ই-পেপার বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩৩

১৭ বছর পর নির্বাচনের পরিবেশ ফিরে এসেছে : আমির হামজা

আমার বার্তা অনলাইন:
২২ জানুয়ারি ২০২৬, ১৬:৩৫

প্রতীক বরাদ্দের পর কুষ্টিয়াতেও শুরু হয়েছে নির্বাচনি প্রচার-প্রচারণা। প্রচারণার প্রথম দিনেই প্রার্থীরা ছুটছেন নিজ নিজ নির্বাচনী এলাকার এ প্রান্ত থেকে ও প্রান্ত। ভোটারদের মন জয় করতে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় কুষ্টিয়া পৌর গোরস্থানে জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদদের কবর জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু করেছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও ইসলামী বক্তা মুফতি আমির হামজা। পরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সদর আসনের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। এ সময় নির্বাচনি এলাকায় সমস্যা সমাধান ও ন্যায়-ইনসাফভিত্তিক রাজনীতির প্রতিশ্রুতি দেন।

মুফতি আমির হামজা বলেন, আমরা জুলাই শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেছি। আজকে আমাদের ১৭ বছর পর নির্বাচনের পরিবেশ ফিরে এসেছে। এতদিন আমরা নির্বাচনের পরিবেশে ছিলাম না। শুধু নামে নির্বাচন হয়েছিল। সুতরাং এই ১২ ফেব্রুয়ারির নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে আশা করছি। কারণ আমরা যে শহীদদের আত্মত্যাগের মাধ্যমে এই পরিবেশ ফিরে পেলাম, আল্লাহ তায়ালা তাদের শাহাদতের সর্বোচ্চ মাকাম দান করুন।

তিনি বলেন, কুরআন থেকে আমরা জেনেছি যারা শাহাদাত বরণ করেন তারা মরেন না। তারা জীবিত। তারা এই পৃথিবী ছেড়ে আরেক জগতে পাড়ি জমিয়েছেন। আল্লাহ তায়ালা বলেন, ‘তারা জীবিত তোমরা টের পাওনা।’ আমরা অনুভব করি না তারা জীবিত আছে। জুলাই গণঅভ্যুত্থানে প্রায় দেড় হাজারের মতো মানুষ জীবন দিয়েছে। এই মানুষগুলো শাহাদাতের সর্বোচ্চ মাকাম পেয়ে তারা যেন জান্নাতের পাখি হয়ে ফেরেশতাদের সাথে পুরো জান্নাত পরিভ্রমণ করতে পারে আল্লাহ সেই তৌফিক তাদের দান করুক।

আমির হামজা বলেন, আমরা আগামীর বাংলাদেশকে জুলুম, অত্যাচার, নির্যাতন, দখলবাজ, চাঁদাবাজ এবং বৈষম্যহীন করার জন্যে এই লড়াইয়ে অংশগ্রহণ করেছি। সবাইকে আহ্বান জানাচ্ছি আসুন আমরা দেশকে নির্যাতন ও অত্যাচারমুক্ত করার জন্য, দেশি-বিদেশি যড়যন্ত্র মুক্ত রাখার জন্য সবাই মিলে চেষ্টা করি।

তিনি তরুণ ভোটারদের উদ্দেশে বলেন, আপনারা তরুণ ভোটার আছেন প্রায় কোটির মতো। সৎ যোগ্য নিরপেক্ষ মানুষ যারা দেশ ও ইসলামের জন্য জানপ্রাণ দিয়ে কাজ করবে এই মানুষগুলোর পক্ষে আপনারা থাকবেন। এই দেশের মানুষ এবার একজোট হয়েছে ন্যায় ও ইনসাফ কায়েম করবে ইনশাআল্লাহ।

অন্যদিকে একই আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার সদর উপজেলার কমলাপুর তার বাবার কবর জিয়ারতের মাধ্যমে সবার দোয়া চেয়ে নির্বাচনি গণসংযোগ শুরু করেন। গ্রামের বিভিন্ন মানুষের সঙ্গে কুশল বিনিময় করে ধানের শীষ প্রতীকে ভোট চান। এ সময় কুষ্টিয়া উন্নয়নে বিভিন্ন প্রতিশ্রুতি দেন বিএনপির এই প্রার্থী।

