ই-পেপার শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ২ কার্তিক ১৪৩২

দুর্বলের অধিকার আদায়ে রাসুল (স.)-এর ৮ অভূতপূর্ব পদক্ষেপ

আমার বার্তা অনলাইন
১৮ অক্টোবর ২০২৫, ১৪:২৩

মক্কার পথে-প্রান্তরে যখন শক্তিশালীদের অত্যাচারে নিপীড়িত হচ্ছিল দুর্বলরা; নারী, দাস, এতিম ও গরিবেরা বঞ্চিত হচ্ছিল তাদের মৌলিক অধিকার থেকে, তখনই উদ্ভাসিত হলেন মানবতার আলোকবর্তিকা, মুহাম্মাদ (স.)। নবুয়তের আগেই তিনি পরিচিত ছিলেন ‘আল-আমিন’ বিশ্বাসযোগ্য, ন্যায়পরায়ণ ও দুর্বলের আশ্রয়দাতা হিসেবে। নবুয়তের পর তিনি হয়ে ওঠেন সমগ্র মানবতার জন্য রহমত। তাঁর জীবনই দুর্বলের অধিকার প্রতিষ্ঠার এক বাস্তব সংবিধান।

১. হিলফুল ফুজুল: ন্যায়ের জন্য ঐক্য

নবুয়তের আগে মক্কার সমাজে এক বিদেশি ব্যবসায়ীকে স্থানীয় প্রভাবশালী ব্যক্তি ঠকিয়েছিল। তরুণ মুহাম্মাদ (স.) এ অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে গঠন করেন ‘হিলফুল ফুজুল’ ন্যায়পরায়ণদের জোট। তারা শপথ নেয়: ‘আমরা মক্কায় কোনো নির্যাতিত ব্যক্তিকে সহায়তা চাইলে তার পাশে দাঁড়াবো—সে মক্কার হোক বা বিদেশি।’

পরবর্তীতে রাসুল (স.) স্মৃতিচারণ করে বলেছিলেন, ‘আমি এমন এক চুক্তিতে অংশ নিয়েছিলাম, যা আমার কাছে লাল উটের চেয়েও প্রিয়। যদি ইসলাম আগমনের পরও আমাকে এ কাজের জন্য আহ্বান করা হতো তবে আমি সাড়া দিতাম। (খাতামুন নাবিয়্যিন, পৃষ্ঠা ১৩৫)

২. বিদেশির প্রাপ্য আদায়ে সরাসরি হস্তক্ষেপ

আবু জাহেল এক বিদেশির উট কিনে দাম দিতে অস্বীকার করলে, নির্যাতিত ব্যক্তি রাসুলুল্লাহ (স.)-এর কাছে সাহায্য চান। নবী করিম (স.) নিজেই আবু জাহেলের দরজায় গিয়ে তাঁর কাছে উটের দাম আদায় করে দেন। (দালাইলুন নুবুওয়াহ, পৃষ্ঠা ১৬৬)

৩. দুর্বলদের অধিকার আদায় না করলে মুক্তি নেই

রাসুলুল্লাহ (স.) বলেন, আল্লাহ সেই উম্মতকে কিভাবে গুনাহ থেকে মুক্ত করবেন, যাদের সবলদের থেকে দুর্বলদের প্রাপ্য আদায় করে দেওয়া হয় না। (সুনানে ইবনে মাজাহ: ৪০১০) এই হাদিস শুধু মানবাধিকার নয়, বরং নৈতিক ও সামাজিক জবাবদিহিতার ভিত্তি স্থাপন করে।

৪. গৃহকর্মীর প্রহার রোধে ঐতিহাসিক হস্তক্ষেপ

আবু মাসউদ আনসারি (রা.) একবার তার গৃহকর্মীকে প্রহার করছিলেন। তখন নবী করিম (স.) পেছন থেকে বললেন, ‘হে আবু মাসউদ! জেনে রাখো- আল্লাহ তোমার চেয়ে তার ওপর বেশি ক্ষমতাবান।’ আবু মাসউদ (রা.) সঙ্গে সঙ্গে দাসটিকে মুক্ত করে দেন। তখন রাসুল (স.) বললেন, ‘যদি তুমি তাকে মুক্ত না করতে, জাহান্নামের আগুন তোমাকে স্পর্শ করত।’ (সুনানে আবি দাউদ: ৫১৫৯)

