ই-পেপার শনিবার, ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

মিয়ানমারকে করিডোর দেয়ার সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করতে হবে

নিজস্ব প্রতিবেদক:
০২ মে ২০২৫, ১৯:০৫
আপডেট  : ০২ মে ২০২৫, ১৯:১৬
জাতীয়তাবাদী মোটর চালক দলের র‌্যালি ও সমাবেশ

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে র‌্যালি ও র‌্যালি পরবর্তী সমাবেশ করেছে জাতীয়তাবাদী মোটর চালক দল। শুক্রবার (২ মে) বর্ণাঢ্য সকাল সাড়ে ১০টায় র‌্যালিটি বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের শাহজাহানপুর বাসার সামনে থেকে শুরু হয়। পরে র‌্যালিটি বিএনপির কেন্দ্রীয় কার্যালয় হয়ে জাতীয় প্রেস ক্লাবে গিয়ে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন- লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান। জাতীয়তাবাদী মোটর চালক দলের প্রতিষ্ঠাতা সভাপতি সেলিম রেজা বাবু। এছাড়া বক্তব্য রাখেন- জাতীয়তাবাদী মোটর চালক দলের সিনিয়র নেতারা।

অন্তর্বর্তী সরকার মিয়ানমারকে যে করিডোর দেয়ার সিদ্ধান্ত নিয়েছে তা প্রত্যাহারের দাবি জানিয়েছেন লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান। তিনি বলেছেন, অনতি বিলম্বে তা প্রত্যাহার করতে হবে। না হয় এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ গড়ে তোলা হবে।

ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেন, ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবেন চালক ও যাত্রীদের মধ্যে সমন্বয় করে আইন করতে হবে। যাতে করে চালকদের ওপর কোনো জুলুম না হয়। এবং যাত্রীরাও ক্ষতিগ্রস্ত না হন।

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ২০২৩ সালের জুলাই মাসে বাংলাদেশের গণতন্ত্র ভোটাধিকার প্রতিষ্টার আন্দোলনে সকল রাজনৈতিক দল সম্মিলিত ভাবে আমরা ৩১ দফা সংস্কার তৈরি করেছি। আমরা যখন সংস্কার নিয়ে কাজ করেছি তখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সৃষ্টি হয়নি। তখন রাজপথ তো দূরের কথা এই ছাত্র নেতারা রাজনীতির ‘র’ নিয়েও আলোচনা করেনি। আমরা চাই একটি নির্বাচিত সরকারের মাধ্যমে বাংলাদেশের ৩১ দফা রাষ্ট্র মেরামতে কার্যকর করবো। আমরা চাই তারেক রহমান দেশে ফিরে আসবেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ বিগত ১৭ বছরের ভোটের অধিকার প্রয়োগের মাধ্যমে কার্যকর করবো আমরা।

তিনি বলেন, ড. ইউনূসকে প্রধান উপদেষ্টা নিয়োগে জাতীয়তাবাদী দল বিএনপি ও লেবার পার্টসহ সব রাজনৈতিক দল একমত পোষন করেছি। তার মানে এই নয় বাংলাদেশের বিরুদ্ধে সিদ্ধান্তগ্রহণ করবেন। মিয়ানমারের বিষয়ে যে সিদ্ধান্ত নিয়েছেন তা প্রত্যাহার করতে হবে। আমরা প্রত্যক্ষ করেছি, তিনি একক ভাবে এ সিদ্ধান্ত নেননি। তার উপদেষ্টা পরিষদে কিছু ফ্যাসিস্টের প্রেতাত্মা রয়েছে। তাদের কারণে এমন সিদ্ধান্ত হয়েছে।

তিনি বলেন, জাতীয় জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও রওশন এরশাদের অবিলম্বের গ্রেপ্তারের দাবি জানান। আমরা দেখেছি জিএম কাদের ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে সমালোচনা করেছেন। জিএম কাদের ও রওশনা এরশাদ তারা নিজেই স্বৈরাচার।

সমাবেশে জাতীয়তাবাদী মোটর চালক দলের প্রতিষ্ঠাতা সভাপতি সেলিম রেজা বাবু বলেন, বিগত স্বৈরশাসক শেখ হাসিনা ২০১৮ সালে একটি সড়ক আইন করেছিলো। সেই আইনে এক গাড়ি চালককে মৃত্যুদণ্ডসহ অর্থদণ্ড করা হয়েছিলো। আমি অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানাই এ আইন অবিলম্বে বাতিল করা হোক। যদি আইনটি বাতিল না করা হয় আমরা কিছুদিনের মধ্যে এই আইন বাতিলের দাবিতে কর্মসূচি ঘোষণা করবো এবং প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হবে।

