকেই রাত কাটিয়ে ফেলেন রিলস দেখতে দেখতে।
এভাবে কাজের ক্ষতি সেই সঙ্গে দীর্ঘক্ষণ স্মার্টফোন ব্যবহার করে শরীরের ক্ষতি করছেন। এবার ব্যবহারকারীদের রিলস আসক্তি কমাতে নতুন ফিচার আনলো ইউটিউব। ইউটিউবের এই নতুন ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা রিলস আওক্তি কমিয়ে স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন।
নতুন ফিচারটি হচ্ছে ইউটিউব শর্টস টাইমার। এই ফিচারটি ব্যবহারকারী সারাদিন ধরে শর্টস দেখার জন্য কতটা সময় ব্যয় করতে চান, তা নির্ধারণ করতে দেবে। এই ফিচার চালু করার পরে ব্যবহারকারী শর্টস দেখার জন্য তাদের নিজস্ব সময়সীমা নির্ধারণ করতে পারবেন, যেমন ১৫ মিনিট, ৩০ মিনিট, অথবা ১ ঘণ্টা।
একবার এই সীমাটি শেষ হয়ে গেলে ইউটিউব একটি পপ-আপ বিজ্ঞপ্তি প্রদর্শন করবে, যা জানিয়ে দেবে যে, শর্টস ফিড সেই দিনের জন্য স্থগিত করা হয়েছে। তবে কেউ যদি চান এই অ্যালার্ট ক্যানসেল করে আবার দেখা চালিয়ে যেতে পারেন। এই ফিচার কোনো কিছুতেই তাই বাধ্য করে না, বরং স্ক্রিন টাইম সচেতনতা বাড়ানোর জন্য একটি সুযোগ প্রদান করে।
ফিচারটি আপাতত ইউটিউব মোবাইল অ্যাপে চালু হচ্ছে। কয়েকদিনের মধ্যেই বিশ্বব্যাপী সব ব্যবহারকারীরা এই ফিচার পাবেন। ফিচারটি পেরেন্টস কন্ট্রোলের সঙ্গে লিঙ্ক করা নেই, তাই অভিভাবকরা তাদের সন্তানদের জন্য সময়সীমা নির্ধারণ করতে পারবেন না। তবে ইউটিউব খুব শিগগির এই ফিচার পারিবারিক অ্যাকাউন্টগুলোর জন্যও উপলব্ধ হবে। ফলে শিশুরাও শর্টস আসক্তি থেকে মুক্তি পাবে।
আমার বার্তা/জেএইচ

