ই-পেপার বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬, ১৮ পৌষ ১৪৩২

কাজী আরেফ আহমেদসহ ৫ জাসদ নেতার হত্যাদিবসে আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক:
১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:২৬
আপডেট  : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৩২

কাজী আরেফ আহমেদসহ পাঁচ জাসদ নেতার ২২তম মৃত্যুবার্ষিকী আজ। জাতীয় সমাজতান্ত্রিক দল এইদিনে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ১৯৯৯ সালের ১৬ ফেব্রুয়ারি কুষ্টিয়ার দৌলতপুরের কালিদাসপুরে জাসদ আয়োজিত সন্ত্রাস বিরোধী প্রকাশ্য জনসভা মঞ্চে দক্ষিন—পশ্চিমাঞ্চলের চিন্থিত সন্ত্রাসীদের দ্বারা সংঘটিত রাজনৈতিক হত্যাকাণ্ডের শিকার স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা, বাঙালি জাতীয়তাবাদী আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম, মুক্তিযুদ্ধের অন্যতম অগ্রপথিক; জাসদের অন্যতম প্রতিষ্ঠাতা, সমাজতান্ত্রিক বিপ্লবী গণআন্দোলনের নেতা, সামরিক শাসন বিরোধী গণতান্ত্রিক আন্দোলনের নেতা, যুদ্ধাপরাধীদের বিচারে গঠিত ঐতিহাসিক গণআদালত ও গণআদালতকেন্দ্রিক গণআন্দোলনের নেতা জাতীয় বীর কাজী আরেফ আহমেদ, বীরমুক্তিযোদ্ধা ও জাসদ কুষ্টিয়া জেলা জাসদের তৎকালীন সভাপতি লোকমান হোসেন, বীরমুক্তিযোদ্ধা ও কুষ্টিয়া জেলা জাসদের তৎকালীন সাধারণ সম্পাদক এড. ইয়াকুব আলী, স্থানীয় জাসদনেতা ইসরাইল হোসেন তপসের ও শমসের মন্ডলের ২৬তম হত্যাদিবস পালন করে।

জাসদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে কাজী আরেফ হত্যাদিবস উপলক্ষে ১৬ ফেব্রুয়ারি রবিবার ভোর ৬টায় দলীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিতকরণ এবং কালো পতাকা উত্তোলন, সকাল ৯টায় মিরপুরে বীরমুক্তিযোদ্ধা কবরস্থানে শহীদ কাজী আরেফ আহমেদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন এবং সকাল ১১টায় বঙ্গবন্ধু এভিনিউয়ে কর্নেল তাহের মিলনায়তনে আলোচনাসভার আয়োজন করে।

জাসদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা শফিউদ্দিন মোল্লার সভাপতিত্বে এবং কেন্দ্রীয় সম্পাদকমন্ডলীর সদস্য শরিফুল কবির স্বপনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক শওকত রায়হান, যুগ্ম—সাধারণ সম্পাদক মোহাম্মদ মোহসীন, যুগ্ম- সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান চুন্নু, যুগ্ম সাধারণ সম্পাদক মীর্জা মো: আনোয়ারুল হক, ছাত্রলীগ(বৈজ্ঞানিক সমাজতন্ত্র) কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক মাসুদ আহমেদ, জাসদনেতা বীরমুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন প্রমূখ।