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে জাতীয়তাবাদী মোটর চালক দলের বর্ণাঢ্য র‌্যালিটি সকাল ১০টায় রাজধানীর শাহজাহানপুর থেকে বের হয়ে বিএনপির পল্টন অফিস হয়ে জাতীয় প্রেসক্লাবে গিয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

র‌্যালি ও সমাবেশে জাতীয়তাবাদী মোটর চালক দল সেন্ট্রাল কমিটি, ঢাকা মহানগর উত্তর ও মহানগর দক্ষিণ, ঢাকা জেলা, নারায়ণগঞ্জ ও গাজীপুরে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী মোটর চালক দলের প্রতিষ্ঠাতা সভাপতি সেলিম রেজা বাবু। সঞ্চালনা করেন দলের সাধারণ সম্পাদক মো. শিপন বকাউল।

অনুষ্ঠানে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না প্রধান অতিথি উপস্থিত থাকার কথা থাকলে অসুবিধার কারণে তিনি অংশ নিতে পারেননি।

আমার বার্তা/এমই

সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতের মহাসমাবেশে নেতাকর্মীদের ঢল

নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিলসহ চার দফা দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ডাকা মহাসমাবেশ শুরু হয়েছে। শনিবার

আ.লীগকে নিষিদ্ধ করতে না পারা আমাদের সামষ্টিক ব্যর্থতা

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে আমাদের রাস্তায় নামতে হচ্ছে,

আহতরা এখনো কাতরাচ্ছে অথচ আ লীগ নির্বাচনে যাওয়ার স্বপ্ন: জারা

গত জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ হয়ে আহত ও পঙ্গুত্ববরণ করা রোগীরা এখনো হাসপাতালের বেডে কাতরাচ্ছে আর

নৌকা মার্কাকে দেশ থেকে নিশ্চিহ্ন করে দিতে হবে: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম বলেছেন, নৌকা মার্কাকে বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পতাকা বৈঠকে বাংলাদেশি ২ যুবককে ফেরত দিলো বিএসএফ

ভারত-পাকিস্তান যুদ্ধের হুমকি : আঞ্চলিক নিরাপত্তার পথে সবচেয়ে বড় বাধা

সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতের মহাসমাবেশে নেতাকর্মীদের ঢল

সিন্ধু নদে বাঁধ দিলে ভারতে হামলার হুঁশিয়ারি পাকিস্তানের

গাজায় ইসরায়েলের বিমান হামলায় আরও ৪৩ ফিলিস্তিনি নিহত

সরকারি সফরে কাতার গেলেন সেনাবাহিনী প্রধান

৩ মে ঘটে যাওয়া নানান ঘটনা

বাজিতপুরে বিএনপির দুই নেতাকে বহিষ্কার

ব্রাহ্মণপাড়া ডায়াবেটিক সমিতির সেমিনার ও আপনজন সম্মাননা অনুষ্ঠিত

ব্রাহ্মণপাড়ায় কৃষকদের মাঝে জামায়াতের পানি ও স্যালাইন বিতরণ

গণমাধ্যম স্বাধীনতা সূচকে বাংলাদেশের চেয়ে পিছিয়ে ভারত-পাকিস্তান

আ.লীগকে নিষিদ্ধ করতে না পারা আমাদের সামষ্টিক ব্যর্থতা

আহতরা এখনো কাতরাচ্ছে অথচ আ লীগ নির্বাচনে যাওয়ার স্বপ্ন: জারা

নৌকা মার্কাকে দেশ থেকে নিশ্চিহ্ন করে দিতে হবে: নাহিদ ইসলাম

মিয়ানমারকে করিডোর দেয়ার সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করতে হবে

দুই কৃষককে নিয়ে গেল বিএসএফ, দুই ভারতীয়কে আটকে রেখেছে গ্রামবাসী

হাত পায়ের নখ কাটার সুন্নত পদ্ধতি

ফিজিতে ‘দুর্দশায়’ ২৬ বাংলাদেশির প্রয়োজনীয় ব্যবস্থার গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের দল ঘোষণা

রাজা তৃতীয় চার্লসের কাছে বাংলাদেশের হাইকমিশনারের পরিচয়পত্র পেশ