ই-পেপার শনিবার, ০৫ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২

হোটেলে দম্পতি-সন্তানের মৃত্যু: এখনও খোলেনি রহস্যের জট

আমার বার্তা অনলাইন:
০৫ জুলাই ২০২৫, ১২:১০
আপডেট  : ০৫ জুলাই ২০২৫, ১২:১৪

রাজধানীর মগবাজারে একটি আবাসিক হোটেলে সৌদিপ্রবাসী মনির হোসেন, তার স্ত্রী নাসরিন আক্তার স্বপ্না এবং শারীরিক প্রতিবন্ধী ছেলে নাইম হোসেনের মৃত্যুর ঘটনায় করা হত্যা মামলায় গ্রেপ্তার বাড়ির কেয়ারটেকার রফিকুল ইসলামের কাছ থেকে রিমান্ডে কোনো স্বীকারোক্তি পায়নি পুলিশ।

পুলিশ জানায়, আনুমানিক ৬০ থেকে ৬২ বছর বয়সী রফিকুল ইসলামকে দুদিনের রিমান্ডে নানা কৌশলে জিজ্ঞাসাবাদ করা হয়।

গত ২৮ জুন ছেলে নাইম হোসেনের চিকিৎসার জন্য লক্ষ্মীপুরের রামগঞ্জ থেকে ঢাকায় আসেন মনির হোসেন ও তার স্ত্রী। বিকেলে তারা মগবাজারের ‘হোটেল সুইট স্লিপ’-এ ওঠেন। রাতে খাবার খাওয়ার পর তারা অসুস্থ হয়ে পড়েন এবং বিষয়টি এক আত্মীয়কে জানান। পরদিন ২৯ জুন সকালে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন।

প্রাথমিকভাবে পুলিশের ধারণা, খাদ্যে বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে। তবে ঘটনাটি সন্দেহজনক হওয়ায় সেদিনই কেয়ারটেকার রফিকুলকে আটক করা হয়।

মনির হোসেনের ঢাকার কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় দুটি বাড়ি রয়েছে এবং হাইওয়ে রুটে চলাচলকারী একটি যাত্রীবাহী বাসও রয়েছে। দীর্ঘদিন ধরেই এ বাড়িগুলোর দেখভাল করছিলেন কেয়ারটেকার রফিকুল ইসলাম।

পুলিশ জানায়, ২০০০ সালের পর থেকেই মনিরের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। রিমান্ডে থাকা অবস্থায় রফিকুল পুলিশকে জানিয়েছেন, মনির তার কাছে প্রায় চার লাখ টাকা পাবেন। এছাড়া বাড়ি করার আগে জমি কেনার সময়ও মনিরকে চুক্তি ছাড়া অতিরিক্ত টাকা দিতে হয়েছিল। এসব আর্থিক বিষয় নিয়েও তদন্ত চলছে।

রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মাসুদ আলম বলেন, দম্পতি ও সন্তানের মৃত্যুর ঘটনায় পরিবারের পক্ষ থেকে রমনা থানায় একটি হত্যা মামলা করা হয়। সেই মামলায় কেয়ারটেকার রফিকুল ইসলামকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। আদালত তার দুদিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডে থাকা অবস্থায় নানা কৌশলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়, তবে হত্যাকাণ্ডের স্বীকারোক্তি পাওয়া যায়নি। বর্তমানে তিনি কারাগারে আছেন। প্রয়োজনে আবার জিজ্ঞাসাবাদ করা হতে পারে।

রফিকুল ইসলামের পাশাপাশি মনিরের স্ত্রীর সঙ্গে কারো কোনো বিরোধ ছিল কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে। পাশাপাশি বিভিন্ন আলামতের ফরেনসিক পরীক্ষা এবং ময়নাতদন্ত প্রতিবেদনও অপেক্ষমাণ রয়েছে।

৩০ জুন সোমবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে তিনটি লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়। ফরেনসিক মেডিসিন বিভাগের প্রভাষক ডা. জাকিয়া তাসনিম জানান, প্রাথমিকভাবে মনে হয়েছে খাদ্যে বিষক্রিয়াজনিত কারণে তাদের মৃত্যু হয়েছে। তবে নিশ্চিত হতে রক্ত ও ভিসেরা নমুনা মহাখালীর পরীক্ষাগারে পাঠানো হয়েছে। রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

