
ফকির, বাউলসহ ভিন্নমতাবলম্বীদের ওপর জুলুম বন্ধ করতে আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম।
রোববার (২৩ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে এক পোস্টে তিনি এ আহ্বান জানান।
ফেসবুক পোস্টে তথ্য উপদেষ্টা বলেন, ‘মজলুম জালিম হচ্ছে, ফ্যাসিবাদবিরোধীরা ফ্যাসিবাদী হচ্ছে। পুরা পরিস্থিতি হতাশা ও ক্ষুব্ধতার। জুলুমকে ইনসাফ দিয়ে, সহিংসতাকে দরদ দিয়ে প্রতিস্থাপন না করে যারা নূতন মাত্রার জুলুম ও সহিংসতা করে বেড়াচ্ছেন, তারা ফ্যসিবাদের পুনর্জাগরণের জন্য দায়ী থাকবেন। সমাজে রাষ্ট্রে চিন্তা ও আচারের বৈচিত্র্যকে বাধাগ্রস্ত করলে ফ্যসিবাদ পুন:প্রতিষ্ঠিত হবে এবং জুলাই বিপ্লব ব্যর্থ হবে। তাসাওফপন্থী, ফকির, বাউলসহ সকল ভিন্নমতাবলম্বীদের ওপর সবধরনের জুলুম বন্ধ হোক।’
প্রসঙ্গত আজ মানিকগঞ্জ পৌরসভার দক্ষিণ সেওতা এলাকায় তৌহিদী জনতার হামলায় বাউল সম্রাট আবুল সরকারের তিন সমর্থক আহত হন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মহান আল্লাহ তায়া’লাকে নিয়ে কটূক্তির অভিযোগে আবুল সরকারের ফাঁসির দাবিতে সকাল ১০টার দিকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় বিক্ষোভ করে তৌহিদী জনতা। বিক্ষোভ শেষে মিছিলটি দক্ষিণ সেওতা এলাকার শহীদ স্মৃতিস্তম্ভের সামনে গিয়ে সমবেত হয়।
অন্যদিকে, একই সময় প্রেসক্লাব চত্বরে আবুল সরকারের মুক্তির দাবিতে মানববন্ধনের প্রস্তুতি নিচ্ছিলেন বাউল সম্প্রদায়ের কয়েকজন সমর্থক। এসময় তৌহিদী জনতার মিছিল সেখানে পৌঁছালে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে বাউল সমর্থকদের ওপর হামলা চালানো হলে তিনজন আহত হন। পাল্টা হামলায় তৌহিদী জনতার এক সদস্যও আহত হন।
আমার বার্তা/এমই

