ই-পেপার শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

নির্বাচনের জন্য আন্দোলন করতে হবে বলে মনে করি না: নজরুল ইসলাম

আমার বার্তা অনলাইন:
১৯ এপ্রিল ২০২৫, ১৮:০১
সাংবাদিকদের ব্রিফ করেন নজরুল ইসলাম খান। ছবি সংগৃহীত

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে নির্বাচনের রোডম্যাপ চেয়েও পায়নি দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি। এতে হতাশ দলটি আন্দোলনে নামতে পারে বলে সংবাদ প্রকাশিত হয়েছে। তবে সেই সম্ভাবনা নাকচ করে দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও লিয়াজোঁ কমিটির প্রধান নজরুল ইসলাম খান। তিনি জানিয়েছেন, এই সরকারকে তারাই ক্ষমতায় বসিয়েছেন। এজন্য আন্দোলনের কোনো প্রয়োজন তারা দেখছেন না।

শনিবার (১৯ এপ্রিল) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ১২ দলীয় জোটের নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন।

এর আগে বিকেল সোয়া তিনটার দিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অন্তর্বর্তী সরকারের সঙ্গে আলোচনার সূত্র ধরে ১২ দলীয় জোটের সঙ্গে বৈঠকে বসে বিএনপি। দলটির পক্ষ থেকে লিয়াঁজো কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং স্থায়ী কমিটির আরেক সদস্য বেগম সেলিমা রহমান উপস্থিত ছিলেন।

১২ দলীয় জোটের শরিকদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামান হায়দার, বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, জমিয়তে উলামায়ে ইসলামের (একাংশ) মহাসচিব গোলাম মহিউদ্দীন ইকরাম প্রমুখ।

বৈঠক প্রসঙ্গে নজরুল ইসলাম খান বলেন, আমরা অনেক বছর ধরে একসঙ্গে কাজ করছি। রাজনৈতিকভাবে আমরা অত্যন্ত ঘনিষ্ঠ। এজন্য ১২ দলীয় জোটের শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনায় বসেছিলাম। আপনারা জানেন, কয়েক দিন আগে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির আলোচনা হয়েছে। সেই আলোচনার বিষয়বস্তু নিয়েই আজ মতবিনিময করেছি। সহযোগী হিসেবে তাদের জানার অধিকার আছে। আমাদেরও দায়িত্ব তা জানানো।

বিএনপি নেতা বলেন, অনেক বিষয়ে আমরা একমত হয়েছি। এ ব্যাপারে যেহেতু আরও দল ও জোটের সঙ্গে আলোচনা হবে, সব মিলিয়ে আমরা বিএনপির পক্ষ থেকে বলব।

নির্বাচন আদায়ে আন্দোলন প্রসঙ্গে নজরুল ইসলাম খান বলেন, এই সরকারকে তো আমরাই বসিয়েছি। সুতরাং এই সরকারের বিরুদ্ধে আন্দোলনের কোনো প্রয়োজন হবে বলে মনে করি না।

ডিসেম্বরের মধ্যে নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আমাদের সঙ্গে আলোচনায় এই সরকার স্পষ্টভাবে জানিয়েছিল ডিসেম্বরের মধ্যেই নির্বাচন। কয়েক দিন আগে পত্রিকায়ও এসেছিল এই কথা। যদিও খানিক্ষণ পরে তা বদলে যায়। তারাও বলেছেন, এমন না যে ডিসেম্বরে হবে না, ডিসেম্বরেও হতেও পারে। তারা ডিসেম্বর থেকে জুন পর্যন্ত সময় নিয়েছেন।

বৈঠকের সিদ্ধান্ত প্রসঙ্গে নজরুল ইসলাম বলেন, ফ্যাসিবাদী যে দলটি (আওয়ামী লীগ) এবং তাদের যারা সহযোগী, এদেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে, তারা মানবতাবিরোধী অপরাধ করেছে, তাদের দ্রুত বিচারের সিদ্ধান্তে আমরা একমত হয়েছি। আর সরকার থেকে ফ্যাসিবাদের দোসরদের অপসারণ করা। আরও অনেক কিছু আলোচনা করেছি। আমরা মাত্র একটি জোটের সঙ্গে আলোচনা করলাম। আরও অনেক দলের সঙ্গে আলোচনা হবে। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যারাই ছিলেন সবার সঙ্গে আমরা আলোচনায় বসব।

