দেশের বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচনের কল্পনাও করা যায় না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শুক্রবার (৪ জুলাই) সন্ধ্যায় রংপুর জিলা স্কুল মাঠে জামায়াতের বিভাগীয় জনসভায় প্রধান অতিথির বক্তৃতা করেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, ‘কেউ যদি আওয়ামী ফ্যাসিবাদের আমলের নির্বাচনের স্বপ্ন দেখে থাকেন, সেই স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করব। কোনো প্রশাসনিক ক্যু করতে দেয়া হবে না। আগামী নির্বাচনে ভোটকেন্দ্র দখল ও কালোটাকার খেলা চলবে না।
আগামী নির্বাচনকে কেন্দ্র করে নানা ষড়যন্ত্র শুরু হয়েছে দাবি করে তিনি বলেন, ‘সুষ্ঠু নির্বাচনের জন্য কতগুলো মৌলিক সংস্কার অবশ্যই করতে হবে। আমরা সেই সংস্কারগুলো আদায় করে ছাড়ব। বর্তমান অবস্থায় সুষ্ঠু নির্বাচনের কল্পনাও করা যায় না। আমরা সুষ্ঠু নির্বাচনও আদায় করে ছাড়ব।’
জামায়াত আমির বলেন, ‘জনতার ম্যান্ডেট নিয়ে যারা ক্ষমতায় যাবে তাদের অভিনন্দন জানাতে জামায়াতে ইসলাম এখন থেকেই প্রস্তুত। তবে জামায়াত ক্ষমতায় গেলে চব্বিশের ছাত্র-জনতাকে বুকে নিয়ে এগিয়ে যাব৷’
প্রশাসনকে নিরপেক্ষ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রশাসন নিরপেক্ষ থাকলে জামায়াত তাদের পাশে থাকবে, নাহলে সবার আগে জামায়াত তাদের বিরুদ্ধে দাঁড়াবে।
আমার বার্তা/এল/এমই