৫. এতিমের অধিকার রক্ষায় অগ্রণী ভূমিকা

নবুয়তের আগে থেকেই রাসুল (স.) এতিমদের অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করতেন। নিজেও ছিলেন এতিমের, তাই তাদের কষ্ট ছিল তাঁর হৃদয়ের গভীরে। রাসুলুল্লাহ (স.) ইরশাদ করেছেন, ‘আমি ও এতিম প্রতিপালনকারী জান্নাতে এভাবে থাকব, তিনি তর্জনী ও মধ্যমা অঙ্গুলি দিয়ে ইঙ্গিত করেন। এবং এ দুটির মধ্যে তিনি সামান্য ফাঁক করেন।’ (বুখারি: ৫৩০৪) পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন- ‘এতিমের প্রতি কঠোর হবেন না।’ (সুরা দুহা: ৯)

এভাবে রাসুল (স.) সমাজে ইয়াতিমদের মর্যাদা পুনঃপ্রতিষ্ঠা করেন।

৬. নারী অধিকার প্রতিষ্ঠায় বিপ্লবী পরিবর্তন

জাহিলি যুগে নারীদের ছিল না কোনো মর্যাদা; কন্যাসন্তানদের জীবন্ত পুঁতে ফেলা হতো। রাসুলুল্লাহ (স.) এই অমানবিক প্রথা নির্মূল করেন এবং ঘোষণা দেন- ‘যে ব্যক্তি দুটি মেয়ে সন্তানকে সাবালক হওয়া পর্যন্ত প্রতিপালন করে, কেয়ামতের দিনে সে ও আমি এমন পাশাপাশি অবস্থায় থাকব, এই বলে তিনি তার হাতের আঙ্গুলগুলো মিলিয়ে দিলেন। (সহিহ মুসলিম: ২৬৩১)

তিনি নারীদের উত্তরাধিকার, বিবাহে মতামত ও শিক্ষার অধিকার প্রতিষ্ঠা করেন। তাঁর যুগেই নারীরা শিক্ষিকা, ব্যবসায়ী ও সমাজকর্মী হিসেবে আত্মপ্রকাশ করে।

৭. দাসমুক্তি ও মানবমর্যাদার বিপ্লব

রাসুল (স.) দাসমুক্তিকে ইসলামের অন্যতম শ্রেষ্ঠ সওয়াবের কাজ হিসেবে ঘোষণা করেন। তিনি বলেন, ‘যার অধীনে দাস-দাসি থাকবে, সে যেন তাকে নিজে যা খায় তাকেও তা-ই খাওয়ায় এবং নিজে যা পরিধান করে, তাকেও তা-ই পরায়। তাদের ওপর এমন কাজ চাপিয়ে দিও না, যা তাদের জন্য অধিক কষ্টদায়ক। যদি এমন কষ্টকর কাজ করতে দাও, তাহলে তোমরাও তাদের সে কাজে সহযোগিতা করবে।’ (সহিহ বুখারি: ৩০)

৮. বয়স্কদের সম্মান দানে অনন্য উদাহরণ

একবার এক বয়স্ক সাহাবি মসজিদে প্রবেশ করলে রাসুল (স.) নিজে উঠে দাঁড়ান ও তাঁকে সম্মানের সঙ্গে পাশে বসান। তিনি বলেন, ‘যে লোক আমাদের শিশুদের আদর করে না এবং আমাদের বড়দের সম্মানের প্রতি খেয়াল রাখে না সে আমাদের অন্তর্ভুক্ত নয়।’ (তিরমিজি: ১৯২০)

