আসিয়ানভুক্ত দেশগুলোকে জলবায়ু পরিবর্তনের মোকাবিলায় এবং পরিচ্ছন্ন জ্বালানির রূপান্তরে একযোগে কাজ করতে হবে বলে আহ্বান জানিয়েছেন ক্যারি আসিয়ান রিসার্চ অ্যান্ড অ্যাডভোকেসির সভাপতি তান শ্রী ড. মুনির মাজিদ। তার মতে, টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে যৌথ দায়িত্ববোধ এবং শক্তিশালী আঞ্চলিক সহযোগিতা অপরিহার্য।
মঙ্গলবার, বারনামা টিভির ‘মালয়েশিয়া অ্যাট দ্য হার্ট অফ আসিয়ান সাসটেইনেবল ফার্নিচার’ শীর্ষক অনুষ্ঠানে বক্তব্য দেন। তিনি বলেন, ৪৭তম আসিয়ান শীর্ষ সম্মেলন এককভাবে আমাদের টেকসই উন্নয়নের সব সমস্যা সমাধান করবে না। মানুষকে মানুষ, ব্যবসা থেকে ব্যবসা, দেশ থেকে দেশ, সমাজ থেকে সমাজ— এই সংযোগের মাধ্যমেই সমাধানের পথ খুঁজে বের করতে হবে।
ড. মুনির জানান, মালয়েশিয়া এরই মধ্যে আঞ্চলিক পর্যায়ে টেকসই উন্নয়নকে এগিয়ে নিতে দৃশ্যমান নীতি ও জ্বালানি প্রকল্প বাস্তবায়ন করছে। জাতিসংঘের ১৭টি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজিএস) ১১তম মালয়েশিয়া পরিকল্পনা থেকেই জাতীয় উন্নয়ন কাঠামোর অন্তর্ভুক্ত করা হয়েছে।
তিনি স্বীকার করেন, সব লক্ষ্য অর্জন সহজ নয়, তবে মালয়েশিয়ার ধারাবাহিক অগ্রগতি ও আন্তর্জাতিক সংস্থার কাছে নিয়মিত প্রতিবেদন দেওয়ার মাধ্যমে দেশটির প্রতিশ্রুতি স্পষ্ট হয়েছে।
সম্প্রতি আসিয়ান জ্বালানি মন্ত্রীরা আসিয়ান প্লান অফ অ্যাকশন ফর এনার্জি কো-অপারেশন ২০২৬–২০৩০ অনুমোদন করেছেন বলে জানান মুনির। তার মতে, এটি সদস্য রাষ্ট্রগুলোর সক্ষমতার পার্থক্য থাকা সত্ত্বেও পরিচ্ছন্ন জ্বালানি উন্নয়নের প্রতি আসিয়ানের যৌথ অঙ্গীকারের প্রতিফলন।
তিনি বলেন, টেকসই জ্বালানি রূপান্তরই আসিয়ানের দীর্ঘমেয়াদি উন্নয়নের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান।
২০২২ সালে মালয়েশিয়া তার এনার্জি ট্রানজেকশন ফ্রেমওয়ার্ক চালুর মাধ্যমে বৃহৎ পরিসরে নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প হাতে নিয়েছে।
আমার বার্তা/এল/এমই