ই-পেপার শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২

ওয়ানডে দলের নতুন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ

আমার বার্তা অনলাইন:
১২ জুন ২০২৫, ২১:৫১
আপডেট  : ১২ জুন ২০২৫, ২১:৫৩
নাজমুল হোসেন শান্তর পরিবর্তে ওয়ানডে অধিনায়ক হলেন মিরাজ

জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে ফরম্যাটে নতুন অধিনায়কের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী এক বছরের জন্য নতুন ওয়ানডে অধিনায়ক হিসেবে মেহেদী হাসান মিরাজের নাম ঘোষণা করা হয়েছে। নাজমুল হোসেন শান্তর পরিবর্তে মিরাজকে ওয়ানডের দায়িত্ব দেয়া হয়েছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। আগামী মাসে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ থেকে পূর্ণকালীন নেতৃত্বের দায়িত্ব পালন শুরু করবেন নতুন অধিনায়ক মিরাজ।

এর আগে নাজমুল হোসেন শান্তর অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত হিসেবে চারটি ওয়ানডেতে দলকে নেতৃত্ব দিয়েছিলেন ২৭ বছর বয়সী এই অলরাউন্ডার। মিরাজকে ওয়ানডে দলের অধিনায়ক ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশ তিন ফরম্যাটে তিনজন অধিনায়কের পথে হাঁটলো। টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং টি-টোয়েন্টি দলের অধিনায়ক হলেন লিটন কুমার দাস।

বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম বলেন, ‘বোর্ড মনে করে, ব্যাট ও বল হাতে মিরাজের ধারাবাহিক পারফরম্যান্স, নিজে লড়াই করে দলকে অনুপ্রাণিত করার দারুণ ক্ষমতা রয়েছে তার। সে সঙ্গে মাঠে ও মাঠের বাইরে উদ্যমী উপস্থিতি তাকে এই অন্তর্বর্তীকালীন সময়ের জন্য ওয়ানডে দলের নেতৃত্ব দিতে একজন আদর্শ প্রার্থী হিসেবে গড়ে তুলেছে। আমরা বিশ্বাস করি যে, এই ফরম্যাটে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তার মানসিকতা এবং পরিপক্কতা রয়েছে।’

ফাহিম আরও বলেন, ‘অধিনায়ক হিসেবে শান্ত যে ইতিবাচ মনোভাব এবং চারিত্রিক বৈশিষ্ট্য প্রদর্শন করেছে, তার জন্য আমরা তাকে ধন্যবাদ জানানোর সুযোগ নিতে চাই। দলে যে লিডারশিপ গ্রুপ রয়েছে, শান্ত তাদের একজন হিসেবেই থাকবেন এবং আমরা জানি তার ব্যাটিং দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ।’

মেহেদী হাসান মিরাজ এখনও পর্যন্ত ১০৫টি ওয়ানডেতে ১৬১৭ রান এবং ১১০টি উইকেট নিয়ে নিয়েছেন। বর্তমানে আইসিসি ওয়ানডে র‍্যাংকিংয়ে অলরাউন্ডারদের মধ্যে চতুর্থ অবস্থানে রয়েছেন তিনি। যা বর্তমান যে কোনো বাংলাদেশি খেলোয়াড়ের মধ্যে সর্বোচ্চ।

নিজের পারফরম্যান্স দিয়ে বাংলাদেশের ক্রিকেটারদের একটি অভিজাত ক্লাবে যুক্ত হলেন মিরাজ। যাদের মধ্যে রয়েছেন মোহাম্মদ রফিক, মাশরাফি বিন মুর্তজা এবং সাকিব আল হাসানের মত ক্রিকেটার। যাদের নামের পাশে ওয়ানডেতে অন্তত ১০০০ রান এবং ১০০টি উইকেট রয়েছে।

অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়ে মিরাজ বলেন, ‘বোর্ড কর্তৃক এ দায়িত্ব অর্পণ করা আমার জন্য একটি বিশাল সম্মানের। দেশকে নেতৃত্ব দেওয়া যে কোনো ক্রিকেটারের জন্য একটি স্বপ্ন এবং বোর্ড আমার প্রতি যে আস্থা দেখিয়েছে তার জন্য আমি কৃতজ্ঞ। এই দলটির প্রতি আমার পূর্ণ আস্থা আছে। আমাদের দলে দারুণ প্রতিভা রয়েছে। যারা নির্ভীক ক্রিকেট খেলে থাকেন। আমি চাই আমরা আত্মবিশ্বাসের সাথে পারফর্ম করবো, বাধা ছাড়াই খেলবো এবং দেশের জন্য আমাদের সেরাটা দিয়ে যাবো।’

