ই-পেপার সোমবার, ১৪ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

মানুষের ভাগ্য নির্ধারণের দায়িত্ব কমিশনগুলোকে কেউ দেয়নি: খসরু

আমার বার্তা অনলাইন:
১৩ জুলাই ২০২৫, ১৯:৩৮
আপডেট  : ১৩ জুলাই ২০২৫, ১৯:৪০

ঢাকা শহরে ১০ জন বিজ্ঞ ব্যক্তির চেয়ারে বসে মানুষের ভাগ্য নির্ধারণের দায়িত্ব তাদেরকে (সংস্কার কমিশন) কেউ দেয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

রোববার (১৩ জুলাই) বিকেলে চট্টগ্রাম নগরের এলজিইডি ভবন মিলনায়তনে আয়োজিত প্রয়াত বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, কোনো কমিশন বাংলাদেশের মানুষের মনের ভাষা বুঝবে না। বাংলাদেশের মানুষের মনের ভাষা বুঝবে রাজনীতিবিদগণ এবং এই পরিবর্তন আসতে হবে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে। ঢাকা শহরে ১০ জন বিজ্ঞ ব্যক্তির চেয়ারে বসে বাংলাদেশের মানুষের ভাগ্য নির্ধারণ করতে পারবে না। তাদেরকে সেই দায়িত্ব কেউ দেয় নাই।

তিনি বলেন, শেখ হাসিনাকে বিতাড়িত করার জন্য আমাদের যে মূল কারণ ছিল সেটা হচ্ছে, আমরা যেন স্বাধীনভাবে কথা বলতে পারি। সুতরাং সে আমার বিরুদ্ধে বলুক, দলের বিরুদ্ধে বলুক, তারেক রহমানের বিরুদ্ধে বলুক, আমার মত হচ্ছে, তার সেই স্বাধীনতা আছে বলার।

‘শত সংস্কার করেন, হাজার সংস্কার করেন, বাংলাদেশের রাজনীতিতে যদি রাজনৈতিক চরিত্র ও সংস্কৃতি না বদলায়, কোনো সংস্থার এখানে কাজ হবে না। সুতরাং বিএনপি সেই কাজটা করছে, তারেক রহমান সেই কাজটা করছে। আমাদের সকলকে সে কাজটাই করতে হবে—ঠান্ডা মাথায়। রাজনীতিতে মাথা গরম হলে আপনি হেরে গেছেন। মাথা গরম করা যাবে না।’

তিনি আরও বলেন, তারা যে কাজগুলো করছে, দেশের মানুষ জবাব দেবে। আমাদের কাজ হচ্ছে, যার জন্য দেশের মানুষ লড়েছে, গুম হয়েছে, খুন হয়েছে, জেল খেটেছে, লক্ষ লক্ষ মানুষ মিথ্যা মামলার শিকার হয়েছে কেন? একটি স্বাধীন, সার্বভৌম, গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চাই। যে বাংলাদেশে আমার ভোটাধিকার থাকবে, আমি প্রতিনিধি নির্বাচন করব। আমার প্রতিনিধি সবসময় আমার কাছে জবাবদিহি করতে দায়বদ্ধ থাকবে। সেই বাংলাদেশ গড়ার জন্যই আমরা ত্যাগ স্বীকার করেছি।

তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার লন্ডনের বৈঠকের কথা উল্লেখ করে খসরু বলেন, লন্ডনে তারেক রহমান সাহেবের সাথে ড. ইউনূস সাহেবের যে বৈঠকটা হয়েছে, সেদিন থেকেই নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে নির্বাচনের মাধ্যমে, বাংলাদেশ একটি নির্বাচিত সংসদ গঠন করে, বাংলাদেশের মানুষের যে আশা-আকাঙ্ক্ষা, তা পূরণ করতে হলে সেটা একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে কিছু করার সুযোগ নেই।

সংস্কার কমিশনগুলো মানুষের মনের ভাষা বুঝবে না উল্লেখ করে তিনি বলেন, যে আমরা বলছি—এই কমিশন, সেই কমিশন। আমি সম্মান রেখে বলছি, কোনো কমিশন বাংলাদেশের মানুষের মনের ভাষা বুঝবে না। বাংলাদেশের মানুষের মনের ভাষা বুঝবে রাজনীতিবিদগণ, বাংলাদেশের মানুষের প্রত্যাশা ধারণ করবে রাজনীতিবিদগণ এবং এই পরিবর্তন আসতে হবে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে। ঢাকা শহরে ১০ জন বিজ্ঞ ব্যক্তির চেয়ারে বসে বাংলাদেশের মানুষের ভাগ্য নির্ধারণ করতে পারবে না। তাদেরকে সেই দায়িত্ব কেউ দেয় নাই। এই পরিবর্তন আসতে হবে নির্বাচনের মাধ্যমে, নির্বাচিত সংসদের মাধ্যমে, নির্বাচিত সরকারের মাধ্যমে যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। এই পরিবর্তন হবে টেকসই। এই পরিবর্তনই বাংলাদেশের মানুষের নতুন বাংলাদেশ গড়ার আকাঙ্ক্ষা পূরণ করতে পারবে।

‘সুতরাং যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চাচ্ছে, গণতন্ত্রকে বাধাগ্রস্ত করতে চাচ্ছে, অস্থিরতার মাধ্যমে বাংলাদেশকে একটি অস্থিতিশীল রাষ্ট্রে পরিণত করতে চাচ্ছে—তারা তো আসলে রাজনৈতিক দল হিসেবে নিজেদেরকে বিবেচনা করে কীভাবে? আপনি রাজনৈতিক দল হবেন, নির্বাচনে যাবেন না, নির্বাচন করতে দেবেন না, নিজেও করবেন না! তো আপনি এক কাজ করুন না—ওই ‘পেশার গ্রুপ’ হিসেবে কাজ করেন। রাজনীতি করার দরকার কী? পেশার গ্রুপের তো একটা দায়িত্ব আছে। আর যারা রাজনীতি করতে চায় তারা রাজনীতি করুক।’

জামায়াত ও এনসিপিকে ইঙ্গিত করে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, এখন তারা বলছে, ইলেকশনেরও দরকার নাই! শেখ হাসিনা তো আমি-ডামি বলে মানুষকে বোঝানোর চেষ্টা করছে। আর তারা বলছে, ইলেকশনের দরকার নেই। ইলেকশনের দিকে যাওয়ার দরকার নেই। ইলেকশনের প্রক্রিয়াও হতে পারবে না। তারা কি আসলে কোনো রাজনৈতিক দল হিসেবে গণ্য হতে পারে? তারা কি গণতন্ত্রের বিপক্ষে শক্তি নয়? তারা কি জনগণের মালিকানা ফিরে পাওয়ার বিপক্ষে শক্তি নয়? শান্তিপূর্ণভাবে, সহনশীলতার মাধ্যমে, পরস্পরের প্রতি সম্মানবোধ রেখে বিএনপির রাজনীতিকে উচ্চপর্যায়ে নিয়ে যেতে হবে। এটাই হচ্ছে আগামী দিনের বিএনপির রাজনীতি।

মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহর সভাপতিত্বে এবং সদস্য সচিব নাজিমুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম এবং সহ-সাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

আমার বার্তা/এমই

বিএনপিকে এত সহজে তুড়ি মেরে উড়িয়ে দেয়া যাবে না: ফখরুল

বিএনপিকে এত সহজে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা

কোনো ব্যক্তি বা দলের চরিত্রহনন অনাকাঙ্ক্ষিত ও নিন্দনীয়

কোনো ব্যক্তি বা দলের চরিত্রহনন একেবারেই অনাকাঙ্ক্ষিত ও নিন্দনীয় বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির

জরুরি অবস্থা জারিতে বিরোধী দলীয় নেতারও মতামত নিতে হবে: ডা. তাহের

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেছেন, জরুরি অবস্থা জারিতে মন্ত্রিপরিষদের

কিছু রাজনৈতিক দল শুধু ক্ষমতা চায়: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, কেউ কেউ শুধু ক্ষমতা চাইছে। কোনো কোনো
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বড় ব্যবধানে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে ঘুরে দাঁড়াল বাংলাদেশ

৩২৯ টেকনিক্যাল স্কুল নির্মাণে বছরে সনদ পাবে ৩ লাখ ৫৫ হাজার শিক্ষার্থী

মানুষের ভাগ্য নির্ধারণের দায়িত্ব কমিশনগুলোকে কেউ দেয়নি: খসরু

কর্মস্থল থেকে উধাও পুলিশের ৪ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে তিন পরিবর্তন

বিএনপিকে এত সহজে তুড়ি মেরে উড়িয়ে দেয়া যাবে না: ফখরুল

ওয়েস্ট এন্ড হাই স্কুলের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নেওয়াজ আলীকে সংবর্ধনা

উলফার ঘাঁটিতে ড্রোন হামলা: মিয়ানমারে ১৯ সদস্য নিহতের দাবি

অস্ত্র মামলায় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের বিরুদ্ধে চার্জশিট

দাবি আদায় না হওয়া পর্যন্ত সড়ক ছাড়বেন না সিএনজি চালকরা

কোনো ব্যক্তি বা দলের চরিত্রহনন অনাকাঙ্ক্ষিত ও নিন্দনীয়

ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ ঘোষণা করবে বাংলাদেশসহ ২০টির বেশি দেশ

৭ম দিনের এইচএসসি পরীক্ষায় ১৭ হাজার অনুপস্থিত, বহিষ্কার ১৮ জন

ডেঙ্গুজ্বরে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪২০ জন

ফের হাসপাতালে ভর্তি মালয়েশিয়ার শতবর্ষী মাহাথির মোহাম্মদ

জুলাই শহীদ দিবস উপলক্ষে বেরোবিতে সার্বিক নিরাপত্তা জোরদার

ইউরোপে যাওয়ার স্বপ্ন ভাঙল ২শ’ তরুণের

সুন্দরবনের বনকর্মীদের ওপর হামলা, আহত ২

চুক্তিভিত্তিক বাণিজ্যে স্বচ্ছতা আনতে ইউআরসি বাধ্যতামূলক

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ২৫ পদে চাকরি