ই-পেপার বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ১৩ চৈত্র ১৪৩২

আইন-বিবেক অনুযায়ী ডিসিদের কাজ করার নির্দেশনা আইন উপদেষ্টার

আমার বার্তা অনলাইন:
১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৫৮

আইন ও বিবেক অনুযায়ী জেলা প্রশাসকদের (ডিসি) কাজ করার নির্দেশনা দিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের তৃতীয় ও শেষ দিনের পঞ্চম অধিবেশন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান উপদেষ্টা। আইন ও বিচার বিভাগ, লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগ এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সঙ্গে এ অধিবেশন হয়।

আইন উপদেষ্টা বলেন, ‘আজকের ডিসি সম্মেলন আমার জন্য একটা নতুন অভিজ্ঞতা। আমার কাছে মনে হয় এটা খুব জরুরি ছিল। ওনারা মাঠ পর্যায়ে প্রশাসন দেখেন, বাস্তবায়নে কি কি সমস্যা আছে ওনাদের থেকে কেউ ভালো জানেন না।’

তিনি বলেন, ‘ডিসিরা আমাদের বললেন, যারা অবৈধভাবে বালু উত্তোলন করে তাদের যখন ধরা হয়, তখন দেখা যাচ্ছে তাড়াতাড়ি জামিন পেয়ে যাচ্ছেন। এটা ওনাদের কনসার্ন। অ্যাটর্নি জেনারেল সাহেব বললেন, আদালতের কাজই তো হচ্ছে উপযুক্ত ক্ষেত্রে জামিন দেওয়া। এ ধরনের কিছু সমন্বয়ের ব্যাপার আসছে।’

‘আমরা উনাদের (ডিসি) বলেছি আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে। মামলার ক্ষেত্রে আমাদের সলিসিটর যে উইং আছে, তারা আরও ভালোভাবে সমন্বয়ের জন্য কি কি পদক্ষেপ নিয়েছে, সেটা বলেছি। ডিসি অফিসগুলোতে ম্যাজিস্ট্রেটের আদালতে রয়েছে স্থান-সংকুলানের সমস্যা। সেটার সমাধানের জন্য কি করা যায়, সেই বিষয়ে কথা বলেছি।’

আসিফ নজরুল আরও বলেন, প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের ব্যাপারে আমরা তাদের একটি অনুরোধ করেছি- যারা এসএসসি এবং এইচএসসি পরীক্ষার পর ছাত্ররা কয়েক মাস সময় পায়। ওই সময়টাতে ওনারা যেন তাদের টিটিসিতে নিয়ে আসেন, টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে।

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা বলেন, ‘ওনারা (ডিসি) আমাদের খুবই গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন। ওনারা বলেছেন বিদেশে যারা যেতে চায়, তাদের সবার যেন ডাটাবেজ করা হয়। শুধু প্রশিক্ষণ যারা নিয়েছেন তাদের না। ওনারা যেটি বলেছেন সেটি আমরা সত্যি ভাবছি। যারা বিদেশে যেতে চায় তাদের ডাটাবেজ করার পদক্ষেপ নিয়েছি, অচিরেই কাজ শুরু হবে।’

‘এছাড়া জেলা ও বিভাগ পর্যায়ে আরও সচেতনতা সৃষ্টির কথা বলেছেন। সরকারি যে রিক্রুটিং এজেন্সি আছে সেগুলোকে শক্তিশালী করার কথা বলেছেন। আমাদের কাছে ভালো লেগেছে এটা ভেবে যে, এটা তো আমরাও ভাবছি।’

প্রশাসনের সবচেয়ে মেধাবী কর্মকর্তারা ডিসি হন জানিয়ে উপদেষ্টা বলেন, ‘কিন্তু রাষ্ট্রের এত বড় একটি রিসার্চ রিসোর্সকে গত ফ্যাসিস্ট সরকার জনগণকে অত্যাচারের নিপীড়ন করার জন্য, তাদের অপকর্ম জায়েজ করার জন্য ব্যবহার করেছে। সঙ্গে কথা বলে আমার মনে হয়েছে এটা যদি আমরা পজিটিভভাবে কাজে লাগাই, জনগণের সেবার জন্য, আইন-শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করার জন্য, ভূমি ব্যবস্থাপনার জন্য, স্বাস্থ্য-শিক্ষা সেবা দেওয়ার জন্য- সেই ক্যাপাবিলিটি তাদের আছে। কিন্তু ওই রাজনৈতিক দিক-নির্দেশনা থাকে না।’

তিনি বলেন, ‘আমরা আশা করব ভবিষ্যতে যেই দল এই বাংলাদেশে ক্ষমতায় আসুক প্রশাসন ক্যাডারের আমাদের যে অসীম সম্ভাবনার শক্তি রয়েছে, এটাকে যেন জনগণকে নিপীড়নের কাজে না লাগিয়ে আমাদের সংবিধানে যেভাবে বলা আছে জনগণের সেবা করার কাজে যেন লাগাই। এটাই আমার প্রত্যাশা থাকবে।’