এর আগে রমনা থানার উপপরিদর্শক (এসআই) মো. জালাল উদ্দিন লাশগুলোর সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। তিনি জানান, তিনটি লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না। প্রাথমিকভাবে খাদ্যে বিষক্রিয়াকেই মৃত্যুর কারণ হিসেবে মনে হচ্ছে, তবে ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

আমার বার্তা/এল/এমই

পরিষ্কার-পরিচ্ছন্নতার ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ নয়: স্থানীয় সরকার সচিব

পরিষ্কার-পরিচ্ছন্নতার ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও

রাজধানীতে চলছে শান্তিবাড়ির জামদানি প্রদর্শনী

নারীদের মানসিক স্বাস্থ্য, আইনী সহায়তা, অর্থনৈতিক বিকাশ, সংস্কৃতি চর্চা এবং শিক্ষা সহায়তা নিয়ে কাজ করা

রাজধানীর শাহবাগ মোড়ে ‘ব্লকেড’ কর্মসূচি পালনের সময় পুলিশের বাঁধা

সরকারি কর্মকমিশন (পিএসসি) সংস্কারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে ‘ব্লকেড’ কর্মসূচি পালনের সময় পুলিশের সঙ্গে হাতাহাতির

তাজিয়া মিছিলে থাকবে পুলিশের স্পেশাল ফোর্স: ডিএমপি কমিশনার

তাজিয়া মিছিলের সামনে, মধ্যে এবং পেছনে পুলিশের স্পেশাল ফোর্স থাকবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজনৈতিক দলগুলো একমত হলে স্বৈরাচারের পুনঃপ্রবর্তন ঠেকানো যাবে

নদীবন্দরগুলোতে চলছে ১ নম্বর সতর্ক সংকেত

বাগেরহাটে কর্মচারীদের বেঁধে রেখে কোটি টাকার কাঁচামাল লুট

লালমনিরহাটের পাটগ্রামে ভাঙচুর ও আসামি ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ৪

আমরা খেলার নিয়ম বদলায় দিতে এসেছি: নাহিদ ইসলাম

পবিত্র আশুরা শোক, শ্রদ্ধা ও আত্মত্যাগের দিন: তারেক রহমান

মব সন্ত্রাস জুলাই আন্দোলনের চেতনার পরিপন্থি: অ্যাটর্নি জেনারেল

মৌলভীবাজার সীমান্ত দিয়ে ১০ জনকে পুশইন

আওয়ামী লীগের চরিত্র দেশ থেকে পালিয়ে যাওয়া: মঈন খান

৬ মাসের জন্য চট্টগ্রাম বন্দর পরিচালনার দায়িত্ব বুঝে নিচ্ছে নৌবাহিনী

টেকনোনেক্সটে শতাধিক সফটওয়্যার ইঞ্জিনিয়ার ও বিজনেস এনালিস্ট নিয়োগ

অন্যায়ের বিরুদ্ধে মরণপণ সংগ্রামের মাধ্যমে ন্যায় প্রতিষ্ঠার বার্তা দেয় পবিত্র আশুরা

পঞ্চগড়ের দুই সীমান্ত দিয়ে আবারও নারী, শিশুসহ ১৫ জনকে পুশইন

ভোলায় মাঝনদীতে স্ট্রোক করা লঞ্চযাত্রীর প্রাণ বাঁচালো কোস্টগার্ড

তুরস্কে প্রধান বিরোধী দলের আরও তিন মেয়র আটক

নির্বাচনে যারা অংশ নিতে পারবেন না, জানালেন অ্যাটর্নি জেনারেল

জমিতে হাল দিতে নামলেন ভারতের উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী

ওএমএস শুরু হলে চালের দাম নিয়ন্ত্রণে আসবে: খাদ্য উপদেষ্টা

সাকিব অবৈধ সরকারের এমপি, তা ভুলে গেলে শহীদদের সঙ্গে বেঈমানি হবে

বিশ্ববাজারে হালাল পণ্যে বাংলাদেশের সম্ভাবনা বিশাল: শিল্প সচিব