এই শিক্ষা সমাজে পারস্পরিক শ্রদ্ধা ও মানবিক সহাবস্থানের ভিত্তি গড়ে দেয়।

রাসুলুল্লাহ (স.)-এর জীবন মানবাধিকার ও সামাজিক ন্যায়ের এক জীবন্ত দলিল। তিনি নারী, দাস, এতিম, গৃহকর্মী ও বয়স্ক সব শ্রেণির দুর্বল মানুষের অধিকার প্রতিষ্ঠা করেছেন কর্মের মাধ্যমে। আজকের বৈষম্যময় বিশ্বে তাঁর জীবনবোধই হতে পারে প্রকৃত মানবাধিকার রক্ষার সর্বোত্তম দিকনির্দেশনা।

আমার বার্তা/জেএইচ

জুয়ার বিজ্ঞাপন প্রচার করলেই ব্লক করে দেওয়া হবে ওয়েবসাইট

সৌদি আরবের নাগরিক ও প্রবাসীরা এখন চাইলে যত খুশি বোতল জমজম পানি অনলাইনে অর্ডার করতে

দিনের বেলায় নামাজের নিষিদ্ধ তিন সময়

দিনের তিন সময়ে নামাজ আদায় করা নিষিদ্ধ। এ সময়গুলোতে নামাজ আদায় করা থেকে বিরত থাকতে

এ মাসেই মসজিদ ব্যবস্থাপনা নীতিমালার গেজেট: ধর্ম উপদেষ্টা

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, মসজিদ মুসলিম সমাজের হৃদপিণ্ড। এটিকে সুষ্ঠু

ইসলামে মা-বাবার জন্য দোয়া

কোরআনে আল্লাহ তাআলা মা-বাবার জন্য দোয়া করার নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, তাদের জন্য দয়াপরবশ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুদ্ধবিরতির পরও গাজায় ২৮ জনকে হত্যা করেছে ইসরায়েল

সরাইলে সংঘর্ষের ঘটনায় জড়িত সন্দেহে আটক ১৫ জনকে কারাদণ্ড

জুয়ার বিজ্ঞাপন প্রচার করলেই ব্লক করে দেওয়া হবে ওয়েবসাইট

চট্টগ্রাম বন্দরে প্রবেশ ফি বৃদ্ধি, বন্ধ রয়েছে কনটেইনার পরিবহন

তিন দফা দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের কালো পতাকা মিছিল

দেশে ডেঙ্গুজ্বরে আরও ১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬১৯ জন

শাহজালালের কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে ফায়ারের ৩১ ইউনিট

শিক্ষিত জনগোষ্ঠীকে উৎপাদনমুখী করতে হবে: ড. মঈন খান

ধামরাইয়ে সেপটিক ট্যাংক থেকে মিলল দুই ভাইয়ের মরদেহ

গাংনী সীমান্তে ১৪ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর

ব্রাহ্মণবাড়িয়ায় রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতির দাবিতে স্থানীয়দের মানববন্ধন

আমলারা সমস্যা তৈরি করছে, অভিযোগ পরিকল্পনা উপদেষ্টার

ডিএনসি নিয়োগ পরীক্ষায় স্বচ্ছতা নিশ্চিতকরণে উল্লেখযোগ্য সাফল্য

সাতক্ষীরার শ্যামনগরে ৪৫ কেজি হরিণের মাংস ও ১২ টি পা জব্দ

জুলাই সনদ স্বাক্ষর রাজনৈতিক ইতিহাসে অনন্য ঘটনা: মির্জা ফখরুল

শাহজালালের কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে ২৮ ইউনিট

শাহজালাল বিমানবন্দরে বিমান ওঠানামা সাময়িক স্থগিত

পাকিস্তানের বিমান হামলায় কান্দাহারে বাস্তুচ্যুত ২০ হাজার আফগান পরিবার

ফিলিপিন্সের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ফেংশেন, চলছে জোর প্রস্তুতি

জুলাই সনদ স্বাক্ষরের আগে ভাঙচুর-আগুনের ঘটনায় আরেক মামলা