‘এক দলকে বাদ দিয়ে আরেক দলকে ক্ষমতায় বসানোর জন্য গণভ্যুত্থান হয়নি’ জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের এমন বক্তব্য প্রসঙ্গে দৃষ্টি আকর্ষণ করা হলে নজরুল ইসলাম খান বলেন, তারা কি চায় একটি দল না অন্য কেউ আসবে? তারা এর দ্বারা কী বোঝাতে চায়?

আমার বার্তা/এমই

চামড়া শিল্প উদ্ধারে সরকারের দৃশ্যমান পদক্ষেপ দেখতে চায় দেশবাসী

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি প্রিন্সিপাল হাফেজ মাওলানা শেখ ফজলে

দুপুরের মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন: শফিকুল ইসলাম

দুপুরের মধ্যে সব রাজনৈতিক দলকে ডেকে আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন জামায়াতের ঢাকা দক্ষিণের

আ.লীগ নিষিদ্ধের দাবিতে বাদ জুমা বড় জমায়েতের ডাক হাসনাতের

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আজ (শুক্রবার) বাদ জুমা বড় জমায়েতের ডাক দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির

অন্তর্বর্তী সরকারের প্রথম দায়িত্ব ছিল আ.লীগকে নিষিদ্ধ করা: নাহিদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, অন্তর্বর্তী সরকারের প্রথম দায়িত্ব ছিল আওয়ামী লীগকে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই ইউরোপীয় প্রতিযোগিতার ফাইনালে ৩ ইংলিশ ক্লাব

পাকিস্তানের পক্ষে যে বার্তা দিলেন এরদোগান

ব্যবসায়ীর বাসায় গুলি করা সন্দেহে সেই যুবদল নেতা গ্রেপ্তার

যেসব কারণে বিয়ের প্রতি আগ্রহ কমছে পুরুষদের

পাক-ভারত যুদ্ধ যেন পারমাণবিক যুদ্ধে পরিণত না হয়: যুক্তরাষ্ট্র

বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি সামান্য বেড়ে সাড়ে ৭ শতাংশের উপরে

চামড়া শিল্প উদ্ধারে সরকারের দৃশ্যমান পদক্ষেপ দেখতে চায় দেশবাসী

হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হলো আইভীকে

পাকিস্তান থেকে সরিয়ে আমিরাতে নেওয়া হলো পিএসএল

ভারতকে সিনেমা থেকে বাস্তব জগতে ফিরে আসার আহ্বান পাকিস্তানের

আ.লীগ নিষিদ্ধে ভরসা করার বিনিময়ে পেয়েছি অশ্বডিম্ব: মাহফুজ

দুপুরের মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন: শফিকুল ইসলাম

আ.লীগ নিষিদ্ধের দাবিতে বাদ জুমা বড় জমায়েতের ডাক হাসনাতের

ভারত-পাকিস্তান সংঘাত আমাদের কোনও বিষয় নয়: জেডি ভ্যান্স

নতুন পোপ হলেন আমেরিকান রবার্ট প্রিভোস্ট

বাড়ছে তাপপ্রবাহ, ৪৫ জেলায় অসহনীয় গরম

‘গুজবের রজনি’ পাকিস্তান নিয়ে মিথ্যাচারে মশগুল ভারতীয় মিডিয়া

নিষিদ্ধ হচ্ছে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ : আসিফ মাহমুদ

অন্তর্বর্তী সরকারের প্রথম দায়িত্ব ছিল আ.লীগকে নিষিদ্ধ করা: নাহিদ

৯ মে ঘটে যাওয়া নানান ঘটনা