অপরদিকে বেলা ১১টায় বাবা-মায়ের কবর জিয়ারতের মধ্য দিয়ে কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী তার নিজ এলাকায় নির্বাচনী প্রচারণা শুরু করেন। তিনি দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে মিরপুর উপজেলার নওপাড়া বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে গণসংযোগ করেন এবং ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়ার চারটি আসনে বিএনপি-জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

কুষ্টিয়ার চারটি আসনে নারী-পুরুষ ও তৃতীয় লিঙ্গসহ মোট ভোটার রয়েছেন ১৭ লাখ ৪৭ হাজার ৭১২ জন।

আমার বার্তা/এল/এমই

সরকারের একটি মহল কিছু প্রার্থীকে জয়ী করার চেষ্টা করছে: মির্জা আব্বাস

সরকারের একটি মহল কিছু কিছু প্রার্থীকে জয়ী করার চেষ্টা করছে বলে অভিযোগ তুলেছেন বিএনপির স্থায়ী

আমরা ক্ষমতায় গেলে চা শ্রমিক-দিনমজুরদের ফ্যামিলি কার্ড দেবো

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমরা ক্ষমতায় গেলে চা শ্রমিক ও দিনমজুরদের ফ্যামিলি কার্ড দেবো।

তাদের প্রটোকল বিএনপির চাইতে ৩ গুণ করে দেন: তারেক রহমান

কোনো রাজনৈতিক দলের নাম উল্লেখ না করে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমি অন্তর্বর্তী সরকারকে,

তিন নেতা ও হাদির কবর জিয়ারতের মাধ্যমে এনসিপির নির্বাচনী প্রচারণা শুরু

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সংলগ্ন তিন নেতা ও শহীদ ওসমান হাদির কবর জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইসিসি ও ভারত আমাদের কনভিন্স করার কোনো চেষ্টাই করেনি

বাংলাদেশ থেকে ওষুধ আমদানি করবে আফগানিস্তান

সরকারের একটি মহল কিছু প্রার্থীকে জয়ী করার চেষ্টা করছে: মির্জা আব্বাস

উগ্রবাদীদের চাপে বাংলাদেশকে নিরাপত্তা দিতে ব্যর্থ ভারত: আসিফ নজরুল

নির্বাচন ও গণভোট উপলক্ষে কুমিল্লা এরিয়া পরিদর্শনে সেনাপ্রধান

আমরা ক্ষমতায় গেলে চা শ্রমিক-দিনমজুরদের ফ্যামিলি কার্ড দেবো

বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে চায়, তবে ভারতে নয়: বুলবুল

আইসিসি থেকে বাংলাদেশ সুবিচার পাইনি: যুব ও ক্রীড়া উপদেষ্টা

বালিয়াডাঙ্গীতে সাংবাদিকদের সঙ্গে ডা. কাসফিয়া সালাম নির্ঝরের মতবিনিময় সভা

বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত

তাদের প্রটোকল বিএনপির চাইতে ৩ গুণ করে দেন: তারেক রহমান

তিন নেতা ও হাদির কবর জিয়ারতের মাধ্যমে এনসিপির নির্বাচনী প্রচারণা শুরু

বাংলাদেশকে ৩০ হাজার টন পটাশ সার উপহার রাশিয়ার

ভারতে বসে হাসিনার বিবৃতি বাংলাদেশ প্রত্যাশা করে না: পররাষ্ট্র উপদেষ্টা

১৭ বছর পর নির্বাচনের পরিবেশ ফিরে এসেছে : আমির হামজা

শেয়ার বাজারে পতনে ডিএসই, সিএসইতে বেড়েছে সূচক-লেনদেন

চুয়াডাঙ্গায় ধানের শীষের প্রচারণা চালানোর সময় জরিমানা

কারচুপির স্পর্ধা দেখাবেন না: রুমিন ফারহানা

শীতকালে সুস্থ থাকতে এই ৪ ফল খেতে পারেন

ভারতে সেনাবাহিনীর গাড়ি খাদে পড়ে প্রাণ গেল ১০ সেনাসদস্যের