সভায় বক্তারা বলেন, কাজী আরেফ আহমেদ বাংলাদেশের রাজনীতির আকাশে ধ্রুবতারা। তিনি বাংলাদেশের রাজনীতিতে কয়েকটি গুরুত্বপূর্ণ মৌলিক অবদান রেখেছেন। ১৯৬২ সালে সিরাজুল আলম খান, আবদুর রাজ্জাক ও কাজী আরেফ আহমেদের সমন্বয়ে গঠিত স্বাধীনতার নিউক্লিয়াসের সদস্য হিসাবে মাত্র ১৯ বছর বয়সে কাজী আরেফ আহমেদ সিদ্ধান্ত নিয়েছিলেন পাকিস্তান রাষ্টকাঠামোর মধ্যে পূর্ব বাংলার বাঙালি ও আদিবাসীদের জাতীয় মুক্তি সম্ভব না, তাই পাকিস্তান ভেঙ্গে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠার পর কাজী আরেফ আহমেদ সিদ্ধান্ত নিয়েছিলেন যে সদ্যস্বাধীন যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশকে মুক্তিযুদ্ধের চেতনায় গঠন পুনর্গঠন করতে হলে দলীয় সরকারের বদলে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে গড়ে উঠা জাতীয় ঐক্যকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে বিপ্লবী জাতীয় সরকার গঠন করতে হবে। এই সিদ্ধান্তের ফলে বঙ্গবন্ধুর সাথে রাজনৈতিক আদর্শগত মতবিরোধে ক্ষমতার অংশীদারত্ব ত্যাগ করে দেশের প্রথম বিরোধী দল জাসদ গঠন করেন এবং সমাজতান্ত্রিক বিপ্লবী গণ আন্দোলন গড়ে তোলেন। দেশী বিদেশী ষড়যন্ত্রকারী শক্তি ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করে দেশে মুক্তিযুদ্ধ বিরোধী রাজনীতি চাপিয়ে দিলে কাজী আরেফ আহমেদ এই রাজনৈতিক পরিবর্তনের গভীরতা অনুধাবন করে মুক্তিযুদ্ধের পক্ষ—বিপক্ষ রাজনৈতিক তত্ত্ব বিনির্মাণ করেন এবং মুক্তিযুদ্ধের পক্ষের রাজনৈতিক শক্তির বৃহত্তর রাজনৈতিক ঐক্যের কৌশল প্রয়োগ করেন।

কাজী আরেফ আহমেদ ১৯৭৫ সালের ৭ নভেম্বর কর্নেল তাহেরের নেতৃত্ব সিপাহী জনতার অভ্যুত্থানের মাধ্যমে দেশকে মুক্তিযুদ্ধের ধারায় ফিরিয়ে আনার উদ্যোগ নেন। কিন্তু জিয়ার বিশ্বাসঘাতকতায় সেই প্রচেষ্টা ব্যর্থ হয়ে যায়। এরপর কাজী আরেফ আহমেদ বাম ঐক্যের ভিত্তিতে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিসহ সামরিক শাসন বিরোধী শক্তির বৃহত্তর রাজনৈতিক ঐক্য গড়ে তোলা এবং গণতান্ত্রিক আন্দোলনের উদ্যোগ গ্রহণ করেন। কাজী আরেফ আহমেদ ১৯৮২ সাল থেকে ১৯৯০ সাল পর্যন্ত সামরিক শাসন বিরোধী গণআন্দোলন ও গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেন এবং জনগণের আন্দোলনের কাছে সামরিক শাসকদের পরাজিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। কাজী আরেফ আহমেদ বিশ্বাস করতেন যে বাংলাদেশের জন্মশত্রু পাকিস্তানপন্থার রাজনীতির দূর্গে আঘাত হানতে এবং জাতির উপর সংগঠিত ইতিহাসের সবচেয়ে বড় অপরাধ যুদ্ধাপরাধের বিচার করা সম্ভব হলে যুদ্ধাপরাধীদের বিচার করতে হব। তিনি তার সেই বিশ্বাস ও তাত্ত্বিক অবস্থান থেকেই ১৯৯২ সালে কাজী আরেফ আহমেদ শহীদ জাহানারা ইমাম, আবদুর রাজ্জাকসহ মুক্তিযুদ্ধের পক্ষের রাজনৈতিক সামাজিক শক্তিকে সংগঠিত করে ঐতিহাসিক গণআদালত গঠন এবং গণআদালতের গণরায় বাস্তবায়নে গণআন্দোলন গড়ে তোলায় অগ্রণী ভূমিকা পালন করেন। কাজী আরেফ আহমদে মৌলিক তত্ত্বগুলি তার বিনিমিত এবং সেগুলি প্রয়োগের মধ্য দিয়ে জাতীয় রাজনৈতিক ধ্রুবতারায় পরিনত হয়েছিলেন।