জনগণকে সেবা দিতে আপনারা কি ফরমুলা দিয়েছেন- এ বিষয়ে আইন উপদেষ্টা বলেন, ‘এখানে ফর্মুলার ব্যাপার নেই। আইনে যা আছে, নীতিমালায় যা আছে, সেটা মেনে চললে জনগণের সেবা আর কল্যাণ দেওয়া ছাড়া ওনাদের আর কোনো কাজই নেই। সুতরাং আমাদের শুধু একটা কথাই যে আপনি আইন অনুযায়ী চলেন, আপনি আপনার বিবেক মতো চলেন। তাদের যে জনগণের প্রতিপক্ষ হিসেবে ব্যবহার করা হয়েছে সেটা আইন ও সংবিধান লঙ্ঘন করে।’

সারাদেশে অনেক টিটিসি (কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র) তৈরি হয়ে আছে কিন্তু সেগুলো থেকে প্রত্যাশা অনুযায়ী সেবা পাওয়া যাচ্ছে না- এ বিষয়ে আসিফ নজরুল বলেন, শুধু টিটিসি না, বাংলাদেশের শুধু বিল্ডিং আছে কর্মকর্তা-কর্মচারী আছে সেবা নাই, এটা আমার গত ছয় মাসের অভিজ্ঞতা। আমরা প্রাণান্তকর চেষ্টা করছি, ভালো কিছু করার জন্য।’

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, ‘আমরা ডিসিদের বলেছি বিভিন্ন সময়, বিভিন্ন ইস্যুতে, বিভিন্ন অ্যাকশনে আদালত যেসব রায় দিয়েছে এই রায়গুলো আপনারা একটু পর্যালোচনা করবেন। প্রয়োজন হলে একজন গবেষক অফিসার রাখেন। অ্যাটর্নি জেনারেল অফিসের সঙ্গে সমন্বয় করে আইনসঙ্গতভাবে মানুষের অধিকার প্রতিষ্ঠায় যা করা সম্ভব, সেটা করবেন, এটাই আমাদের প্রত্যাশা।’

আমার বার্তা/এমই

ড. ইউনূসের নেতৃত্বে সমৃদ্ধি অর্জন করবে বাংলাদেশ আশা চীনের

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধি অর্জন করবে বলে আশাবাদ ব্যক্ত করেছে চীন। চীনের উপপ্রধানমন্ত্রী

অফিস শেষে নাড়ির টানে ছুটছে মানুষ, রাজধানীতে তীব্র যানজট

আসন্ন ঈদের আগে সপ্তাহের শেষ কর্মদিবস আজ। কর্মঘণ্টা শেষ হতে না হতেই নাড়ির টানে পরিবারের

মসজিদ ভিত্তিক গণশিক্ষা প্রকল্পে জনবল নিয়োগে আউটসোর্সিং বাতিল

মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পে জনবল নিয়োগে আউটসোর্সিং বাতিল করা হয়েছে। তবে, ৮ম পর্যায়ের

চীন-বাংলাদেশ সম্পর্ক আরও গভীর হবে

চীন ও বাংলাদেশ তাদের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় করার সিদ্ধান্ত নিয়েছে। বেইজিং জানিয়েছে, তারা বাংলাদেশের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ড. ইউনূসের নেতৃত্বে সমৃদ্ধি অর্জন করবে বাংলাদেশ আশা চীনের

রাজনৈতিক হয়রানিমূলক আরও ৬৬৮১ মামলা প্রত্যাহারের সুপারিশ

পিএসএল খেলার অনুমতি পেলেন লিটন-রিশাদ ও নাহিদ

শুক্রবার রাষ্ট্রায়ত্ত ৪ ব্যাংক খোলা, লেনদেন ১০-১২টা

অফিস শেষে নাড়ির টানে ছুটছে মানুষ, রাজধানীতে তীব্র যানজট

আ.লীগের আমলে নিপীড়িতদের কাছে চব্বিশ দ্বিতীয় স্বাধীনতা: নাহিদ

মিয়ানমারে ফিরে সশস্ত্র যুদ্ধ করতে চায় রোহিঙ্গারা: ইন্ডিপেন্ডেন্ট

মসজিদ ভিত্তিক গণশিক্ষা প্রকল্পে জনবল নিয়োগে আউটসোর্সিং বাতিল

চীন-বাংলাদেশ সম্পর্ক আরও গভীর হবে

রিটার্ন দেন না দুই-তৃতীয়াংশ টিআইএনধারী: এনবিআর চেয়ারম্যান

মেয়াদ শেষ হওয়ার পর আদালতের রায়, মেয়র পদে বসতে পারবেন ইশরাক?

সাবেক এমপি সাইফুজ্জামান শেখরের বিরুদ্ধে হুলিয়া জারি

আশরাফুল আলম খোকন ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের দুই মামলা

আ.লীগ-জাপা ছাড়া নির্বাচন হলে গণতন্ত্রের বিজয় সূচিত হবে: আখতার

ফেব্রুয়ারির বেতন দেয়নি ১২২ পোশাক কারখানা, ঈদ বোনাস নেই ৭২৩

ট্রাইব্যুনালের বিচার বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র চলছে: তাজুল ইসলাম

প্রবাসী আয়ে জোয়ার, ২৬ দিনে এলো রেকর্ড ২৯৪ কোটি ডলার

ঢাকাকে একটি ন্যায্য শহর হিসেবে গড়ে তুলতে চাই: ডিএনসিসি প্রশাসক

রূপপুরে চলতি বছরের শেষে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে

রোয়ার ফ্যাশনের মালিক পলাতক, ইন্টারপোলের মাধ্যমে ব্যবস্থা নেয়া হবে