ই-পেপার রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬, ১১ মাঘ ১৪৩৩

‘গণভোটে ‘হ্যাঁ’ দিলে সংবিধান থেকে বিসমিল্লাহ বাদ যাবে, এটা মিথ্যাচার’

আমার বার্তা অনলাইন:
২৫ জানুয়ারি ২০২৬, ১৮:৩৬
বক্তব্য রাখছেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন, ছবি: সংগৃহীত

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, গণভোটে ‘হ্যাঁ’ দিলে সংবিধান থেকে বিসমিল্লাহ বাদ যাবে এটা মিথ্যাচার। সংবিধানে বিসমিল্লাহ আছে, বাদ দেওয়ার প্রশ্নই উঠে না। এগুলো মিথ্যা অপপ্রচার।

রোববার (২৫ জানুয়ারি) দুপুরে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত জাতীয় ইমাম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, মানুষ আর আইয়ামে জাহেলিয়াতে ফিরতে চায় না। তিনি সম্মেলনে অংশ নেওয়া ইমামদেরকে ফ্যাসিবাদ রূখতে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান।

এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (উপদেষ্টা পদমর্যাদা) এবং গণভোট সংক্রান্ত জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক অধ্যাপক আলী রীয়াজ, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ড. আনিসুজ্জামান চৌধুরী, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐকমত্য) মনির হায়দার ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিন প্রমুখ বক্তব্য দেন।

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (সিনিয়র জেলা ও দায়রা জজ) আঃ ছালাম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য প্রদান করেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মুহাম্মদ শামসুল আলম, ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মোঃ মহিউদ্দিন, তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা যাইনুল আবেদীন, মাওলানা কাজী আবু হোরায়রা ও হাফেজ মাওলানা লুৎফর রহমান।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (উপদেষ্টা পদমর্যাদা) এবং গণভোট সংক্রান্ত জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক অধ্যাপক আলী রীয়াজ বলেন, বাংলাদেশকে বদলাতে হলে সবার নৈতিক দায়িত্ব ‘হ্যাঁ’ ভোট দেওয়া।

তিনি বলেন, গণভোটের প্রশ্ন আসলে একটাই। ফ্যাসিবাদী ব্যবস্থা বাতিল করে রাষ্ট্রে জনগণের মালিকানা প্রতিষ্ঠা করতে চান কিনা? যারা চায় তারা ‘হ্যাঁ’ ভোট দেবে। যারা ‘না’ ভোট দেবে তারা ফ্যাসিবাদ ফিরিয়ে আনতে চায়।

তিনি আরও বলেন, জুলাই সনদ শুধু কালো কালি দিয়ে লেখা নয়, এটা শহীদদের রক্ত দিয়ে লেখা। জুলাই গণঅভ্যুত্থানে সন্তান হারানো মায়ের হাহাকার, বোনের আর্তনাদ, পিতার ক্রন্দন ও শহীদদের আত্মত্যাগের মাধ্যমে আমাদেরকে যে দায়িত্ব দিয়েছেন তা পালনে আমরা অঙ্গীকারাবদ্ধ।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ড. আনিসুজ্জামান চৌধুরী সম্মেলনে অংশ নেওয়া ইমামদেরকে সত্য, ন্যায় ও ইনসাফের সমাজ গড়তে এবং দুর্নীতি দূর করতে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার জন্য জনগণকে সচেতন করার আহ্বান জানান।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐকমত্য) মনির হায়দার বলেন, ‘হ্যাঁ’ মানে জুলাই গণঅভ্যুত্থান, ‘না’ মানে ফ্যাসিবাদ। নিরপেক্ষ থাকার কোনো সুযোগ নেই। নীরবতা মানে ‘না’ এর পক্ষে অবস্থান।

তিনি বলেন, এই সংবিধানের মাধ্যমে হাসিনা ফ্যাসিস্ট হয়ে উঠেছে। এই সংবিধানের অধীনে যে কেউ ফেরাউন হয়ে উঠতে পারে। সংবিধান সংস্কারের জন্য ৩০টি রাজনৈতিক দল দীর্ঘ নয় মাস আলাপ-আলোচনার মাধ্যমে জুলাই জাতীয় সনদ তৈরি করেছে।