বক্তারা বলেন, দুর্ভাগ্যক্রমে মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ ভাবাদর্শ বিরোধী শক্তি ক্ষমতা দখল করে মাম্প্রদায়িক মবতান্ত্রিক শাসন কায়েম করেছে। বক্তারা মুক্তিযুদ্ধের বাংলাদেশ পুনঃপ্রতিষ্ঠা করতে কাজী আরেফ আহমেদ ১৯৬২ সালে যেমন মাত্র ১৯ বছর বয়সে যে রাজনৈতিক অভিযান শুরু করেছিলেন, আজকের তরুণদের তার (কাজী আরেফ আহমেদ) তারুণ্য আর বিভিন্ন সংগ্রামের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এগিয়ে যেতে হবে। বক্তারা বলেন, মুক্তিযুদ্ধেও বাংলাদেশ পুন:প্রতিষ্ঠা এবং জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে ইউনুস সরকারের প্রতিহিংসার ফাঁসির দড়ি থেকে মুক্ত করার বিষয়টি একইসুত্রে গাঁথা।

আমার বার্তা/এমই

এনসিপি থেকে পদত্যাগ করলেন খান মুহাম্মদ মুরসালীন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সমন্বয়ক খান মুহাম্মদ মুরসালীন পদত্যাগ করেছেন।  বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলে

খালেদা জিয়ার জানাজায় মানুষের ঢল, ভালোবাসার ব্যাখ্যা দিলেন ফখরুল

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার জানাজায় বিপুলসংখ্যক মানুষের অংশগ্রহণ তার প্রতি

খালেদা জিয়ার মৃত্যুর শোককে জাতি বিনির্মাণে ব্যবহার করতে চাই

বেগম খালেদা জিয়ার মৃত্যুর শোককে শক্তিতে পরিণত করে বিএনপি জাতি বিনির্মাণের জন্য ব্যবহার করতে চায়

র‍্যাবকে দলীয় স্বার্থে এক ঘণ্টার জন্যও ব্যবহার করেনি বিএনপি: বাবর

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এবং বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর বলেছেন, আমাদের নেত্রী জনগণের জানমাল নিরাপত্তায় আপসহীন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেট্রোরেলের পড়ে যাওয়া দুটি বিয়ারিং প্যাডই ত্রুটিপূর্ণ ছিল: তদন্ত কমিটি

নিউ ইয়ার উপলক্ষে বাংলাদেশে নিযুক্ত সিংগাপুরের চ‍্যার্জ দ্য অ্যাফেয়ার্স এর শুভেচ্ছা বার্তা

আরব আমিরাতে সব মসজিদে একই সময়ে জুমা আদায়ের নির্দেশ

নিউ ইয়ার উপলক্ষে বাংলাদেশে নিযুক্ত ভিয়েতনামের রাষ্ট্রদূতের শুভেচ্ছা বার্তা

ঢাকায় অবস্থিত মরক্কো রাজ্যের দূতাবাসের শুভেচ্ছা বার্তা

এনসিপি থেকে পদত্যাগ করলেন খান মুহাম্মদ মুরসালীন

বর্তমান সময়ের কাঠামোগত বাস্তবতায় বাংলাদেশের নগর ভবিষ্যত

বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিনের শুভেচ্ছা বার্তা

জয়শঙ্করের সফর রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে না দেখার পরামর্শ

খালেদা জিয়ার জানাজায় মানুষের ঢল, ভালোবাসার ব্যাখ্যা দিলেন ফখরুল

আবারও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ডা. সায়েদুর

ইউটিউবের থেকেও বেশি আয় হবে এক্সে: ইলন মাস্ক

ফ্যাসিস্ট আওয়ামী লীগ শেয়ারবাজারকে আইসিইউয়ে ঢুকিয়ে দিয়ে গেছে

পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

আমাদের যেন আর স্বৈরাচারী অবস্থায় ফিরতে না হয়: আলী রীয়াজ

খালেদা জিয়ার মৃত্যুর শোককে জাতি বিনির্মাণে ব্যবহার করতে চাই

বসুন্ধরায় শিক্ষানবিশ আইনজীবীকে পিটিয়ে হত্যার অভিযোগ

বোয়িং থেকে ১৪ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস

দিল্লি-ঢাকা সম্পর্ক জোরদারে খালেদা জিয়ার অবদান স্মরণীয়

ইতালিতে খালেদা জিয়ার গায়েবি জানাজা অনুষ্ঠিত