আমার বার্তা/এমই

মেসিকে দেখতে না পেয়ে কলকাতায় গ্যালারিতে ভাঙচুর

লিওনেল মেসি জ্বরে কাঁপছে ভারত। শুক্রবার মধ্যরাতে পা রাখেন আর্জেন্টিনা ফরোয়ার্ড। কলকাতার হায়াট রিজেন্সিতে ছিলেন

বাংলাদেশের প্রকৃত হিরো মুক্তিযোদ্ধারা: তানজিম সাকিব

চলছে বিজয়ের মাস ডিসেম্বর। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের কারণে এই মাসটি বাংলাদেশের মানুষের কাছে চিরস্মরণীয়

ক্যারিবীয়দের ৯ উইকেটে উড়িয়ে সিরিজে এগিয়ে নিউজিল্যান্ড

ক্রাইস্টচার্চে প্রথম টেস্টে রোমাঞ্চকর দ্বৈরথ তৈরি করেছিল নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। কিউইদের দেওয়া ৫৩১ রানের

ক্যারিয়ারে এমন বিব্রতকর দিন আর দেখেননি বুমরাহ-আর্শদীপ

নিউ চন্ডিগড়ের মুল্যানপুরে পুরুষ ক্রিকেটের প্রথম কোনো আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গতকাল (বৃহস্পতিবার)। যেখানে ভারতকে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রায় ১২ ঘণ্টা পর কেরানীগঞ্জের সেই ভবনের আগুন নিয়ন্ত্রণে

ওসমান হাদিকে হত্যাচেষ্টায় একদিন পেরিয়ে গেলেও হয়নি কোনো মামলা

ওসমান হাদির ওপর হামলা নির্বাচনে প্রভাব ফেলবে না: নির্বাচন কমিশনার

মানবাধিকার কমিশন অধ্যাদেশ আমলাতান্ত্রিক দখলদারিত্বে জিম্মি

যেকোনও মূল্যে দেশে জাতীয় নির্বাচন হতে হবে: তারেক রহমান

চরম হতাশার মুহূর্তে আল্লাহর ওপর ভরসা রাখার গুরুত্ব

মোবাইলে কথা বলতে বলতেই ট্রেনের ধাক্কায় প্রাণ গেল যুবকের

যমুনা অয়েলের তেল চুরি সিন্ডিকেট প্রধান হেলালের প্রধান সেনাপতি এয়াকুব গ্রেপ্তার

২০২৬ সালে বিশ্ববাজারে সোনার দাম বাড়াতে পারে ৪,৯০০ ডলারে

অ্যান্টিবায়োটিকের ব্যবহার কমাতে জানুয়ারিতে সচেতনতামূলক কর্মসূচি শুরু

ওসমান হাদি গুলিবিদ্ধের ঘটনায় ঢাবি সাদা দলের নিন্দা প্রকাশ

বুয়েটে বাংলাদেশ কম্পিউটার সোসাইটির সাধারণ সভা অনুষ্ঠিত

তেঁতুলিয়ায় টানা তিন দিন ধরে চলছে মৃদু শৈত্যপ্রবাহ

তারেক রহমানের দেশে ফেরা-নিরাপত্তা নিয়ে যা জানালেন সালাহউদ্দিন

হাদিকে বর্তমানে কনজারভেটিভ ম্যানেজমেন্টে রাখা হয়েছে: মেডিকেল বোর্ড

টেকনাফ সীমান্তের ওপারে তীব্র গোলাগুলি, জনমনে আতঙ্ক

দেশীয় স্বাস্থ্য সেবায় আস্থা ফেরাতে কাঠামোগত সংস্কার ও কার্যকর প্রয়োগ জরুরি

১৩ ডিসেম্বর: জেনে নিন ২২ ক্যারেট স্বর্ণের ভরির দাম

শনাক্ত ব্যক্তি ও ঢাবি ভিপি এক টেবিলে চা খাচ্ছেন, এর বিচার কে করবে: রিজভী

মালদ্বীপ প্রবাসী কামালের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল