
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হিসেবে দাখিল করা হলফনামায় নিজের আয়, পেশা ও সম্পদের বিস্তারিত তথ্য প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
হলফনামা অনুযায়ী, নাহিদ ইসলাম বর্তমানে পরামর্শক হিসেবে কাজ করছেন। পাশাপাশি তিনি শিক্ষকতা ও পরামর্শ প্রদানের মাধ্যমে বছরে মোট ১৬ লাখ টাকা আয় করেন। এর আগে তিনি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার দায়িত্ব পালন করেছেন। তার শিক্ষাগত যোগ্যতা স্নাতক।
নাহিদ ইসলামের বাবার নাম মো. বদরুল ইসলাম জমির, মাতা মমতাজ নাহার এবং স্ত্রীর নাম ফাতেমাতুজ জোহরা। তিনি ঢাকা-১১ সংসদীয় আসন থেকে ভোটার ও প্রার্থী।
তার বর্তমান ঠিকানা এইচ-৮৪/সি, দক্ষিণ বনশ্রী, গোড়ান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। স্থায়ী ঠিকানা নিগুড় এপ্লাইড, ফকিরখালী, বড় বেরাইদ, বাড্ডা, ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায়।
হলফনামায় উল্লেখ করা হয়েছে, নাহিদ ইসলামের নামে কোনো বাড়ি, ফ্ল্যাট, গাড়ি, কৃষিজমি বা অকৃষি জমি নেই। তার কোনো আগ্নেয়াস্ত্র নেই এবং কোনো মামলা-মোকদ্দমার তথ্যও নেই। তবে তার নামে ব্যাংকে সাড়ে তিন লাখ টাকা ঋণ রয়েছে।
নাহিদ ইসলামের নিজের কাছে নগদ ১৯ লাখ ৫০ হাজার টাকা আছে। তার স্ত্রীর কাছে নগদ ২ লাখ টাকা। ব্যাংকে জমা আছে ৩ লাখ ৮৫ হাজার টাকা। অলংকার ও অন্যান্য সম্পদের মধ্যে অলংকার আছে ৭ লাখ ৭৫ হাজার টাকা, এর মধ্যে স্ত্রীর গহনা আছে প্রায় ১০ লাখ টাকা, ইলেকট্রনিক সামগ্রী ১ লাখ টাকা এবং ১ লাখ ৭০ হাজার টাকার আসবাবপত্র। সব মিলিয়ে নাহিদ ইসলামের মোট ঘোষিত সম্পদের পরিমাণ ৩২ লাখ ১৬ হাজার ১২২ টাকা।
গত অর্থবছরে তার মোট আয় হয়েছে ১৩ লাখ ৫ হাজার ১৫৮ টাকা। এ আয় থেকে তিনি ১ লাখ ১৩ হাজার ২৭৪ টাকা আয়কর পরিশোধ করেছেন।