তিনি বলেন, ‘হ্যাঁ’ ভোটে একাত্তর মুছে যাবে এটা ডাহা মিথ্যা।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ কামাল উদ্দিন বলেন, বিগত ফ্যাসিস্ট আমলে এদেশে আলেম-উলামারা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে। তিনি গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে ভূমিকা রাখার জন্য আলেম-উলামাদের প্রতি আহ্বান জানান।

এ সম্মেলনে দেশের শীর্ষস্থানীয় আলেম-উলামা, খতিব-ইমাম, ইসলামি স্কলার ও ওয়ায়েজরা অংশ নেন।

আমার বার্তা/এমই

সাংবাদিকের অধিকার বাস্তবায়নে গণমাধ্যমের মালিককেও দায়িত্ব নিতে হবে

সাংবাদিকদের অধিকার প্রশ্নে সরকারের দায়িত্ব নিয়ে সমালোচনা করতে গিয়ে গণমাধ্যমের মালিকরা দায়িত্ব এড়িয়ে যাচ্ছেন বলে

সময়মতো প্রকল্প বাস্তবায়ন না হলে অর্থায়ন বন্ধ: পরিকল্পনা উপদেষ্টা

নির্ধারিত সময়ে প্রকল্প বাস্তবায়ন না হলে অর্থায়ন বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা

নির্বাচন ঘিরে সহিংসতার দায় আ.লীগের ওপর চাপাল অন্তর্বর্তী সরকার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে ও নির্বাচনের দিনে সংঘটিত যে কোনো সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের

দিল্লিতে প্রকাশ্য অনুষ্ঠানে শেখ হাসিনার বক্তব্যে হতবাক ঢাকা

মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লিতে প্রকাশ্য একটি অনুষ্ঠানে বিবৃতি দেওয়ায় বাংলাদেশের সরকার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিপক্ষ নিয়ে কথা বললে জনগণের কোনো লাভ হবে না

সাংবাদিকের অধিকার বাস্তবায়নে গণমাধ্যমের মালিককেও দায়িত্ব নিতে হবে

জনগণই বিএনপির রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান

জামেয়া দারুল মা‌আরিফ আল ইসলামিয়ার প্রাক্তন ছাত্র পরিষদের নতুন কমিটি গঠন

গতবারের চেয়েও এবার রোজায় পণ্যের দাম কম থাকবে: বাণিজ্য উপদেষ্টা

‘গণভোটে ‘হ্যাঁ’ দিলে সংবিধান থেকে বিসমিল্লাহ বাদ যাবে, এটা মিথ্যাচার’

সময়মতো প্রকল্প বাস্তবায়ন না হলে অর্থায়ন বন্ধ: পরিকল্পনা উপদেষ্টা

সিডনিকে হারিয়ে ষষ্ঠবারের মতো চ্যাম্পিয়ন পার্থ স্কচার্স

বাংলাদেশের একাত্তরের বন্ধু সাংবাদিক মার্ক টালির জীবনাবসান

মেধার মূল্যায়নই শিক্ষা ব্যবস্থার মূল ভিত্তি: শিক্ষা উপদেষ্টা

আ.লীগ ভোটে না থাকা মানে, নির্বাচন গ্রহণযোগ্য হবে না: জিএম কাদের

নির্বাচন ঘিরে সহিংসতার দায় আ.লীগের ওপর চাপাল অন্তর্বর্তী সরকার

সাফল্যের ধারাবাহিকতায় ২০২৪-২৫ অর্থবছরেও লাভে বাংলাদেশ পর্যটন করপোরেশন

দিল্লিতে প্রকাশ্য অনুষ্ঠানে শেখ হাসিনার বক্তব্যে হতবাক ঢাকা

বাগেরহাটে শীতার্তদের মাঝে নাজিম উদ্দিন ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

হাসিনার আমলে নির্বাচন হয়নি বলেই বিপ্লব হয়েছে: বিচারপতি আবদুল মতিন

রূপপুর বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে ব্যয় বাড়ল ২৫ হাজার কোটি টাকা

ছাত্রলীগ নেতার প্যারোলের আবেদন করা হয়নি: যশোর জেলা প্রশাসন

কর্তৃত্ববাদী শাসনের অবসান হলেও গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই শেষ হয়নি

মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি আমার এলাকাকে শেষ করে দিয়েছে: মির্জা আব্বাস